উদ্দেশবিহীন ট্রেডিং প্রাথমিকভাবে সফলতা দিতে পারলেও তা ক্ষণস্থায়ী। আমাদের ট্রেডিং করার উদ্দেশ্যে নয় বরং লাভের উদ্দেশ্যে ট্রেডিং করা উচিত। লাভের উদ্দেশ্যে ট্রেডিং করলে লাভের পরিমাণ কম হলেও আমরা ফরেক্স মার্কেট হতে অনেক কিছু শিখতে পারবো।
Printable View
উদ্দেশবিহীন ট্রেডিং প্রাথমিকভাবে সফলতা দিতে পারলেও তা ক্ষণস্থায়ী। আমাদের ট্রেডিং করার উদ্দেশ্যে নয় বরং লাভের উদ্দেশ্যে ট্রেডিং করা উচিত। লাভের উদ্দেশ্যে ট্রেডিং করলে লাভের পরিমাণ কম হলেও আমরা ফরেক্স মার্কেট হতে অনেক কিছু শিখতে পারবো।
ফরেক্স মার্কেটে অধিকাংশ লক ট্রেড কখন করতে হয় কখন সঠিক এন্ট্রি নিতে হবে তা জানে না অধিকাংশ ট্রেডার মনে করে যে মার্কেট একটু উপরে গেলে মনে করে যে মার্কেট এখন নিছে যাবে এখন সেল করলে লাভ হবে মার্কেট এখন নিছে গেছে এখন বুয় করতে হবে মার্কেট এখন উপরে যাবে এই ভাবে বেশির ভাগ লক ট্রেডে করে এই উদ্দশ্য বিহিন ভাবে ট্রেড করলে লস হয়।
ফরেক্স মার্কেটে অনেকে আছে উদ্যেশ্য বিহিন ভাবে ফরেক্স ট্রেড করে থাকে উদ্যেশ্য বিহিন বলতে বুঝায় যেমন ট্রেড করার আগে কোন এনালাইসিস না করে ট্রেড ওপেন করা নিউজ না দেখে কখন কন নিউজ আছে সে গুল ভালো করে না দেখে না বুঝে ট্রেড ওপেন করা।
উদ্দেশবিহীন ট্রেডি করা আর নিজের পায়ে কুড়াল মাড়া একই কথা। একটা কথা মনে রাখবেন উদ্দেশবিহীন ট্রেডিং এ আপনি কখনেও সফল হতে পারবেন না ।ফরেক্স সফলতা লাভ করতে হলে অবশ্যই একটি টারর্গেট বা উদ্দেশ্য ঠিক করতে হবে। তারপর এনালাইসিস এর মাধ্যমে উদ্দেশ্য ঠিক রেখে ট্রেড করতে হবে।
উদ্দেশ্যবিহীন ট্রেডিং করে আমরা হয়তো সাময়িকভাবে লাভবান হতে পারি তবে বেশিরভাগ ক্ষেত্রে তা লসের কারণ হয়ে দাড়ায়। তাই আমাদের সব সময় একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে ট্রেড করতে হবে।
উদ্দেশ্য বিহীন ট্রেড ফরেক্স এ সবাই মতামুতি করে। বিশেষ করে যারা নতুন ফরেক্স ট্রেডার তারা না জেনে না বুঝে ফরেক্স এ ট্রেড করে। তারা বুঝেনা যে কখন বাই করতে হয় আর কখন সেল করতে হয়। মাঝে মাঝে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররাও লোভের কারনে এই ভুল করে।
ফরেক্স মার্কেটে একটি ট্রেড করতে গেলে অনেক দিক খেয়াল করতে হয় তাই কখন কখন উদেশ্য ছাড়া ট্রেড করা হয় যেমন কোন এনালাইসিস ছাড়া ট্রেড করলে অই ট্রেডকে উদ্দেশ্যবিহিন ট্রেড বলে আর উদ্দেশ্যবিহিন ট্রেড করলে ট্রেডে লস হয়।
আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টাকে খুব ভালভাবে বিশ্লেষণ করার জন্য প্রকৃতপক্ষে উদ্দেশ্য ব্যাতিত কোন কাজই করা যায় না যেমন আমাদের ফরেক্স-এ আসার একটা উদ্দেশ্য আছে তেমনি করে প্রতিটা ট্রেড করার পূর্বে একটা লক্ষ্য ঠিক করতে হবে যে এই ট্রেডটা আমি কেন করছি ? করার আগে নিশ্চিত হতে হবে যে ট্রেডটা কি আমি ভালভাবে এনালাইসিস করছি নাকি অন্ধকারে ঢিল মারছি ? এভাবে আত্নজিজ্ঞাসার মাধ্যমে ট্রেড করতে হবে
আমি আপনার সঙ্গে একমত না যেনে বুঝে ট্রেড করলে কনোদিন ফরেক্স মার্কেটে লাভ করা যাবেনা তাই আমার মনে হয় রিয়েল মার্কেটে ট্রেড করার পূর্বে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞ্যতা অর্জন করতে হবে। এজন্য আপনাকে ডেমো ট্রেডিং করে সফলতা নিয়ে রিয়েল মার্কেটে ট্রেডিং করতে হবে তাহলে আপনি সফোল হবেন।
উদ্দেশ্যহীন ট্রেড কখনো ফরেক্স এ সফলতা এনে দিতে পারে না এতে আমাদের ফরেক্স থেকে সফলতা আসবে না বরং লস ই হবে এজন্য ফরেক্স এ ট্রেড করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে