-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস করেও আপনার ভুল ট্রেড এন্ট্রি দেওয়ার কারণেই লস হয় ভাই।আমার মনে হয় আপনার অভিজ্ঞতা কম থাকার কারণে এমন হয়ত হচ্ছে।প্রথম দিকে সবারই এমন অভিজ্ঞতা হয় যে ট্রেড যখন বাই এ দিচ্ছে ট্রেড নিচের দিকে নেমে যাচ্ছে আবার সেলে দিলে উঠে যাচ্ছে।আপনি হয়ত ভাবছেন ট্রেড আপনার সাথে বেইমানি করছে কিন্তু এটা মোটেও ঠিক নয়।মার্কেট কখনো বেইমানী করেনা এটা আমাদের অজ্ঞতার ফল।ফরেক্স মার্কেট সামনের ৫ মিনিটে যে কোথায় যাবে আমরা কেউ বলতে পারবোনা। তবে আমাদের এনালাইসিস যদি সঠিক হয় তবে আমরা লাভ করতে পারব। এই নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই ভাই।এজন্য আপনাকে আরো বেশি ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে ট্রেড এ আপনার অভিজ্ঞতা বাড়ান তখন দেখবে আপনার এনালাইসিসগুলো কাজে দিচ্ছে।
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে আগামী 5 মিনিটে কি ঘটছে তা হয়তো বা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না।ফরেক্স মার্কেট সর্বদাই তার নিজের গতিতে চলতে থাকে।তাই এখানে অনেক সময় খুব ভালো এনালাইসিস ও কাজ করে না।যেই দেখি মার্কেট উপরে উঠছে অমনি আমি এ্যানালিসিস করে একটি বাই ট্রেড করলাম অমনি মার্কেট নিচে নামতে শুরু করলাম। যাইহোক আবার যেই সেল ট্রেড করলাম অমনি মার্কেট উপরে উঠতে শুরু করল। তাই চিন্তা করলাম মার্কেট আমার সাথে শত্রুতা করছে। তাই আপাতত ট্রেড করা বন্ধ রেখেছি। শুধু এনালাইসিস করলে হবে না । আগে এনালাইসিস সম্পর্কে দক্ষ হতে হবে। তারপর এনালাইসিস করলে কাজ হবে।ফরেক্স হলো আন্তর্জাতিক অনলাইন ব্যবসা যেহেতু এটা অনলাইন ব্যবসা তাই এখানে একটু ভুল হলে ক্ষতি হবে।তাই ফরেক্সের কাজ গুলো খুব নিখুদ ভাবে করতে হয়।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এত এ্যানালিসিস করছি তারপরও লস। ভেবে পাচ্ছি না কি করব। আসলে মার্কেট যখন নিজের ইচ্ছামত চলতে থাকে তখন কোন এ্যানালিসিস কাজে লাগে না। যেই দেখি মার্কেট উপরে উঠছে অমনি আমি এ্যানালিসিস করে একটি বাই ট্রেড করলাম অমনি মার্কেট নিচে নামতে শুরু করলাম। যাইহোক আবার যেই সেল ট্রেড করলাম অমনি মার্কেট উপরে উঠতে শুরু করল। তাই চিন্তা করলাম মার্কেট আমার সাথে শত্রুতা করছে। তাই আপাতত ট্রেড করা বন্ধ রেখেছি। আপনাদের ট্রেডিং এর অবস্থা কি? একটু শেয়ার করুন।
-
উল্টাপাল্টা এনালাইসিস করলে এবং ভূল ট্রেড করলে কখনেই লাভ আশা করা যায় না।কোন সফল ট্রেডারও একথা বলতে পারবেন না যে তার সকল এনালাইসিস সব সময় ঠিক থাকে। তবে আপনি যদি দেখেন, আপনার এনালাইসিস আপনাকে ক্রমাগত লসের দিকে ঠেলে দিচ্ছে তবে স্বাভাবিকভাবে বুঝতে হবে আপনার এনালাইসিসে কোন না কোন ভুল আছে। আমার মনে হয় আপনার অভিজ্ঞতা কম থাকার কারণে এমন হয়ত হচ্ছে।প্রথম দিকে সবারই এমন অভিজ্ঞতা হয় যে ট্রেড যখন বাই এ দিচ্ছে ট্রেড নিচের দিকে নেমে যাচ্ছে, তবে সেটা নির্ভর সঠিক পদ্ধতিতে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করেন।
-
সঠিকভাবে এনালাইসিস করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম।আপনি হয়তো সঠিকভাবে এনালাইসিস করতে পারেননি। এনালাইসিস করা জরুরি ফরেক্সে ট্রেড করার জন্য আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস দুটো সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে তাহলে ভালো ফল আশা করা যাবে। আমরা এত এ্যানালাইসিস করি তার পরেও আমাদের ট্রেডগুলো লসে চলে যায়, এর মূল কারনটা হলো আমাদের এ্যানালাইসিসে কিছুটা ঘাটতি রয়েছে, যার কারনে আমরা রং পজিশনে ট্রেড ওপেন করে ধরা খেয়ে যাচ্ছি। এর পরেও ট্রেডিং-এ লসের আরও বিভিন্ন কারণ আছে সেগুলোও আমাদেরকে লসের দিকে পরিচালিত করে থাকে। সুতরাং আমাদের অনেক সচেতনতা অবলম্বন করতে হবে।
-
ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে যত দক্ষ অভিজ্ঞ এবং পুরাতন ব্যবসায়ী থাকুক না কেন তারপরও সে কখনো না কখনো ছোটখাটো লস করবে এনালাইসিস এমন একটা জিনিস যা সঠিকভাবে করার পরও দুর্ভাগ্যবশত অনেক সময় দেখা যায় তার বিপরীতে চলে যায় এক্ষেত্রে আসলে ফরেক্স মার্কেট তার নিজস্ব ধারাবাহিকতা পরিবর্তন করে থাকে এই চিন্তা করে যদি ফরেক্স মার্কেটে কেউ কাজ না করে তবে সেটা তার অজ্ঞতা একজন লস করে থাকে এজন্য থেমে থাকলে চলবে না সবসময় ফরেক্স মার্কেটে সকল অবস্থার জন্য প্রস্তুতি নিতে হবে
-
ফরেক্স মার্কেটে সাধারণত নতুন ট্রেডরার লস করার প্রধান কারণ হলো ফরজ সম্পর্কে তাদের অজ্ঞতা এখানে যদি কোন দক্ষ ট্রেডার থাকে তবে সেও লস করে থাকে লস বিষয়টা ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফরেক্স মার্কেট লাভ লস নিয়েই গঠিত তাই আমি মনে করি প্রতিদিন ট্রেডার কে লস এবং লাভ উভয়ের কথা মাথায় রেখেই ফরেক্স মার্কেটে কাজ করতে হবে
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে আগামী ৫ মিনিটে কি ঘটছে তা হয়তো বা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না।ফরেক্স মার্কেট সর্বদাই তার নিজের গতিতে চলতে থাকে।তাই এখানে অনেক সময় খুব ভালো এনালাইসিস ও কাজ করে না।যেকোনো সময়ে একটি দুর্ঘটনা এই মার্কেটের গতি পরিবর্তন করতে পারে।একটি আপট্রেন্ড যে কোন সময়ে ডাউনট্রেন্ডে অথবা একটি ডাউনট্রেন্ড যেকোনো সময় আপট্রেন্ডে পরিবর্তিত হতে পারে।সে ক্ষেত্রে আপনি বা আমি যতই ভালো এনালাইসিস করি কোন কাজে দেবে না।ফলে আপনি যখন ট্রেডে এন্ট্রী করেন তখন প্রাইস বা মার্কেট আপনার বিপরীত দিকে চলে যাচ্ছে... ফলে আপনার লস হচ্ছে৷এখানে আপনার মার্কেট সাথে শত্রুতা করছে না বরং আপনার অজ্ঞতার জন্য আপনি ভুল এন্ট্রী করছেন৷আপনার সামনে রয়েছে অত্যন্ত কঠিন পরীক্ষা- হয় আপনাকে আগামী কয়েক বছর একটানা ব্যাপক স্টাডি করতে হবে নতুবা এখনই মার্কেট থেকে চলে যেতে হবে৷এমন পরিস্হিতি আমিও পাড় করে এসেছি৷যদি আপনি এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই আপনাকে সব কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে৷ কয়েক বছর পর আপনি ঠিকই বুঝতে পারবেন মার্কেট আপনার জন্যই দাঁড়িয়ে আছে-মার্কেট কখনোই আপনার শত্রু নয়৷
-
1 Attachment(s)
ফরেক্স ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই এখানে ট্রেড করার পূর্বে আপনাকে অবশ্যই এই বিষয়ে ১০০% জেনে বুঝে এবং শিখে ট্রেড করা উচিত। ফরেক্স ট্রেডিংয়ের মেরুদণ্ড হচ্ছে তিন ধরনের এনালাইসিস।
১. টেকনিক্যাল এনালাইসিস
২. ফান্ডামেন্টাল এনালাইসিস
৩. সেন্টিমেন্টাল এনালাইসিস
এই তিন ধরনের এনালাইসিস ভালোভাবে শিখে আপনি যদি ফরেক্স ট্রেড শুরু করেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন। অন্যথায় দিনের-পর-দিন মাসের-পর-মাস লস করবেন এটাই স্বাভাবিক।
[ATTACH=CONFIG]17979[/ATTACH]
-
যখন আপনি এত এনালাইসিস করেও লস করেন তারমানে আপনাকে বুঝতে হবে আপনার এনালাইসিস সঠিক বা নিখুঁত হচ্ছে না। এনালাইসিস করে আমরা তো সবাই ট্রেড করি কিন্তু সবাই কি প্রফিট করতে পারি? আপনাকে পর্যাপ্ত সময় দিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে এনালাইসিস করলে তাহলে উত্তর দ্বারা প্রফিট করা সম্ভব কেননা ফরেক্স মার্কেটে যে যত বেশি নিকট এনালাইসিস করতে পারে তার প্রফিট করার সম্ভাবনা তত বেশি থাকবে। তাই দক্ষ এনালাইসিস করার প্রতি মনোযোগ দিতে হবে।