-
তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি.তাদের তেমন কিছু বলার নাই তারা এই ফরেক্স এ অনেক সময় অতিবাহিত করে ফেলেছে তাই তাদের এইটি সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে.যদি ট্রেডিং খারাপ চলতে থাকে তাহলে একটু বিরতি নিয়ে নতুন উদ্যমে শুরু করে নিতে পারেন.আর ভালো করতে থাকলে তার ধারাবাহিকতা বজায় রাখুন.এর চেয়ে বেশি তাদের বলার আমার কিছুই নাই.
-
পুরনো মানেই দক্ষ ফরেক্স ট্রেডার। তাদের ট্রেডিং নিয়ম কানুন অনুসরন করতে হবে ।তারা মাকেটে টিকে থাকতে হবে ।তাহলে তাদের হতে আমরা ফরেক্স বিষয়ে অনেক সহযোগিতা পেতে পারি । তাদেরকে আমরা ফরেক্স গুরু হিসেবে দেখি ।
-
হা হা হা । আপনার কথা শুনে না হেসে পারলাম না । সত্যি কথা বলতে কি পুরান ট্রেডারা কিন্তু মার্কেটে এসেই পুরান হয়ে যায় নি । তারা একদিন নতুন ছিল । তারাও অাপনার আমার মতো নানার ধরেনর কথা শুনেই মার্কেটে এসেছে । তারা
-
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। আমি মনেকরি পুরনো ট্রেডার দের উচিৎ নতুনদের ফরেক্সে দক্ষ হওয়ার জন্য কিছু ফরেক্স ট্রেডিং টিপস দেয়া যাতে করে তারা ফরেক্স ট্রেডিং সম্পরকে ভাল একটা ধারনা পায়।। ফরেক্স সিখতে আগ্রহী হয় এবং অন্যদের। ফরেক্স সিখতে সাহায্য করে।।।
-
পুরনো ত্রাদের দের প্রথমেই অভিনন্দন যে এতটা পথ পারি দিয়ে ট্রেডিং এ এখন ও টিকে রয়েছে.তাদের কিছু বলা আমার কাছে লজ্জাজনক.তারা এখন যথেষ্ট অভিগ্যব তাই এইখানে আমার কিছু বলার থাকতে পারেনা.আমি কেবল তাদের শুভকামনা দিতে পারি যাতে তারা সামনে আরো ও অনেকটুকু পথ এগিয়ে যেতে পারে.
-
আমি একজন নতুন ট্রেডার হিসেবে প্রত্যশা করি যে পুরোনো ট্রেডাররা আমাদেরকে অনেক বেশি সাহায্য করুক । কেননা পুরোনো ট্রেডাররা অনেক বেশি পরিমাণে প্রফেশনাল ও অভিজ্ঞ হয়ে থাকে । আর ফরেক্স মার্কেটে সব অভিজ্ঞতা অনন্য বৈচিত্র্যর অধিকারী হয়ে থাকে । তবে আমি এটা প্রত্যশা করি যে তারা যদি তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে তবে আমরা অনকে কিছু শিখতে পারব ।
-
ফরেক্সে পুরনো ট্রেডার রা সব সময় ট্রেড করে না। তারা দিনের বা সপ্তাহের বা মাসের একটা নির্দিষ্ট সময় ট্রেড করে কারন ফরেক্সে প্রতিদিন ট্রেড করার প্রয়োজন নেই।। মাসের একটা নির্দিষ্ট সময় ট্রেড করতে পারলেই হয়।।
-
পুরাতন ট্রেডাররা নতুন ট্রেডারদের জন্য আদর্শস্বরুপ। নতুনরা তাদের রোল মডেল হিসেবে মানে। তাই তাদের কোন অবস্থাতেই ফরেক্স মার্কেট ছেড়ে যাওয়া উচিৎ না। আর নতুন দের গাইডলাইন দেয়ার দায়িত্বটাও পুরাতন ট্রেডারদের উপরই বর্তায়। পুরনো মানেই এক্সপার্ট ফরেক্স ট্রেডার। আর এক্সপার্ট বা দক্ষ ট্রেডারদের কথা বলতে তাদের কাছে থেকে টিপস নেয়া যায়।
-
পুরান ট্রডার রা অনেক অভিজ্ঞ হয়ে থাকে। তাই তাদের সমপ্রকে বেশি কিছু বলার নেই। তবে অনেক পুরান ট্রেডাররা ও ভালো ট্রেড করতে পারে না। যেমন আমি নিজেও অনেক সময় ভুল ট্রেড করি। সে জন্য আমি অনেক লসে পরে যাই। তাই সবাইকে সতর্ক হওয়া উচিত ট্রেডের বিষয়ে।
-
পুরানাদের প্রতি স্রদ্দা জানিয়ে অনুরোধ করতে চাই তারা যেন দয়া করে যারা আমঅরা নতুন আসছি তাদের জন্ন একটু সহায়তার মনোভাব রেখে তাদের মুল্যবান পরমরশ দেন । যাতে তাদের পাশাপাশি আমরাও টিকে থাকতে পারি ।