ফরেক্স মার্কেটে আমার কাছে ভাল লাগে টাইম ফ্রেম বলতে গেলে ১ ঘন্টার টাইম ফ্রেম ভাল কারন ফরেক্স মার্কেটে ছট কন টাইম ফ্রেমে ফরেক্স ট্রেড করা ভাল না কারন ছট টাইম ফ্রেম অনেক সময় ভাল কন সিগ্নাল দেয় না তাই বর টাইম ফ্রেমে ফরেক্স ট্রেড করা ভাল ।
Printable View
ফরেক্স মার্কেটে আমার কাছে ভাল লাগে টাইম ফ্রেম বলতে গেলে ১ ঘন্টার টাইম ফ্রেম ভাল কারন ফরেক্স মার্কেটে ছট কন টাইম ফ্রেমে ফরেক্স ট্রেড করা ভাল না কারন ছট টাইম ফ্রেম অনেক সময় ভাল কন সিগ্নাল দেয় না তাই বর টাইম ফ্রেমে ফরেক্স ট্রেড করা ভাল ।
আমি দুইটা টাইম ফ্রেম পছন্দ করি একটা হলো ৩০ মিনিটে টাইম ফ্রেম আর একটা হলো ৪ ঘন্টার টাইম ফ্রম। আমি যখন স্কাল্পিং করি তখন ৩০ মিনিটে টাইম ফ্রেম দারা করি এতে আমার এনালাইসিস করতে অনেক সুবিধা হয়। আর যখন লং টাইম ফ্রেমে ট্রেড করি তখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করলে অনেক সুবিধা হয় এর এই টাইম ফ্রেমে আমি ভালো এনালাইসিস করতে পারি।
ফরেক্স ট্রেডাররা ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে মূলত দুই ধরনের টাইমফ্রেম ব্যাবহার করে তার পর ট্রেড করে থাকে আর এই দুই প্রকার টাইমফ্রেম হল ১. শর্ট টাইমফ্রেম এবং ২. লং টাইমফ্রেম। আমি ফরেক্সে দীর্ঘদিন ধরে ট্রেড করছি আর সেই শুরু থেকেই আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে সব সময়ই শর্ট টাইমফ্রেম ব্যবহার করে থাকি।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা টাইম ফ্রেম ব্যাবহার করে থাকি।এই টাইম ফেম কে দুই ভাগে ভাগ করা যায়,তাই আমি।মনেকরি আমার কাছে।লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করতে অনেক ভাল হয় তাই আমি ভালবাসি কারন ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করি।
আমি মূলত D 1 time frame এ ট্রেড করে থাকি। তবে এন্ট্রি নেয়ার জন্য H4 তা দেখি ।
আমার কাছে সব ধরনের টাইমফ্রেমই প্রয়োজনীয় । আমি ট্রেড করার পূর্বে সব টাইম ফ্রেম একবার দেখে নেই । ট্রেডে এন্ট্রি নেয়ার জন্য বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করা উত্তম । আর ট্রেড থেকে বাহির হওয়ার জন্য ছোট ধরনের টাইমফ্রেম অত্যন্ত প্রয়োজনীয় । আর বিভিন্ন কারেন্সির জন্য বিভিন্ন টাইমফ্রেম ভাল ।
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম খুবই গুরুত্বপূর্ন। এখানে বিভিন্ন ধরনের টাইমফ্রেম আছে। আপনি মার্কেটের টাইমফ্রেম ব্যবহার করে মার্কেট এনালাইসিস করতে পারবেন। টাইমফ্রেম কে মূলত দুই ভাগে ভাগ করা যায়। শর্ট টাইম ফ্রেম আর লং টাইমফ্রেম। আমার মূলত ১ ঘন্টা, ৪ ঘন্টা আর এক দিনের টাইম ফ্রেমই ভালো লাগে।
আসলে একসময় সবার মাথায় শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করার ভূত সওয়ার হয় কিন্তু এক দুবার একাউন্ট জিরো করার পরে সব ভূত মাথা থেকে নেমে যায়। পরে আর ভূল করেও ছোট টাই ফ্রেম দেখে না। তাই আমি বলব আগেই বড় টাইমফ্রেম দেখার অভ্যেস গড়ুন। আশা করা যায় উপকৃত হবেন।
ফরেক্সে অনেকগুলা টাইম ফ্রেম আছে।যে গুলাকে হাইয়ার আর লোয়ার টাইম্ফ্রেমে ভাগ করা যায়।আমি সাধারনত হাইয়ার টাইম্ফ্রেমে ট্রেড করতে পছন্দ করি।আমার সকাল সন্ধ্যা চাকরির কারনে হাইয়ার টাইম ফ্রেম আমার প্রথম পছন্দ।
আমি সাধারণতেএকজন ডে ট্রেডার । তাই আমি ডে কেন্ডল দেখে ৪ আ্ওয়ারস এর ক্যান্ডল এ ট্রেড করে থাকি । আমার কাছে ১ আওয়ার থেকে ৪ আওয়ার ক্যান্ডলকে আনেক কার্যকরী ও বিশ্বাস যোগ্য বলে মনে হয় । তাছাড়া আমি ৪ আওয়ারে ট্রেড করে অভস্থ হয়ে পড়েছি । তাই এই টাইম ফ্রেম আমার কাছে ভাল লাগে ।