-
এক্তটা চাকরি পেতে গেলে যে টাকা আপনাকে ঘুষ দিতে হয় সেই টাকা দিয়ে ফরেক্স করলে তা ১-২ বছ্অরের মধ্য ফিড়িয়ে আনা যায়। মাই মনে করি ফরেক্স আমার চাকুরি এবং এটা ব্যবসা। ফরেক্স ট্রেড করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। বলতে গেলে এ ব্যবসা খুব লাভজনক ব্যবসা। এটি করে আমি আম্র জিবিকা নিরবাহ করে থাকি।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা এবং এটা একটা স্বাধীন ব্যবসা এটা যেকোন সময় এবং যেকোন স্থান থেকে করা যায় শুধু নেট এবং একটা কম্পিউটার থাকলে এবং এর ব্যবহার জানলে এই ব্যবসাটা সহজেই করা যায়। তাই আমার মতে সকল মানুষের কাছে এটা প্রিয় এবং এই কারনে সবাই এই ব্যবসা শিখতে চায়। এর আরেকটা কারন হল এটা ছাত্রদের জন্য পড়ালেখা এর পাশাপাশি এই ব্যবসা পার্ট টাইম হিসাবে যেকেহ কাজ করতে পারে তাই এটা সবাই শিখতে চায় আমি মনে করি।
-
আপনারা কেন ফরেক্স শিখ বেন? টাকা আয় করার জন্যে ফরেক্স শিখব। এছারা আমাদের মংসারের খরচ চালানোর জন্যে ফরেক্স করতে পারি।
ফরেক্স করতে আমাদের ফরেক্স ভালোভাবে প্রথমে শিখতে হবে। আপনারা কার কাছে ফরেক্স শিখেছেন?
আমি ডেমো ব্যাবহার করে ফরেক্স শিখেছি।
-
সবার ই একটা লক্ষ্য ফরেক্স এ এসে অনেক টাকা ইঙ্কাম করবে। এটাই হওয়া সাভাবিক। তবে ফরেক্স করতে হলে আগে আপনাকে শিখতে হবে। আগে শিখুন তারপর আয় করুন। যদি আপনি না শিখে এখানে ট্রেড করেন তাহলে লস করতে পারেন।
-
বাংলাদেশে বেকার সমস্যা হলো অন্যতম সমস্যা। যেভাবে দেশের জনসংখ্যা বাড়ছে সেভাবে দেশের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তাই বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। এই বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হলো আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে অনেকেই নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারে। আমরা নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্যই ফরেক্স ট্রেডিং শিখবো।
-
আমি ফরেক্স শিখছি নিজেকে স্বাবলম্বি ও টাকা ইনকামের জন্যই । ফরেক্স মার্কেটে অবশ্যই আমাদের অনেক বেশি ইনকামের সুযোগ রয়েছে । তবে আমি এটা মনে করি যে ইনকামের অনেক সুযোগ থাকলেও নিজেকে দক্ষ করে গড়ে তোলা ব্যাতিত সেই সুযোগ কেউ গ্রহণ করতে পারবে না । তাই অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম নিজেকে চ্যালেন্জ মোকাবেলার জন্য প্রস্তুত করতে হবে । আর চ্যালেন্জ মোকাবেলা করতে পারলেই টিকে থাকা সম্ভব হবে ।
-
আমি ম্নে ক্রি আরথিক ভাবে নিজেকে সব্লম্বি ক্রে তো লার জন্য আমাদের ফ্রেক্সে আগ্মন ।এই ফ্রেক্স থেকে আমরা আমাদের ভবিষত কে আনেক উপ্রে নিয়ে যেতে পারি যদি আম্রা ভাল দক্ষ ট্রেডার হতে পারি । আরথিক ভাবে নিজেকে ভাল ক্রার পাশাপাশি আমরা ব্যাবসার স্ক্ল ছোট বড় এবং আনেক বেসিক নলেজ শিখতে ও জানতে পার্বো ।যা আমাদের আনেক দক্ষ ক্রে তুল্বে ।
-
আমি মনে করি ফরেক্স শিখার একটি উদ্দেশ্য হল আর্থিক উপার্জনের একটি পথে প্রবেশ করা । ফরেক্স এর মাধ্যেমে আর্থিক ভাবে স্বাবলম্বি হওয়া যায় যে কারণে আমি ফরেক্স শিখেছি। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আর্থিক সহায়তাও আমি ফরেক্স মার্কেটে ফোরাম পোষ্টিং করে এর মাধ্যমে পেয়ে থাকি তাই এটিকে আমার কাছে অর্থ উপার্জনের একটি ভাল পদ্ধতি মনে হয়।
-
আমি এখনে এসেছি ফরেক্স শিখতে এবং রিয়াল মার্কেটে ট্রেড করার জন্য কেপিটাল করার জন্য কারন আমার পক্ষে সম্বভ না রিয়ার মার্কেটে টাকা ইনবেস্ট করতে ফোরামে কাজ করে। ফোরামে কাজ করে দুই ভাবে উপকৃত হয় অনেক রিয়ার মার্কেটে ট্রেড করতে যে ডলার লাগে সেটা আর সিনিয়রদের অনেক ভাল পারামর্শ পাচ্ছি।
-
আমরা যেমন এখানে থেকে অনেক কিছু সিখতে পারি তেমনি এখান থেকে আমরা ইনভেস্ট করার ডলার ও পেতে পারি। এটা আমাদের দু দিক থেকেই ফ্রফিট দিয়ে থাকে।
আমি এখানে এই দুটা সুযোগ ই কাজে লাগাতে চাই। তাই আমি ফরেক্স ফোনামে কাজ করছি......।।।।।।।।।।।