ফরেক্স মার্কেটের নিউজ অনেক সময় মার্কেটে বড় ধড়নের ইম্পেক্ট ফেলে সেই সময় ভাল প্রফিট করা যায়,এম টি ৪ প্লাটফরম ও এমটি৫ প্লাটফরমএ ব্রোকার নিউজ দিয়ে থাকে,আমরা অযেব সাইটে ফরেক্স নিউজ পাই,ফরেক্স ফেক্টুরি, ফরেক্স ষ্টেট , বিভিন্ন অর্থ বিষয়ক চ্যানেল থেকা ভাল নিউজ আপডেট পাওয়া যায়।