-
ফরেক্সে আমরা বিভিন্ন কারণে লস করে থাকি। এই লসের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। এর পাশাপাশি স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা, অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড নেয়া, সুশৃংখল প্ল্যানিং না করা, শুরুতেই অধিক মুনাফা অর্জন করার মানসিকতা, ভুলের কারণগুলো রেকর্ড করে সে অনুযায়ী নিজেকে সংশোধন না করা এবং অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং করা ফরেক্স মার্কেটে লস করার কতিপয় মেজর কারণ। এছাড়াও মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অভার র্ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, সঠিকভাবে এনালাইসিস না করা ইত্যাদি ফরেক্স মার্কেটে লস করার অন্যতম কারণ। লসের বৃত্ত থেকে বের হতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে সঠিক পন্থায় পালন করে ট্রেডিং করতে হবে। নতুবা কখনোই লসের চক্র থেকে বের হওয়া সম্ভব নয়।
-
হ্যা ভাই আপনি আসলেই অসম্ভব এতগুলো সত্য ঘটনা তুলে ধরেছেন। আমিও আপনার সাথে একমত। তবে এ সবকিছুর মূলই হলো একজন ট্রেডারের ট্রেডিং ডিসিপ্লিন। তাই কোন ট্রেডার যদি কঠিণ ধৈর্য্য সহকারে একটা নিয়মের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করে চলতে পারেন, তবেই আশা করা যায় যে তিনি সফলতা অর্জন করবেন। আর যদি এগুলোর ব্যতিক্রম কিছু করতে চান তাহলেই লস করবেন।
-
ফরেক্স আমরা নানা কারণে লস করে থাকি। এই সকল লস এর কারণ যদি আমরা চিহ্নিত করতে পারি তা পরবর্তীতে সে অনুযায়ী ট্রেড করতে পারি তাহলে লস এড়ানো সম্ভব। আমার মতে আমরা বেশিরভাগ কারণে লস করে থাকি তা অনুমানের উপর ট্রেড করার কারণে। এ ছাড়াও অতিরিক্ত লোভ করে অল্প সময়ে বেশি প্রফিট করার মনোভাবের কারণে আমরা লস করে থাকি। অপরের ট্রেড ফলো করে ট্রেড করলেও লসের এর সম্মুখীন হতে হয়। সবচাইতে বড় কারণ হলো সহজ বিষয় না জ্ঞান থাকা। তাই এ বিষয়ে আমরা সতর্ক থাকলে লস এড়ানো সম্ভব।
-
অনেকে এই লস থেকে বের হয়ে আসে। তারা আসলে তাদের ভুলগুলোকে শুধরে নেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা অনেকেই প্রতিনিয়ত লস করতে থাকি। আসলে আমরা ফরেক্স কে টাকা কামানোর মেশিন মনে করি আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি না আমরা শুধু ট্রেড নিতে চাই কিন্তু এনালাইসিস করতে চাই না। উল্টাপাল্টা ট্রেড করে একাউন্টের বারোটা বাজিয়ে দেই। ওভার লটে ওভার রিস্ক নিয়ে আমরা ট্রেড করি ফলে আমাদের লস হয়।স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার না করে লস করে থাকি।মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করলে একাউন্ট যেকোন সময় জিরো হয়ে যেতে পারে।আর শুরুতেই আমরা পেশা হিসাবে নিই যার দরুন আমাদের লস হয়।
-
আসলে আমরা অধিকাংশ ট্রেডারই ফরেক্স মার্কেটে লস করি। আসলেই লস করার বিভিন্ন কারণ আছে সেসব কারণগুলো আমি সঠিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম নয়। তবে অভিজ্ঞ যারা আছে তারা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে।আমরা এই ভূলগুলি প্রতিনিয়ত করতেই থাকি। কারন যখন আমরা ট্রেড করি তখন এই সকল নিয়ম কানুন মনে থাকে না। লাভের আশায় নিয়মের তোক্কা না করে ট্রেড নিয়ে বসে থাকি। ফলে অনেক লস করে থাকি আমরা। বিশেষকরে আমি যখনদেখি কোন পেয়ারে বেশি মুভ করছে তখন এই সব নিয়ম ভুলে আগে একটি ট্রেড নিয়ে বসি তারপর যখন মার্কেট আমার বিপরীতে যেতে থাকে তখন মনে পড়ে যাই নিয়মগুলির কথা। তাই আমরা এত লস করে থাকি।আর যে সকল কারণগুলোতে আমরা লস করি সে সকল কারণ গুলো যদি আমরা সঠিকভাবে মাথায় ধরে রেখে পুনরাবৃত্তি না করে তাহলে আমাদের পুনরাবৃত্তি হবে না করি।
-
স্বাধীন ব্যবসায়ী হতে চাই তবে অন্যের সরবরাহিত সংকেতগুলি কখনই ব্যবহার করা উচিত নয়, তবে আমরা যদি বিনিয়োগকারী হতে চাই তবে আমরা প্যাম বা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরিতে বিনিয়োগ করতে পারি এবং ফরেক্স কপি ব্যবহার করে অন্যের সংকেতগুলি অনুসরণ করতে পারি, যে যদি সত্যই আমাদের শেখার । সে স্বাভাবিকভাবেই লসের প্রাথমিক কারণগুলো বুঝতে পারবে এবং সে যদি তারপরও ভুলগুলো শুধরাতে না পারে তাহলে ফরেক্স ট্রেডিং তার জন্য নয় । নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে না।ফরেক্স এর নিয়ম কানুন অনুসরণ না করেই ট্রেডিং করায় তারা লসে পড়ে থাকেন।তাই লস থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা।
-
ফরেক্স মার্কেট থেকে লস করে থাকেন তার নানা কারন থাকতে পারে। ফরেক্স মার্কেট যে সকল কমন লস গুলো করে থাকেন তা হল, লোভ করে ফরেক্স এ আসা, না বুঝে ট্রেড করা, একাধিক পেয়ার এ ট্রেড করা, বেশী লটে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, নিউজ না দেখা, ধৈর্য্য ও পরিশ্রমের অভাবের কারনে ফরেক্স এ লস গুলো করে থাকেন। এছাড়া আর অনেক কিছু কারনে ফরেক্স এ লস করে থাকেন।
-
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসি মূলত খুব দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে৷কিন্তু কিছুদিন পরেই দেখা যায় বাস্তব চেহারা যা অত্যন্ত নির্মম ও কঠিন৷শুরুতে এখানে লস করতে করতে আমাদের একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার শূন্য হয়ে যায়৷হায়রে লস কিন্তু কেন আমরা এত লস দেই
কোথায় যেন পড়েছিলাম, আমরা পড়াশুনা করি অনেক কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের সার্টিফিকেট থাকে বড় বড় কিন্তু দেখা যায় জব পাইনা। শিক্ষিত বেকার হয়ে বসে থাকি। তার কারন আমরা ভালো রেজাল্ট এর জন্য পড়ালেখা করেছি। জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি। ট্রেডার যদি কঠিণ ধৈর্য্য সহকারে একটা নিয়মের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করে চলতে পারেন তবেই আশা করা যায় যে তিনি সফলতা অর্জন করবেন।
-
আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়। আর এই লোভের জন্য আমাদের লাভের চেয়ে ফরেক্স মার্কেটে লসের পরিমাণটা বেশি হয়ে যায়, যা এক সময় মার্কেট থেকে বিতাড়িত হয়ে বাধ্য হয়ই। যেমন পরিশ্রম, দক্ষতা, অভিজ্ঞতা এবং ধৈর্যশীলতা হতে হবে। এগুলো সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে ফরেক্স ফোরাম থেকে বারবার লসে পড়তে হবে এমনকি ওভারট্রেড করলে ফরেক্স ফোরামের লস হয়। ডেমো অ্যাকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা না থাকলে ফরেক্স ফোরামের লস হয়।
-
আমি তাতে একমত আমরা যদি সত্যই স্বাধীন ব্যবসায়ী হতে চাই তবে অন্যের সরবরাহিত সংকেতগুলি কখনই ব্যবহার করা উচিত নয়, তবে আমরা যদি বিনিয়োগকারী হতে চাই তবে আমরা প্যাম বা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরিতে বিনিয়োগ করতে পারি এবং ফরেক্স কপি ব্যবহার করে অন্যের সংকেতগুলি অনুসরণ করতে পারি, যে যদি সত্যই আমাদের শেখার এবং ব্যবসায়ের জন্য সময় না থাকে তবে এর সাথে কোনও ভুল নেই।এগুলোর মধ্যে অন্যতম হলো ফরেক্স সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকা, ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা না থাকা, সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা, ট্রেডিং এ ধৈর্যশীল না হওয়া এবং লোভে পড়ে ট্রেড করা।কাজেই না বুঝে অন্যের কথায় কান দিয়ে ফরেক্স করলে আপনি লসে পড়ে যাবেন।মার্কেট না বুঝে ট্রেড করলে লসের মুখে পড়তে পারেন।ট্রেড করার সময় তাড়াহুড়ো করা যাবে না।সময় নিয়ে ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে।মনে রাখবেন লোভ করলেন তো মরলেন।