-
ফরেক্স এ লস করা সমায় আসলেই অনেক খারাপ লাগে এ সমায় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এ সমায় আমরা লস থেকাতে অনেক অনেক বেশি রিস্ক নিয়ে বেশি লডে ট্রেড অনেক করি। ফলে আরো বেশি লস হয়। এমনকি ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে। তাই লসের সমায় নিজেকে কন্ট্রোল করে লস ট্রেড না পুষে ট্রেডটা ক্লোজ করা উচিত। এর এটাই ভালো ট্রেডারের লক্ষণ।
-
আমি যখন লস করি আমার খুব খারাপ লাগে কারণ লস কেউ কখনো ভালো চুখে দেখেনা। তারপরও নিজেকে সামলায়ে যেন সে ভুল পরবর্তীতে না তার চেস্টা করি।
-
ফরেক্র মারকেটে যখন আমি লস খাই তখন মাথাটা ঠান্ডা করে রাখি আর নিজেকে নিজে বলি এটা আমার মূলধন যেভাবে হক পরের ট্রেড এর মাধ্যমে মূলধন তুলতে হবে। তখন তিন টা ট্রেড এক সাথে করি দেখা যায় এই ট্রেড গুলার মধ্যে ২ টা ট্রেডে লাভ থাকে আর একটা ট্রেডে লস থাকে । যখন আমি ফরেক্র মারকেটে লস করি তখন এই ভাবে ট্রেড করে নিজেকে নিয়ন্তন করে থাকি।
-
হ্যা ভাই এটা একটা ব্যবসা সব সময় যে ব্যবসায় লাভ হবে তা তো নয়।ব্যবসা বলতে লাভ আর লস দুটোই হবে। তাই বলে মাথা খারাপ করা যাবেনা।অনেক সময় সব কিছু ঠিকঠাক থাকা সতেও ফরেক্স এ লস হয়ে যায়।তাই নিজের ভুলটাকে ঠিক করে কেন ভুলটা হলো সেটা ঠিক করে লােভকে সামলে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে।তাই ফরেক্স ব্যবসায় রাগের কোন স্থান নেই।ধন্যবাদ
-
ফরেক্স হল একটি ব্যবসা এতে লাভ লস হতে পারে। কিন্তু এতে লস হলে আমরা প্রায় সময় ভেঙে পড়ি। এতে দেখা যায় পরবর্তীতে লসের পরিমান আরও বেড়ে যায়। এজন্য যখন আমরা লসের সম্মুখীন হব তখন ভেঙে না পড়েবেশী বেশী করে ডেমোতে ট্রেড করতে হবে এবং আমরা এই বিষয়ে অভিজ্ঞ হয়ে পড়বো। এবং পরবর্তী দেখা যাবে লসের চেয়ে লাভের পরিমান বেশী হচ্ছে।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই। ফরেক্সে টিকে থাকতে হলে লসকে মেনে নিতে হবে।
-
যেহেতু ফরেক্স মার্কেট কোন ট্রেডারের কথা মত বা তার ইচ্ছে মত চলেনা, তাই এখানে ট্রেড করার পর মার্কেট তার বিপক্ষে জেতেই পারে । তবে হতাশ হওয়া যাবেনা। কেননা লাভ লস মিলেই ফরেক্স বিজনেস । তবে ধৈর্য ধরুন মার্কেট টানা বিপরীত দিকে যায়না। হয়ত আবার তা আপনার ফেভারে চলে আসতে পারে। তাই ট্রেড দিতে আগেই বুজে শুনে ধৈর্য ধরে দিতে হবে। ট্রেড বিপরীত দিকে গেলেও ধৈর্য হারান যাবেনা।
-
ফরেক্সে সবাই কম বেশি লস করে । তবে যারা নতুন তারো একটু বেশী লস করে থাকে । কারণ ফরেক্সে মাকেট সম্পকে তার খুব একটা ভালো জ্ঞন থাকেনা । আর যখন লস হয় তখন তাদের খুব খারাপ লাগে। খারাপ লাগা টাই সাভাবিক তবে তাকে মনে রাকতে হবে ধৈয্য ছাড়া ফরেক্সে মাকেটে লাভোবান হওয়া যায় না । ফরেক্সে মাকেটে লস হতেই পারে এটা মেনে নিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে আবার ট্রেড শুরু করা উচিত ।
-
ফরেক্স মার্কেট এক ধরনের ব্যাবসা এই ব্যাবসা করলে মাঝে মাঝে আমাদের লস হবে কিন্তু আমাদের লস হলে সে সময় বেশি ইমোশনাল হয়ে টট্রেড করি তাই আরও বেশি লস হয়, তাই আমাদের মাথা ঠান্ডা রেখে ফরেক্স ট্রেডিং করলে অনেক প্রফিট হবে যে দিন লস হবে সে দিন ট্রেড করা বন্ধ।
-
এটা যখন বেবসা, সব সময় যে লাভ হবে, তাতো নয়। লাভ আর লস দুটি পাশাপাশি বিচরণ করে। অনেক সময় সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনাকে লসের মুখোমুখি হতে হয়।
এতে হতাশ না হয়ে নুতন করে পরিকল্পনা করুন কিভাবে আবার শুরু করবেন। ভুল থেকে শিখুন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লাভের মুখ দেখা শুরু করবেন।