-
ফরেক্স মার্কেট কি,কয়টি
,,,,,,,ফরেক্স মূলত একটি আন্তজাতিক ব্যবসা। এর নিজস্ব কোনপ্রতিষ্ঠান নেই। সারা বিশ্বই এর মার্কেট প্লেস। আর বিভিন্ন ব্রোকার বিভিন্ন সাইট এর হয়। সবার মার্কেট এক হয় না। যেমন Instaforex market একটি মার্কেট । তেমনি আরও অনেক মার্কেট প্লেস আছে।।
-
আমি নযুং ট্রেডার হিসেবে আমার মনে হয় ফরেক্স মার্কেট আন্তর্জাতিক কারেন্সি মার্কেট। এই মার্কেট এর অনেক ব্রোকার হাউজ আছে আমরা যখন ফরেক্স ট্রেড করি তখন যে কোন ব্রোকার হাউজ এর দারাই করে থাকি। ফরেক্স মার্কেট এর সব ব্রোকার হাউজ এর কারেন্সি রেট এক সাথে উঠানামা করে। ফরেক্স ট্রেড অপেন করার প্লাটফর্ম সব একই সিস্টেম। ফরেক্স এর সব সুচক এক সাথে উঠানামা করে। এর অনুকূল ও প্রতিকুলে লাভ ক্ষতি হয়ে থাকে।
-
আসলে ফরেক্স মার্কেট এর কোন নির্দিষ্ট সংখ্যা নাই।কারণ প্রতিটা দেশেই ফরেক্স মার্কেট রয়েছে।তবে এটা বলতে পারি যে ফরেক্স মার্কেট এর কইটা ব্রোকার রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই ২৫০ টির মত ব্রোকার রয়েছে।আমি ইন্সটাফরেক্স ব্রোকার এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এই ব্রোকার এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট তাই ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেড করি।
-
ফরেক্স বাজার মাত্র একটি হলেও ব্রোকার অনেকগুলো রয়েছে তাই অনেকেই মনে করে যে এক একটা ফরেক্স ব্রোকার হচ্ছে এক একটা ফরেক্স বাজার বা মার্কেট।ফরেক্স মার্কেট কে যে কোন ব্যাক্তি বা যে কোন দেশ এককভাবে নিয়ন্ত্রন করতে পারবে না।
-
ফরেক্স মার্কেট হল, আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয় শেয়ার বাজার/শেয়ার ব্যাবসা, আমার জানা মতে ফরেক্স মার্কেট পাঁচটি বিশ্ব বাজারের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, ১। ইউরুপ ২। হংকং ৩। সিঙ্গাপুর ৪। ইউকে ৫। ইউএসএ। উল্লখিত মার্কেট গুলু থেকে ফরেক্স মার্কেট নিয়ন্ত্রণ করে থাকে ।
-
আন্তর্জাতিক ক্ষেত্রে ফরেক্স মার্কেট ব্যবসা শুধু একটি। আর কোন ফরেক্স মার্কেট নেয়।একটি মাত্র ফরেক্স মার্কেটে সারা বিশ্বের লোকেরা ব্যবসা করে থাকে। তবে অনেক ব্রোকার রয়েছে। ব্রোকারদের কোনো আলাদা আলাদা ফরেক্স মার্কেট নেই। একটিমাত্র ফরেক্স মার্কেটের কাজ করে থাকেন সকল ব্রোকাররা।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷বিশ্বব্যাপী এই মার্কেটে ব্যাবসা করতে হলে অবশ্যই যেকোনো একটি ট্রেডিং ফ্লাটফর্ম বা ব্রোকারেজ ব্যাবহার করতে হয়৷বর্তমানে সারে তিন হাজার ব্রোকারেজের মধ্যে যেমন ইনস্টা ফরেক্স ফ্লাটফর্ম আমরা অনেকেই ব্যাবহার করি৷
-
ফরেক্স হলো একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ট্রেডিং বিজনেস। এখানে বিভিন্ন মুদ্রায় বা পেয়ারে ট্রেড করে প্রফিট করার সুযোগ রয়েছে। আমরা জানি প্রতিটি মুদ্রার মান স্থিতিশীল নয়, এটি প্রতিটি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। আর এ পরিবর্তনের ফলে আমরা জাতিগতভাবে ট্রেড করার ফলে প্রফিট করতে পারি। আমরা ইনস্টাফরেক্স ব্রোকারের মাধ্যমে পরিশোধ করার সুযোগ পায়। যদিও পূর্বে সাধারণ মানুষের জন্য ট্রেড করার সুযোগ সুবিধা ছিল না। আর ইন্সটাফরেক্স এর সদর দপ্তর রাশিয়ায়।
-
ফরেক্স মার্কেট একটি কিন্তু ফরেক্স মার্কেটের ব্রোকার সাইট অনেকটা । তাই অনেকে মনে করে যে ফরেক্স মার্কেট হয়তো অনেকটা এবং এক একটা এক এক রকম ।প্রতিটা দেশেই ফরেক্স মার্কেট রয়েছে।তবে এটা বলতে পারি যে ফরেক্স মার্কেট এর কইটা ব্রোকার রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই ২৫০ টির মত ব্রোকার রয়েছে।আমি ইন্সটাফরেক্স ব্রোকার এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এই ব্রোকার এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।
-
ফরেক্স মূলত একটি আন্তজাতিক ব্যবসা। এর নিজস্ব কোনপ্রতিষ্ঠান নেই। সারা বিশ্বই এর মার্কেট প্লেস। আর বিভিন্ন ব্রোকার বিভিন্ন সাইট এর হয়। সবার মার্কেট এক হয় না। যেমন Instaforex market একটি মার্কেট । তেমনি আরও অনেক মার্কেট প্লেস আছে।