ফরেক্স মার্কেট আমার ট্রাড করা হই নি । ফরেক্স মার্কেটে আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না। কারন এটা মার্কেটের উপর নির্ভর করে।
Printable View
ফরেক্স মার্কেট আমার ট্রাড করা হই নি । ফরেক্স মার্কেটে আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না। কারন এটা মার্কেটের উপর নির্ভর করে।
মার্কেট যদি ভাল করে এনালাইসিস করা যাই আর মার্কেট এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে পিপ বেশি অর্জন করা যাই।তবে এর জন্য আপনাকে খুব বেশি খবরা খবর নেওয়া উচিত মার্কেট কি অবস্থানে আছে।আমার টার্গেট খুব বেশি না আমি ১৫-২০ পিপস এর মধ্য লাভ করতে চাই প্রতিদিন।
হ্যা সবারই নির্দিষ্ট কোনো পিপস লাভ করার ইচ্ছা না থাকলেও সময়ের প্রয়োজনে কিছু পিপস লাভ করার ইচ্ছা সবারই থাকে।আমি সচরারচর লস লাভ মিলিয়ে ৪০-৫০পিপস লাভ করতে পারলেই খুশি।আর পরিস্থিতির ওপর ভিত্তি করে বেশি বা কম লাভ হলেও খুশি।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ডিপোজিট করে ট্রেডিং করতে হয় ফরেক্স মার্কেটে আমরা যদি এনালাইসিস করে মার্কেটে ট্রেডিং করতে পারি তাহলে ভাল প্রফিট করা যাবে আমরা যদি প্রতি দিন ট্রেডিং করার সময় টার্গেট নিয়ে মার্কেটে ট্রেডিং করতে পারি তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারব।
আমি প্রতিদিন চেষ্টা করি কম বেশী পিপস অর্জন করার । কিন্তু আগে হল এ্যাকাউন্টকে টিকিয়ে রাখা । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা প্রতিদিন কম পিপস লাভ করব এবং বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমারা আমাদের এ্যাকাউন্টকে টিকিয়ে রাখতে পারব । আর আপনারাও চেষ্টা করেন এই ফরেক্স ব্যবসা করে কিভাবে লাভবান হওয়া সম্ভব ।
সবার মত আমারো একটা টার্গেট আছে পিপ শিকারে। সবাই হয়ত চায় বেশি বেশি কিন্তু আমি চাই আমার ব্যালেন্স ধরে রেখে প্রতিদিন 20 পিপ করে শিকার করত। আমি সাধারনত ছোট লটে ট্রেড করি ব্যালেন্স কম বলে। আমি যদি আমার টার্গেট মত পিপ শিকার করতে পারি তাহলে যখন আমার ব্যালেন্স বেশি হবে তখন অনেক ভাল আয় করতে পারব। তাই প্রাথমিক অবস্থায় আমার টার্গেট কিভাবে আমি প্রতিদিন 20 পিপ আয় করতে পারব তার কৌশল আয়ত্ব করা।
ভাই ফরেক্স মার্কেটে কত পিপ লাভ হবে তা বলা যাই না।তবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লাভ লস মিলিয়ে কিছু না হলে লাভ করআ লাগবে।আমি আজ ৩ দিন হল ১৬ ডলার লস করে ফেলেছি।তবে আজ থেকে চিন্তা করলাম যে অল্প পরিমান লাভ করতে পারলেই খুশি।
ফরেক্স মার্কেট এ কত পিপস উঠানামা করে তা প্রথমে কেউ শিউর করে বলতে পারবে না। কারন মার্কেট এক এক সময়তে অনেক উঠে, আবার এক এক সময়তে নিচেও নেমে যায়। আর এই থেকে বোঝা যায় না যে মার্কেট কত পিসস উঠানামা করে। তবে হয়তো আমরা টাইমফ্রেম অনুযায়ী আমরা দেখতে পারি যে কতটা উঠানামা করেছে। আমি আমার ধারনা মতে ২০ পিপস টার্গেট করে ট্টেড করি।
আপনার লেখা টা তেমন বুজতে পারলাম না। তবে যা বুঝলাম সেটি হচ্চে দিনে কত পিপ্স দরকার। আসলে ফরেক্স থেকে প্রতিদিন একটা টার্গেত রাখা যায় কিন্তু সেটা অর্জন হবে কি না তা বলা যায় না। এখানে অনিশ্চত একটা মার্কেট।
ফরেক্স মার্কেট একটি অনিশ্চিত মার্কেট। এখানে কিছুই বলা যায় না মার্কেট সম্পর্কে কখন কোথায় যেতে পারে। তবে আমরা ধারনা করতে পারি মার্কেট কোথায় যেতে পারে। সেই বুঝে আমরা ট্রেড করে থাকি। কিন্তু কিছু না বুঝে ট্রেড করা যাবে না।