-
কারণ ফরেক্সে নতুন ,ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয়।তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না।হ্যা আতি লোভ এ তাঁতি নষ্ট এই কথাটা অতিব বাস্তব,আমি লোভ এর ফলে এই বিজিনেস থেকে অনেক বার আমার একাউন্ট জিরো করেছি,তাই এই বিজিনেস অংশগ্রহণ করতে হলে আপনাকে আগে লোভ ত্যাগ করতে হবে,আমি যানি লোভ ত্যাগ করা খুব কঠিন কিন্তু সফল হতে হলে লোভ ত্যাগ করতে হবে।আমার কথা বলি আমি যতবার লোভ করেছি ততবার প্রায় লস হয়েছে। যখন লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করেছি তখন ভালই হয়েছে। লস সাধারণত: হয়নি । এজন্য সবাইকে বলবো কেউ কখনো অতিরিক্ত লোভ করতে যাবেন না।তাহলে ফরেক্সে টিকতে পারবেন না হলে আউট।যে লোভ করবে ব্যালেন্স জিরো হবার পর সে নিজেই বলবে অতি লোভে তাঁতি নষ্ট, কেনো এত লোভ করতে গেলাম।
-
অতি লোভে তাতি নষ্ট কথাটা একদম ঠিক। এই সতাহে মার্কেট কোজ হবার আগে আমি বড় ধরনের ধরা খাইছি। আমার টা অবশ্য আমি লোভের কথা বলবো না আমি আসলে নিউজ খেয়াল করিনাই তার জন্য আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নেওয়ার পরেই আমার লস টা এক লাফে ৫ ডলারে চলে যায়। স্টপ লস ও সেট করার টাইম পাই নাই। আসলে এটা করা উচিৎ, সব কিছু ভেবে চিনতে তারপর আসলে ট্রেড নেওয়া উচিৎ।
-
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ লোভ করা মোটেই ঠিক নয়। ফরেক্স মার্কেট এ সব থেকে বড় শত্রু হল এই লোভ। যারাই ফরেক্স মার্কেট এ লোভ করে আসবে তারাই ফরেক্স মার্কেট থেকে লাভ নয় লস করে ফরেক্স মার্কেট থেকে বিদায় হবেন। তাই ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আগে আপনার লোভকে বিসর্জন করে তারপর ফরেক্স করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন।
-
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
-
ফরেক্সে এয়ারিসের মাধ্যমে শূন্য রেকর্ড নেই এমন অনেক ব্যক্তি নেই। ফরেক্সে অবিচ্ছিন্ন ব্যক্তির রেকর্ড শূন্য হয়ে গেছে। ফরেক্সে আপনার কার্যকর হওয়া দরকার এমন ইভেন্টে, চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। কারণ ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান। যেখানে বেশি লোভ করা মানে লাভের থেকে লসের দিকে পা টা বাড়িয়ে দেওয়া। তাই ফরেক্স মার্কেটের বেশি লোভ করা ঠিক নয়।
-
হ্যা আতি লোভ এ তাঁতি নষ্ট এই কথাটা অতিব বাস্তব,আমি লোভ এর ফলে এই বিজিনেস থেকে অনেক বার আমার একাউন্ট জিরো করেছি,তাই এই বিজিনেস অংশগ্রহণ করতে হলে আপনাকে আগে লোভ ত্যাগ করতে হবে,আমি যানি লোভ ত্যাগ করা খুব কঠিন কিন্তু সফল হতে হলে লোভ ত্যাগ করতে হবে।ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয়। তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না।ফরেক্স ট্রেডিং এমনই একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস যেখান সবাই চাইলেই কাজ করতে পারেন। তবে এখানে সবাই টিকে থাকতে পারে না আর এখানে টিকে থাকতে না পারার কারন হলো লোভ করা। অনেক অদক্ষ ট্রেডার আছেন যারা এই ভুল গুলো করে আর যার ফলশ্রুতিতে সব হারাতে হয়। তাই আমি মনে করি আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং করার সময় সকল প্রকার লোভ সামলিয়ে কাজ করা।
-
লোভ শুধুমাত্র ফরেক্স ব্যবসা নয় বরং যেকোনো ব্যবসার জন্য ক্ষতিকর।কারণ যখনই কোন মানুষ লোভের দ্বারা প্রভাবিত হয় যায় তখন সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তখন তার ভিতরে শুধুমাত্র একটা বিষয় কাজ করতে থাকে যে কিভাবে অধিক থেকে অধিকতর আয় করা সম্ভব। লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো করেছেন জীবনে একবার হলেও এমন মনে হয় সবাই হবে। আমার কথা বলি আমি যতবার লোভ করেছি ততবার প্রায় লস হয়েছে। যখন লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করেছি তখন ভালই হয়েছে। যে লোভ করবে ব্যালেন্স জিরো হবার পর সে নিজেই বলবে অতি লোভে তাঁতি নষ্ট, কেনো এত লোভ করতে গেলাম।
-
অতি লোভে তাঁতি নষ্ট এই বাক্যটি ফরেক্সের জন্য অনেক সত্য।কারণ ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান। যেখানে বেশি লোভ করা মানে লাভের থেকে লসের দিকে পা টা বাড়িয়ে দেওয়া। তাই ফরেক্স মার্কেটের বেশি লোভ করা ঠিক নয়। ফরেক্স ও সোনার ডিম পাড়া রাজহাঁস এর মতই। আপনি যদি এখানে আপনার মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে,লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, টিকে থাকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাহলে এখান থেকেও, সোনার ডিমের মতোই অনেক বেশি পরিমাণ উপার্জন করা সম্ভব। যা দিয়ে খুব সহজেই নিজের ও পরিবারের মুখে হাসি ফোটানো যাবে। তাই আমাদের সকলের উচিত লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে,ফরেক্সে টিকে থাকা।
-
ফরেক্স ট্রেডিং এর বেলায় ,"অতি লোভে তাঁতি নষ্ট " প্রবাদটি অতি ফলপ্রসূ। এখানে অনেকে বেশি লাভ করার জন্য অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে বড় লট এ একাধিক ট্রেড ওপেন করে থাকে। ফলে মার্জিন অনেক কমে যায়। এতে করে ট্রেডটি বিপরীতে গেলে কম মার্জিন এর কারণে অনেক লসে ক্লোজ হয়ে যায়। এমনকি একাউন্ট ব্যালেন্স অনেক সময় জিরো হয়ে যায়।
-
কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা. সেই পূর্বকাল থেকে প্রচলিত প্রবাদ বাক্যটি মানব সভ্যতাকে অনেক ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছে। প্রবাদ বাক্যটি চিরন্তন সত্য তা বলার কোন সন্দেহ রাখে না। এই অতি লোভের কারনে আজ অনেকে উদাহরণ হয়ে গেছেন। তাই যে কোন বিষয়ে অতি লোভ ভালো ফল বয়ে আনে না।
আর সেটা যদি হয় ফরেক্স মার্কেট তাহলে তো কথাই নেই। এখানে অতি লোভের ফলে জিরো ব্যালেন্স হওয়ার উদাহরণ দেওয়ার মত র্টেডারের অভাব নেই। তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে অতি লোভ বর্জন করতে হবে।