-
কি হবে?
প্রায় সাবাই দেখা যায়, যে ট্রেড করার সময় কিছু না কিছু ইন্টিকেটর ব্যবহার করে থাকে৷ আবার অনেকে আছে যারা কোন প্রকার ইন্টিকেটর ব্যবহার করে থাকেন৷ তারা এক প্রকার কোন প্রকার ইন্টিকেটর এর বিরোধিতা করে থাকেন৷ আবার বিগেনার র দের জন্য কিছু কিছু ইন্টিকেটর ব্যবহারের জন্য অনেকে সাজেষ্ট করে থাকেন ৷
তো আশোল কথা কি ইন্টিকেটর ব্যবহার করা কত টুকু সুবিধা আর কত টুকু অসুবিধার কারন হতে পারে৷
;););)
-
আমার জানামতে প্রায় সকল ব্রোকারের সার্ভার টাইম একই থাকে, তারপরও যদি ভিন্ন হয় তাহলে ক্যান্ডেলস্টিক ও ভিন্ন সিগনাল দিবে। আমি মনে করে ফরেক্স ব্যবসায় ক্যান্ডেলস্টিক দিয়ে বাজার বিশ্লেষণ করলে আপনি অনেক সঠিক তথ্য পাবেন। যেটা কোন ইন্ডিকেটর সহজে দিতে পারবে না। আমি সবসময় ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করার চেষ্টা করি আর এতে আমি ভাল মুনাফাও করতে পারি। আপনি যদি ঠিকমত ক্যান্ডেলস্টিক দিয়ে বাজার বিশ্লেষণ করতে না পারেন তাহলে এটা এড়িয়ে চলা বা শিখা আপনার জন্য খুব জরুরী।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ভাবে ট্রেডিং শিখার জন্য কেন্ডেল ষ্টিক বা চার্ট পার্টান দেখে ট্রেড করা অনেক ভাল,ফরেক্স মার্কেট এ বিভিন্ন সিগনাল ব্যাবহার না করে কেন্ডেল ষ্টিক ব্যাবহার করা অনেক ভাল,তাই বলি ফরেক্স থেকে ইনকাম করিতে হলে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা।
-
ধন্যবাদ বন্ধু আপনার মুল্যবান মতামতটি পোস্ট করার জন্য যদিও ক্যান্ডেল স্টিক চার্টে ডে লাইটের কারনে আপনি এক ঘন্টা আগে পরের স্টিক ভিন্ন ভিন্ন ব্রোকারে ভিন্ন রকম পেতে পারেন তবুও ট্রেডের জন্য ক্যান্ডেল চার্ট সবচেয়ে ভাল কারন আপনি ডে চার্টে আথবা ১ ঘন্টা চার্টে ট্রেড করতে পারেন তাহলে আপনি আশা করি ভালভাবে ট্রেড করতে পারবেন, ধন্যবাদ।
-
এটা প্রকৃতপক্ষে তেমন কোনো সমস্যাই নয়৷বিভিন্ন ব্রোকারের কারনে হয়তো কয়েক পিপস এইরকম কম/বেশি হতেই পারে৷এটা নিয়ে চিন্তিত না হওয়াই ভালো৷ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেডের জন্য সর্বাধিক জনপ্রিয়,কার্যকরী,সঠিক এবং বাস্তবসম্মত ট্রেডিং পদ্ধতিই হচ্ছে এই কেন্ডেলস্টীক গুলো এনালাইসিস করে ট্রেড করা৷এসব কেন্ডেলস্টীকগুলো বিভিন্ন পেয়ারের price movement শো করে থাকে৷এজন্য ক্যান্ডেলস্টিক এর বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়৷ক্যান্ডেলস্টিক এর বিভিন্ন প্যাটার্ন দেখে বুঝে সঠিকভাবে অ্যানালাইসিস করা অত্যন্ত জরুরি বিষয়৷ কারণ কেন্ডেলস্টীক গুলোর বিভিন্ন ফর্মেশান বা প্যাটার্নই প্রফিটেবল ট্রেডে এন্ট্রীর জন্য সঠিক সিগনাল পেতে সহযোগিতা করে৷প্রত্যেকটি টাইমফ্রেমের এক একটি নির্দিষ্ট কেন্ডেলস্টীক ঐ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত price movement প্রকাশ করে থাকে৷এজন্য কেন্ডেলস্টীক গুলোর এনালাইসিস করে দেখে বুঝে ট্রেড করা জরুরী৷
-
আমি ফরেক্স মার্কেট এ কেন্ডেল দেখে ট্রেড করি না আমি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দেখে ট্রেড করি আমি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দেখেও লাভ করতে পারি আর সেই লাভ ধরে রাখতেও পারি তাই আমি আমার ট্রেডিং সিস্টেম টা ছাড়ি নাই ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ শুধু কেন্ডেল দেখে ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ অনেক ভাল করছে
-
ফরেক্স মার্কেটে প্যাটার্ন দেখে ট্রেড করা আসলেই ঠিক না কারন আপনি দেখা গেল ১ ঘন্টা বা ৪ ঘন্টা যাবত বেড়ে উঠা ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করলেন আসলে ঐ মোতাবেক মার্কেট মুভমেন্ট আবারও যে একই দিকে যেয়ে আপনার ট্রেডে আপনাকে প্রফিট করতে সহায়তা করবে এমনটি ভাবার কিন্তু কোন কারন নেই। আপনাকে ক্যান্ডেল স্টিকের বিগত দিন গুলোর ডাটা নিয়ে তার পর তা অ্যানালাইসিস করে ফরেক্স ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
-
আমি যততুকু জানি যে, ফরেক্স মার্কেট অর্থাৎ বিশ্ব মার্কেট উঠানামা করে একই সাথে কিন্তু দেশ ভিত্তিক টাইমের পার্থক্য থাকতে পারে, তারপরও আলচ্য বিষয় হচ্ছে, বর্তমানে শুধু ক্যান্ডল দেখে ট্রেড করলেও লসের সম্ভাবনা আছে, তাই অনান্য এনালাইসিসের প্রয়োজন আছে।
-
ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে ট্রেড করা আসলেই ঠিক না কারন আপনি দেখা গেল ১ ঘন্টা বা ৪ ঘন্টা যাবত বেড়ে উঠা ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করলেন আসলে ঐ মোতাবেক মার্কেট মুভমেন্ট আবারও যে একই দিকে যেয়ে আপনার ট্রেডে আপনাকে প্রফিট করতে সহায়তা করবে এমনটি ভাবার কিন্তু কোন কারন নেই। আপনাকে ক্যান্ডেল স্টিকের বিগত দিন গুলোর ডাটা নিয়ে তার পর তা অ্যানালাইসিস করে ফরেক্স ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে একটি প্যাটার্ন দেখে ভাল ফরেক্স ট্রেড করা যায় কারন কেন্ডেল স্টিক প্যাটার্ন দেখে ট্রেড করলে ভাল ফরেক্স ট্রেড করা যায় এবং ফরেক্স করে সফল হওয়া যায় তাই ফরেক্স ট্রেড করতে গেলে যেকোনো প্যাটার্ন দেখে ফরেক্স ট্রেড করা ভাল।