ফরেক্সে স্টপ লস অর্ডার ব্যবহার করা অত্যন্ত জরুরি, বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। আমি এখন পর্যন্ত যতবার ব্যালেন্স জিরো করেছি ততোবারই এর মূলে ছিলো স্টপ লস ব্যবহার না করা। আপনার মতোই স্টপ লস ছাড়া ট্রেড ওপেন করার পরে দেখা যায় মার্কেট আমার বিপরীত দিকে যেতে থাকে। তখন অপেক্ষা করতে থাকি মার্কেট ব্যাক করার জন্য। কিন্তু মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে এবং এক সময় ব্যালেন্স জিরো হয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। এরকমটা আমার সাথে একবার দুবার নয় কয়েকবার ঘটেছে। তবে আমি এর মাধ্যমে শিক্ষা পেয়েছি চরমভাবে যেটা আমাকে এরপর থেকে স্টপ লস ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে। সেই থেকে আমি স্টপ লস দিয়ে ট্রেড করি। দেখা যায় লস হলেও সেটা খুব সামান্য পরিমাণে হয় যেটা পরবর্তীতে রিকভার করা সম্ভব।
তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটি ট্রেড ওপেন করার সময় স্টপ লস দিয়ে ট্রেড ওপেন করা উচিত। *তাতে করে আপনার কিছুটা লস হলেও ব্যালেন্স জিরো হওয়ার সুযোগ নেই। আর ব্যালেন্স সুরক্ষিত থাকলে আপনি পরবর্তীতে ট্রেড করে ছোটখাটো লস রিকভার করতে পারবেন। কিন্তু ব্যালেন্স জিরো করে ফেললে আর রিকভার করার সুযোগ হারাবেন। আমাদের মূলধন সুরক্ষার স্বার্থে অবশ্যই স্টপ লস অর্ডার ব্যবহার করে ট্রেড করা উচিত।