-
নিউজের ধরনের উপর ভিত্তি করে মার্কেটে বেশ কিছু সময়ের জন্য অথবা অনেক সময় দীর্ঘ সময়ের জন্য বেশ কিছু পিপস মূভমেন্ট করে। ট্রেডাররা তখন নিউজের ধরন অনুযায়ী দ্রুত ট্রেড করে প্রফিট নিয়ে মার্কেট হতে বেড় হয়ে
আসে। নিউজের ধরন অনুযায়ী নিউজের চারটি ভাগে রয়েছে । যেমনঃ- হাই ইমপেক্ট নিউজ, মিডেল ইমপ্যাক্ট নিউজ, লো ইমপ্যাক্ট নিউজ এবং ব্যাংক হলিডে। তাই এখানে আপনাকে যাচাই-বাছাই করতে হবে কোন নিউজটা কোন কারেন্সির উপর বেশি ইম্পেক্ট ফেলছে। এরপর আপনার করণীয় কাজ হবে নিউজের প্রভাবের উপর মার্কেটের বেক টেষ্ট করে সেই ডেটাগুলো সংগ্রহ করা, তারপর আপনার এ্যানালাইসিস সম্পর্ণ করে নিউজ ট্রেডিং এর পিপারেশন নেওয়া।
-
যদিও নিউজ এর সময় ট্রেডিং করা কিছুটা ঝুঁকিপূর্ণ তবুও ফরেক্স সফলতার জন্য ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজ এর সময় ট্রেডিং করতে হলে ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকার দরকার আছে। ফরেক্স মার্কেটের বেশিরভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়, যেগুলো বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এসব নিউজগুলো বিভিন্ন কারেন্সি পেয়ারের সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার একটা আগাম বার্তা দিয়ে থাকে। এসব নিউজ এনালাইসিস করে অনেকটা আইডেন্টিফাই করা সম্ভব ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। আপনি যতই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন যদি ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে যেকোনো সময়ে আপনার এনালাইসিস ভেঙে দিয়ে ফান্ডামেন্টাল নিউজ এর প্রভাবে মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। আমি বেশিরভাগ সময় নিউজ ট্রেডিং করে থাকি। দিনের অন্যান্য সময় অলস বসে থেকে যখন হাই ইম্প্যাক্ট নিউজগুলো রিলিজ হয় তখন সেটার উপরে ডিপেন্ড করে ট্রেড করে থাকি। আমি মনে করি ফরেক্স সফলতার জন্য প্রত্যেক ট্রেডারকে নিউজ ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করা উচিত।
-
আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে নিউজ টাইমে স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যদি নিউজগুলো সম্পর্কে ভাল না জানেন তাহলে আপনি কখনও নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে ফরেক্স নিউজগুলো আগে ভালভাবে বুঝতে ও ট্রেডিং এনালাইসিস এর কৌশলগুলো সেম্পর্কে জানতে হবে। স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যদি নিউজগুলো সম্পর্কে ভাল না জানেন তাহলে আপনি কখনও নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে ফরেক্স নিউজগুলো আগে ভালভাবে বুঝতে হবে।
-
আপনি ইচ্ছা করলে কিছু কিছু পেয়ারে নিউজ টাইমে ট্রেডিং করে ভাল মুনাফা উপার্জন করতে পারেন। তবে আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে নিউজ টাইমে স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর যদি নিউজগুলো সম্পর্কে ভাল না জানেন তাহলে আপনি কখনও নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে ফরেক্স নিউজগুলো আগে ভালভাবে বুঝতে ও ট্রেডিং এনালাইসিস এর কৌশলগুলো সেম্পর্কে জানতে হবে। তাহলে অবশ্যই আপনি নিউজ টাইমে ট্রেড করে সফল হতে পারবেন।
-
অজানা রহস্য কাজ করে বলে অনেকেই নিউজ ট্রেডিং হতে দূরে থাকতে চায়। অথচ এই নিউজই ফরেক্স মার্কেটের মূল চালিকাশক্তি। নিউজ না থাকলে এই মার্কেট হয়ে উঠত মুল্যহীন, মুভমেন্টহীন এক বিরক্তিকর জায়গা! যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর ... সেসময় আপনাকে স্ক্রিনের সামনে থাকতে হবে যাতে কোন অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে বাচা যায়। ... কিন্তু যখন প্রাইস খুব দ্রুত বেড়ে গেছে অর্থাৎ মার্কেট অশান্ত হয়ে গেছে, তখন ব্যান্ড ২টি দূরে সরে গেছে।
-
অসম্ভব সুন্দর! এত সুন্দর এক্সপ্লানেশন , সত্যি অনেক ভালো লাগলো পরে. ইংলিশ অনেক আর্টিকেল এ ফলো করা হয় কিন্তু আমরা বাঙালিদেড় জন্য বাংলা তে পড়ার মজা ই আলাদা।
যাইহোক, শুনলাম Lite Finance অনেক আকর্ষণীয় অফার দিচ্ছে ( iPhone 12 & 13 pro max)। আপানি চাইলে ঘুরে আস্তে পারেন "Lite Finance" এ.
-
বিভিন্ন অর্থনৈতিক নিউজ এর উপর ভিত্তি করে ট্রেডিং করাকে নিউজ ট্রেড বলে। অনেক সময় টেকনিক্যাল এনালাইসিস সঠিকভাবে কাজ না করলেও নিউজ এনালাইসিস সফল ফলাফল প্রদান করে। এজন্য অভিজ্ঞ ট্রেডারগন সব সময় নিউজ এর উপর নির্ভর করে ট্রেডিং করে থাকেন। বিশ্বের প্রতিটি তাদের অর্থনৈতিক সমীক্ষার উপর বিভিন্ন নিউজ প্রকাশ করে। এ সকল নিউজ এর ফলাফলের মাধ্যমে সেইসব দেশের মুদ্রার মান কম বেশি হয়ে থাকে। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে প্রফিট লাভ করা যায়।নিউজ ট্রেড করতে হলে দীর্ঘদিনের জ্ঞান না থাকলে যে কোন সময় বড় ধরনের ধরা খেতে হতে পারে। নিউজ ট্রেড খুবই রিস্ক। কেননা মার্কেট এ বড় ধরনের স্পাইক করে থাকে। আর স্পাইক করলে যে কোন ট্রেড এর স্টপ লস হিট করতে পারে। সুতরাং সবার পক্ষে নিউজ ট্রেড করা সম্ভব না।
-
ফরেক্স মার্কেট এর মুভমেন্ট হয়ে থাকে নিউজ এর উপর ডিপেন্ড করে,অনেক এ আছে নিউজ এর উপর ট্রেড করে থাকে,অল্প সময়ের জন্য ট্রেডিং ওপেন করে প্রফিট বুক করে আবার ট্রেড ক্লোজ করে দেয়,কিন্তু নিউজ ট্রেডিং সবার পক্ষে সম্ভব হয় না,আমার কাছে নিউজ ট্রেডিং অনেক রিস্কি মনে হয়,যারা এক্সপার্ট তারা ছাড়া নিউজ ট্রেডিং আমাদের মতো অভিজ্ঞতা হীন ট্রেডার এর না করাই ভালো,আমি নিউজ ট্রেডিং করার জন্য এক সময় আমার ফুল ব্যালেন্স হারিয়েছি,আমাদের উচিত নিউজ ট্রেডিং থেকে বিরত থাকা,আমার মতে মার্কেট আমাদের অনেক সুযোগ দিবে আর সেই সুযোগ আমাদের কাজ এ লাগাতে হবে,নিউজ এর মুভমেন্ট দেখার পর আমাদের ট্রেডিং করা উচিত।
-
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন এজন্য আমাদের সবসময় আপডেট নিউজের প্রতি বিশেষ নজর দিতে হবে। আমরা ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স স্ট্রিট এসব সাইটে নিউজ সম্পর্কিত রেগুলার আপডেট দেখে থাকি। যেখানে বিভিন্ন কারেন্সীর উপর ইকোনমিক্যাল ডাট আপডেট দেওয়া থাকে। সাধারনত এই ডাটা গুলো ইকোনোমিক্যাল এক্সপার্টরা এনালাইসিস করে তার উপর ফোরকাস্ট করে থাকে। আর এই ফোরকাস্টের মান থেকে যদি একচুয়াল মান বেশি হয়ে থাকে তখন সেই কারেন্সী জন্য পজিটিভ মুভমেন্ট হয়ে থাকে আর কম হলে তা কারেন্সীর জন্য নেগেটিভ হয়ে থাকে। ফরেক্সে ভালো করতে হলে আমাদের এসকল নিউজের উপর নিয়মিত ফোকাস রাখা উচিত।সবসময়ই বলে থাকি যে, নিউজ ট্রেডিং একটি ঝুকিপূর্ণ অবস্থার নাম। সমুদ্র সৈকতে যদি ১০ নাম্বার বিপদ সংকেত দেওয়া হয় তবে কেন আপনি অধিক মাছের আশায় মাছ ধরতে গভীর সমুদ্রের দিকে যাবেন। তাই বলব, নিউজ দেখুন কিন্তু মাঠে নেমে পড়বেন না। অন্যদিকে বলতে হয় যে যারা এই বিষয়ে অত্যন্ত বেশি দক্ষতা রাখেন তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি ব্যবহার করে নিউজ ট্রেড করুন। তবে নিউজের ৫ মিনিট আগে থেকে প্রিপারেশন নেওয়া ভাল ।
-
নিউজ ট্রেড করতে হলে দীর্ঘদিনের ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন পড়ে৷যারা ফরেক্স মার্কেটে একদম নতুন আসছেন তারা সবাই সাবধান থাকবেন- নিউজ আওয়ারে নতুন ট্রেডারদের একাউন্টের ব্যালেন্স প্রায়ই শূন্য হয়ে যায়৷কারণ হলো নতুন অনভিজ্ঞ ও অদক্ষ শিক্ষার্থী ট্রেডারগণ নিউজ আওয়ারে নির্দিষ্ট কোনো কারেন্সি পেয়ার কোন দিকে মুভ করতে পারে তার সম্পর্কে কোনো প্রকার ধারণা রাখে না৷ফরেক্স মার্কেটের নিয়ম হলো নিউজ আওয়ারের এক ঘন্টা পূর্বেই অনভিজ্ঞ ট্রেডারদের রানিং ট্রেডগুলো ক্লোজ করে দিয়ে চুপচাপ বসে মার্কেটে প্রাইস মুভমেন্ট দেখা৷ নিউজ আওয়ারে মার্কেটে ব্যাপক লেনদেন হয় ফলে কারেন্সি পেয়ারগুলোর প্রাইস ভলাটিলিটী অনেক বেশি হয়৷তাই যারা অনভিজ্ঞ তারা তাদের ভুল এন্ট্রীর কারণে প্রচুর লস করে ফেলে আর