-
টাকা উত্তলোন করতে বাংলাদেশের জন্য স্ক্রিল, পেইজা অথবা পাওনিয়র মাষ্টার কার্ড ব্যবহার করা যায়। তবে এদের মধ্যে পেইজা পেমেন্ট সার্ভিসের বাংলাদেশ অফিম আছে। এদর বাংলাদেশ সহ 48 দেশ সাপোটেড ভিসা কার্ড সার্ভিস ও রয়েছে যাদিয়ে চাইলেই ফরেক্স থেকে টাকা উত্তলোন করা যায়।
-
আমি এখন পর্যন্ত ফরেক্স থেকে টাকা উঠাইনি তবে আমার কাছে এই প্রকৃয়াটা কিছুটা জটিল বলে মনে হয়
-
আমি বলবো ফরেক্স থেকে টাকা উত্তোলন করার বিশ্বত মাধ্যম হল atm বুট , skrill , neteller, payonner এগুলো থেকে টাকা সহজে উঠাতে পারবেন, এ ছাড়া আপনার কষ্টার্জিত টাকা অন্যকোন মাধ্যমে তোলা ঠিক না এতে ধরা খাবার সম্বাবনা থাকে , তাই এগুলো থেকে যে কোন একটি আপনি ফরেক্সের আয় পাবার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন।
-
আমি এখনো ইন্সটাফরেক্স এর মাস্টার কার্ড ব্যবহার করিনি । সে কারণেই আমি এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি না । তবে যতদুর আমি জেনেছি তা হল ইন্সটা ব্রোকার এর মাস্টার কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোন করতে গেলে ১% চার্জ কাটে । তবে অন্য কোন কিছুর জন্য চার্জ কাটে কিনা তা আমার জানা নেই । তবে খোঁজ নিয়ে দেখলেই অস্পষ্টতা দুর হবে বলে মনে করি ।
-
বেশী সময় টাকা উত্তলোন করি নিটলার অথবা মানিবুকার কারন আমার যারা পরিচিত আছে তারা সবাই এই দুটি তে লেনদেন করে থাকে তাই আমি এই দুটি ব্যাবহার করে থাকি । ইন্সটা ফরেক্সের মাস্টার কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে ১% চার্জ কাটে। তবে এটিএম বুথ এর জন্য আলাদা কোন চার্জ কাটে কিনা সে ব্যপারে আমার জানা নেই।
-
আমি এখনো পরজন্ত ফরেক্সের ডলার মাস্টার কারড দিয়ে উত্তোলন করে দেখিনি।। তাই এখানে কি পরিমান টাকা কেটে নেওয়া হয় তা রিয়েলি জানি না।। আমি মুলত ফরেক্সের টাকা অন্য কারো একাউন্টে ট্রান্সফার করে তারপর উইথড্র দেই।।।
-
আমি যতদূর জানি ইন্সটা ফরেক্সের মাস্টার কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে ১% চার্জ কাটে। আপনি আবেদন করলে তারা আপনাকে মাস্টার কার্ড প্রভাইড করবে। কিন্তু আপনি যদি বুথ থেকে টাকা তুলতে চান, তাহলে কত টাকা চার্জ করবে তা আমার জানা নেই। এই ব্যাপারে আপনি নেট এ দেখতে পারেন। আশা করি পাবেন।
-
আমার জানামতে ইন্সটাফরেক্স এর মাস্টার কার্ড দিয়ে আপনি যদি টাকা উঠাতে চান তাহলে আপনার ১% চার্জ লাগবে যেটা ইন্সটাফরেক্স এর ওয়েবসাইট এ দেয়া আছে । কিন্তু বুথ থেকে টাকা উঠানোর সময় আবার আপনার টাকা কাটবে কিনা একথা আমার ঠিক জানা নাই, ধন্যবাদ।
-
ফরেক্স থেকে টাকা উত্তোলন করার জন্য অনেক গুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সব থেকে জনক প্রিয় হল skrill ,neteller, payonner , papypol ইত্যাদি , তবে আমি আমার নিজের ডলার skrill এর দ্বার উত্তোলন করি এবং skrill সব থেকে নিরাপদ মনে হয় ।
-
আমার মতে টাকা উত্তলনের জন্য আমরা নেটেলার ব্যবহার করতে পারি।আর নেটেলারের মাস্টার কার্ড রয়েছে।তবে আপনি চাইলে ইন্সটা ফরেক্সেরটা ব্যবহার করতে পারেন।আর বর্তমানে ব্যংকগুলো টাকা উত্তলনের ভাল সুবিধা দিচ্ছে।আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন।আর আমার জানামতে চার্জ তেমন নিবে না।আপনি লাইভ সার্পোট থেকে বিস্তারিত জানতে পারেন।