-
আমি মনে করি যে কোন ট্রেডারকে প্রথম অবস্থায় ফরেক্স কে পেশা হিসেবে নেওয়াটা ঠিক হবে না কেননা ফরেক্স এমন একটা মার্কেট যেখানে বুঝা বড় কষ্টকর হয়। তাই আমি বলব আপনি আগে ফরেক্স সম্পর্কে জানতে শিখুন বুঝতে সক্ষম হন এমনকি কিভাবে ট্রেড করলে ফরেক্স এ আপনার মান উন্নয়ন করা যাবে তা শিখার চেষ্টা করুন তারপর ফরেক্স কে আপনি পেশা হিসেবে নিতে পারেন যখন দেখবেন আপনি ফরেক্স থেকে আপনি খুব ভালো মানের প্রফিট অর্জন করতে পারছেন।
-
সাইদুল
সবার আগে নিজেকে ফরেক্স ট্রেডার হিসেবে তৈরি করতে হবে তারপর ফরেক্সকে পেশা হিসেবে নিতে হবে । নিজেকে তৈরি না করতে পারলে ফরেক্সকে পেশা হিসেবে না নেওয়া ভাল ।:dance:
-
আমি আপনার সাথে একমত। যেকোন পেশা যে কারো জন্য উন্মক্ত। তবে বিশেষভাবে অনেকে ঘরোয়া পেশাগুলো কে অধিক মুল্য্যয়ন করে থাকেন যার যার সুবিধা, বিবেচনায় এবং ইচ্ছায়। এই ধরনের পেশা সারা পৃথিবীতে অনেক,
ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। বিডিপিপস কাউকে ১০০% লাভের মিথ্যা স্বপ্ন দেখায় না, বরং ফরেক্স ট্রেডিংয়ের পথে যাবতীয় সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরে আপনাকে যোগ্য ট্রেডার হিসেবে তৈরি হতে সাহায্য করার চেস্টা করে। প্রতিটি ইনভেস্টমেন্ট ব্যাবসাই ঝুঁকিপূর্ণ।
-
আমার মতে আপনি যদি ভালো করে ফরেক্স বুঝেন তাহলে আপনি ফরক্স কেক আপনার পেশা হিসাবে নিতে পারেন তাতে আমার মনে হয় লস হবেনা কারন ফরেক্স ব্যবসা একটি লাভজনক ব্যবসা তাই আপনি এটি নিসদ্ধহে পেশা হিসাবে নিতে পারেন। তাই আপনি বুঝে শুনে ফরেক্স করুন এবং লাভবান হন।
-
সবার আগে নিজেকে ফরেক্স ট্রেডার হিসেবে তৈরি করতে হবে তারপর ফরেক্সকে পেশা হিসেবে নিতে হবে । ! ফরেক্স ট্রেড একটি পেশা হিসাবে নেওয়া যায়। কারনএখান থেকে আমরা অনেক সুযোগ সুবিদা পেতে পারি ।
-
ফরেক্স ট্রেড যেহেতু একটি ব্যবসা এবং এর থেকে আমরা কিছু টাকা আয় করতে পারি তাই আমার মতে ফরেক্স ট্রেডিং একটি পেশা। তবে ফরেক্স ট্রেডিং অন্যান্য পেশা থেকে একটু আলাদা। কারন অন্যান্য পেশা বা কাজ ঘরে বসে নিজের ইচ্ছামত সময়ে করা যায় না কিন্তু ফরেক্স ট্রেডিং নিজের ইচ্ছামত সময়ে ঘরে বসে করা যায়।
-
ফরেক্সকে যদি আপনি পেশা হিসেবে নিতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। কারন পেশা হিসেবে নিতে হলে অবশ্যই আপনি এটা সম্পর্কে প্রচুর জানতে পারবেন এবং তখন আপনার জানার আগ্রহটা খুব বেড়ে যাবে। আর যদি পার্ট টাইম হিসেবে নেন তাহলে আপনার সফল হতে সময় লাগবে এবং এজন্য আপনাকে ধৈর্*্য্য ধরতে হবে।
-
ব্যবসা তুলনায় অনেক ভালো কাজ হিসেবে ফরেক্স ট্রেডিং এছাড়াও স্বাধীনভাবে এই ব্যবসা হতে পারে, কোন বাধ্য কিছুই নেই. সে করতে পারবেন সময়ে দূরে তার থেকে অভিজ্ঞতা ফরেক্স পেশা হিসেবে গ্রহণ করতে পারেন.
-
একটা পেশা হিসাবে ফরেক্স ট্রেডীং অনেক ভালো। ফরেক্সে ট্রেডীং এর ফলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায়। ফরেক্স ট্রেডীং এর মাধ্যমে একজন লোকের যতটুকু টাকার দরকার ঠিক ততটুকু আয় করতে পারে।
-
ফরেক্সে ট্রেডিং কে আপনি অনায়সেই পেশা হিসেবে নিতে পারেন। সারা বিশ্বের অগুনিত মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়ে দারুনভাবে জীবনযাপন করছে।