-
যেকোনো একটা হতে পারে আর এই টা মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া বুদ্ধিমানের লক্ষন।আমি যদি মাথা গরম করে আর বড় বড় ট্রেড অপেন করি বেশি লাভের আশায় তাহলে লস ছাড়া লাভ হবে না।লাভটি যত সামান্যই প্রদর্শিত হবে তা বিবেচনা করার জন্য তার ভাল ধারাবাহিক ফলাফল রয়েছে। তবে আমাদের লস থেকে শিক্ষা নিতে হবে যেন যে লস আগে হয়েছে সে লস পরে আবার যেন না হয়। হতাশ না হয়ে কিংবা ধৈর্য হারা না হয়ে ঠান্ডা মস্তিস্কে আবারো ব্যালেন্স জমা করে ট্রেড করা উচিত এতে করে আপনার স্কিল অনেক বৃদ্ধি পাবে।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ লাভ লস যেকোনো একটা হতে পারে আর এই টা মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া বুদ্ধিমানের লক্ষন।আমি যদি মাথা গরম করে আর বড় বড় ট্রেড অপেন করি বেশি লাভের আশায় তাহলে লস ছাড়া লাভ হবে না।তাই যখন লস হবে তখন কি কারনে লস হয়েছে এর কারন বের করে সেই অনুযায়ী প্রিভেন্টিভ একশন নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত।তাই ফরেক্সে ও লস হতেই পারে। তাই বলে মন খারাপ বা ভেঙে পরা যাবে না। লস হলে একটু সময় নিন, মাথাটা ঠান্ডা রাখুন, বুঝন, তার পরে আবার ফরেক্স করেন দখবেন ঠিক আবার ঘুরে দাড়াতে পারবেন।
-
ফরেক্সে লস হলে এটা কে স্বাভাবিক ভাবে মেনে নেওয়াটাই উচিত আর আপনার যে ভুলগুলোর কারণে লস হয়েছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এরকম ভুল যেন আর না হয় সেদিকে লক্ষ্য রেখে ট্রেড করা উচিত। হতাশ না হয়ে কিংবা ধৈর্য হারা না হয়ে ঠান্ডা মস্তিস্কে আবারো ব্যালেন্স জমা করে ট্রেড করা উচিত এতে করে আপনার স্কিল অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।লস হলে ধৈর্য্য ধরতে হবে, লস কে প্রফিডে আনতে গেলে আরো বেশি লস হতে পারে। যদি দেখা যায় বেশি লসের দিক বা লেট করলে আরো লস হবে তখন হেজ ট্রেড করুন। তারপর বুজে দেখুন মার্কেট কোন দিকে বেশি উর্ধ্বগামী সেইদিকে খেয়াল রেখে ট্রেড করুন।
-
মুদ্রার বাজার থেকে আরও বেশি লাভ অর্জনের জন্য একজনকে তার লোভ নিষ্পত্তি করতে হবে এবং ফরেক্সকে প্রচুর জ্ঞানের প্রয়োজন হয় তাই বাজারের অনুভূতিটি প্রথমে শিখতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করা উচিত। ধারাবাহিক মুনাফা অর্জনের জন্য আমাদের উচ্চ অর্থ পরিচালনার কৌশল ব্যবহার করা উচিত। ক্ষতি ব্যবসায়ের একটি অংশ তবে এতে আপনার আবেগকে প্রভাবিত করবেন না এবং কেবল স্থিতিশীল থাকুন।মার্কেটে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ট্রেডারা খুব কমই লস করে থাকে। নতুনরাই বেশি লস করে এটাই স্বাভাবিক। লস ঠেকানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরেক্স বিষয়ে সবকিছু জ্ঞান লাভ করা। মার্কেট এনালাইসিস করা জানতে হবে।
ফরেক্স কেউ যদি মার্কেট মুভমেন্ট ও এনালাইসিস করে তাহলে ফরেক্স লস হওয়ার সম্ভাবণা কম থাকবে। তাই লস থেকে বিরত থাকতে হলে অভিজ্ঞতা লাভের কোন বিকল্প পথ নেই।
-
মনে করি আপনার লস হয়েছে মানে আপনার এখনো কিছুটা কমতি আছে। ৬ মাস ডেমো ট্রেড করে প্রায় প্রতিবার লাভ করার পর ও অনেকে ট্রেড লসে চলে যায়। তারমানে আরো কিছু শেখার বাকি আছে। আপনি আরো শিখেন আরো জানেন আরো বুঝেন তারপর আবার ডেমো করেন । আমি মনে করি লস কিনলে সেই জিনিসগুলোকে আবারও ফিরিয়ে আনা সম্ভব যদি আপনি একজন ভালো ট্রেডার এবং risk management সম্পর্কে খুব ভালো করে আপনার আইডিয়া থাকে আপনি ডেমো একাউন্ট খোলার সময় যদি risk management নিয়ে ভাল করে পড়ালেখা করেন তাহলে মানি ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন আপনার কোন ট্রেড ভুলগুলোকে ভবিষ্যতে ধীরে ধীরে অনুকূলে আনা সম্ভব। কেননা আপনি যদি লস করার কারণে অনেক বেশি হতাশ হয়ে ধৈর্য্য হারা হয়ে যান এবং কোন প্রকার মার্কেট এনালাইসিস না করে দ্রুত সেই লস রিকভার করার জন্য ট্রেড ওপেন করে থাকেন তাহলে ওই ট্রেডগুলো আপনার বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং লাভের পরিবর্তে লস হওয়ার ঝুঁকি আরো বেড়ে যাবে।তাই উচিত হবে মাথা ও মনকে ঠান্ডা রেখে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার এবং কি কারণে লস হলো সে গুলোকে খুঁজে বের করে নিজেকে ওই বিষয়ে সচেতন করে তোলা। যাতে করে ভবিষ্যতে ওই লসগুলোর থেকে এড়িয়ে চলতে পারেন এবং মার্কেটে টিকে থেকে খুব ভাল প্রফিট করতে পারেন।
-
যেহেতু আমরা সবাই ফরেক্স মার্কেটে শুরুতে অনভিজ্ঞ এবং অদক্ষ অবস্থায় ট্রেড করতে আসি৷তাই লস হবে এটাই স্বাভাবিক৷এজন্য নিজের পকেটের পুঁজি না খাটিয়ে ভার্চুয়াল পুঁজি দিয়ে ডেমো ট্রেড করে করে প্রথমে trading অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে নিতে হবে৷আমাদের ফোরামে অভিজ্ঞ সদস্যগণ প্রতিনিয়ত ট্রেডিং কলা কৌশল নিয়ে আলোচনা করছেন৷তাদের এসব আলোচনার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থী সবকিছুই শিখতে পারবেন৷এজন্য ফোরামে প্রতিদিন স্টাডি করতে পারেন৷পাশাপাশি বিভিন্ন অনলাইন সোর্স এবং youtube channel থেকে Forex learning ভিডিওগুলো স্টাডি করতে পারেন৷আমাদের কেন লস হয় এবং কিভাবে ট্রেড করলে নিয়মিত প্রফিট আসবে এবং সকল কৌশল গুলো শেখা প্রয়োজন৷মনে রাখবেন যখনই লস হবে তখনই বুঝবেন আপনার আরো অনেক কিছু জানা প্রয়োজন রয়েছে৷লসের কারনগুলো খুঁজে বের করুন এবং সেগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে৷
-
সকল ব্যবসায় লাভ এবং লস উভয় রয়েছে ।লস ছাড়া কোন ব্যবসা সম্ভব নয় ।ব্যবসায় লস হয় আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং ভুলের জন্য ।লস করেন মন খারাপ করলে চলবে না ।এই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে ।লস করলে কোন কিছু করার নেই কিন্তু আমি মনে করি লস কিনলে সেই জিনিসগুলোকে আবারও ফিরিয়ে আনা সম্ভব যদি আপনি একজন ভালো ট্রেডার এবং risk management সম্পর্কে খুব ভালো করে আপনার আইডিয়া থাকে আপনি ডেমো একাউন্ট খোলার সময় যদি risk management নিয়ে ভাল করে পড়ালেখা করেন তাহলে মানি ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন আপনার কোন ট্রেড ভুলগুলোকে ভবিষ্যতে ধীরে ধীরে অনুকূলে আনা সম্ভব। যেখানে লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা নাই সেটা কি ব্যবসা বলা যায়না। তাই আমি মনে করি যদি কখনো লস হয়ে থাকে তখন ধৈর্য্য ধারণ করাই হচ্ছে সবথেকে উত্তম কাজ। কেননা আপনি যদি লস করার কারণে অনেক বেশি হতাশ হয়ে ধৈর্য্য হারা হয়ে যান এবং কোন প্রকার মার্কেট এনালাইসিস না করে দ্রুত সেই লস রিকভার করার জন্য ট্রেড ওপেন করে থাকেন তাহলে ওই ট্রেডগুলো আপনার বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং লাভের পরিবর্তে লস হওয়ার ঝুঁকি আরো বেড়ে যাবে।তাই উচিত হবে মাথা ও মনকে ঠান্ডা রেখে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার এবং কি কারণে লস হলো সে গুলোকে খুঁজে বের করে নিজেকে ওই বিষয়ে সচেতন করে তোলা। যাতে করে ভবিষ্যতে ওই লসগুলোর থেকে এড়িয়ে চলতে পারেন এবং মার্কেটে টিকে থেকে খুব ভাল প্রফিট করতে পারেন।
-
সত্যি ভালো লাগলো৷যেহেতু আমরা সবাই ফরেক্স মার্কেটে শুরুতে অনভিজ্ঞ এবং অদক্ষ অবস্থায় ট্রেড করতে আসি৷তাই লস হবে এটাই স্বাভাবিক৷এজন্য নিজের পকেটের পুঁজি না খাটিয়ে ভার্চুয়াল পুঁজি দিয়ে ডেমো ট্রেড করে করে প্রথমে trading অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে নিতে হবে৷আমাদের ফোরামে অভিজ্ঞ সদস্যগণ প্রতিনিয়ত ট্রেডিং কলা কৌশল নিয়ে আলোচনা করছেন৷তাদের এসব আলোচনার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থী সবকিছুই শিখতে পারবেন৷এজন্য ফোরামে প্রতিদিন স্টাডি করতে পারেন৷পাশাপাশি বিভিন্ন অনলাইন সোর্স এবং youtube channel থেকে Forex learning ভিডিওগুলো স্টাডি করতে পারেন৷আমাদের কেন লস হয় এবং কিভাবে ট্রেড করলে নিয়মিত প্রফিট আসবে এবং সকল কৌশল গুলো শেখা প্রয়োজন৷মনে রাখবেন যখনই লস হবে তখনই বুঝবেন আপনার আরো অনেক কিছু জানা প্রয়োজন রয়েছে৷লসের কারনগুলো খুঁজে বের করুন এবং সেগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে৷