ফরেক্স হচ্ছে একটা অত্যন্ত ব্যক্তিগত ব্যবসা ,যেখানে আপনাকে সবসময়ই থাকতে হবে । ফরেক্স মার্কেটের ধরন একেক দিন একেক রকম,তাই যত বেশি এ মার্কেটে সময় দিয়ে বুঝে শুনে ট্রেড করবেন ,তত বেশিই আপনার লাভ । নতুবা লাভের মুখ দেখতে পাবেন না ।
Printable View
ফরেক্স হচ্ছে একটা অত্যন্ত ব্যক্তিগত ব্যবসা ,যেখানে আপনাকে সবসময়ই থাকতে হবে । ফরেক্স মার্কেটের ধরন একেক দিন একেক রকম,তাই যত বেশি এ মার্কেটে সময় দিয়ে বুঝে শুনে ট্রেড করবেন ,তত বেশিই আপনার লাভ । নতুবা লাভের মুখ দেখতে পাবেন না ।
আমি প্রতিদিন এই জন্যই ট্রেড করি যে আমি আমার জীবনকে উন্নতি করতে পারব এবং একজন ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব । সুতরাং অাপনারা ও দক্ষ ট্রেডার হওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই সফলকাম হতে পারবেন । আর সকলে ট্রেড করার একটি মাত্র উদ্দেশ্য কিভাবে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি ।
প্রতিদিন ট্রেড করলে যে লাভবান হওয়া যায় তা কিন্তু ঠিক না।আমি দেখেছি অনেক ট্রেডার আছেন যারা মাসে মাত্র কয়েকটা ট্রেড করে শতভাগ প্রফিট করতে সক্ষম হোন।আসল কথা হল আপনার স্ট্রাটেজির উপর।আপনার স্ট্রাটেজি যে রকম ঠিক সে রকম আপনার ট্রেডিং দক্ষতা থাকতে হবে।
আমি প্রতিদিন ট্রেড করা খুবই পছন্দ করি। কেননা আমার ফান্ড খুবই কম। তাছাড়া নিয়মিত মার্কেটে না থাকলে ট্রেড বোঝা কষ্টকর হয়ে যায়। কেন জানি না মার্কেটের দিকে তাকিয়ে থাকলেও আমার খুব ভাল লাগে। মনে হয় পৃথিবীতে এর চেয়ে ভাল আর কোন সময় কাটানোর মত ব্যবসা দ্বিতীয় একটিও নেই।
প্রতিদিন ট্রেড করা আসলে লাভজনক হয় না । আমি একজন অভিজ্ঞ ট্রেডার থেকে এ সম্পর্কে জেনেছি যে প্রতিদিন ট্রেড না করে বরং এমন একটা সময়ে ট্রেড করা উচিত যখন মার্কেট একজন ট্রেডার এর অনুকুলে থাকে । তাই অবশ্যই মনে রাখতে হবে যে নিজের ও মার্কেটের সুবিধামত সময়ে ট্রেড করাটাই হল আসল বুদ্ধিমত্তার কাজ ।
আমাদের প্রতিদিন ট্রেড করতে হবে এমন কোন কথা নাই । যখন মার্কেট এন্যালাইসেস করে মার্কেট মুভমেন্ট ট্রেড দেয়ার যোগ্য তখন ট্রেড দিতে হবে । তাতে প্রতিদিন হোক আর ২/১ দিন পর পর হোক ।
একজন পেশাদার ট্রেডারএবং একজন আমার মত নব্য ট্রেডার এর মধ্যে প্রথম এবং প্রধান পার্থক্য হল , ট্রেড করার জন্য আমার হাত কামড়ায় কিন্তু সত্যিকার অর্থে যে ট্রেডার হাত কামড়ায় না। সে অনেক ভেবে চিন্তে একটা ট্রেড করে থাকে।
ফরেক্স ব্যবসায় আসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাই ব্যবসায়ে মুনাফা অর্জন সচল রাখার জন্য প্রতিদিন ট্রেড করা হয়। তবে যারা ভালো ট্রেডার তারা ভালোভাবে মার্কেট এনালাইসিস করে সময় নিয়ে ট্রেড করে যার ফলে তাদের প্রতিদিন ট্রেড করা সম্ভব হয় না। প্রত্যেকটি ট্রেডে সফলতা লাভ করার জন্য যেমন প্রয়োজন হয় পরিকল্পনা তেমনি সঠিক মার্কেট এনালাইসিস করাও দরকার।
ফরেক্স এ একটা কথা আছে ভাই যে লাভ করার জন্য ট্রেড করুন, ট্রেড করার জন্য নয়। যে রোজ ট্রেড করার সমস্যা বা এটা কি খারাপ একটা জিনিস। আমি সবাইকে বলব যে আপনারা পারলে সাপ্তাহিক ট্রেডার হোন এর পার আস্তে আস্তে মাসিক ট্রেডার হোন।