-
আপনি যদি এক বছরের জন্য কঠোর পরিশ্রম করেন তবে আপনারা সফল হবেন, তাই আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করা উচিত যাতে আপনি সফল হতে পারেনআপনি যদি এতে কঠোর পরিশ্রম করেন তবে আপনি অবশ্যই বছরে সফল হবেন, সুতরাং আমার বিধি অনুসারে আপনার এটি সম্পর্কে কথা বলা উচিত।
-
হ্যা বন্ধু ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সুদের হার বেশ খানিক প্রভাব ফেলে যেমন আপনার কোন ট্রেড লসে চলছে আপনি সেটা ক্লোজ করতে পারছেন বা একাউন্ট ফিরে আসছে তখন আপনার একাউন্ট এমনিতেই লস করতে করতে জিরো দিকে এগিয়ে যাচ্ছে তার পর আবার আপনার ব্রোকার এই লসের সাথে সুদ যোগ করবে তাতে আপনার একাউন্ট আরও দ্রুত জিরো হবার দিকে এগিয়ে যাবে।
-
আমার জানামতে ফেড এর সুদের হার মার্কেট এ সব থেকে বড় মুভমেন্ট তৈরী করে থাকে। সব ইন্টারেস্ট রেটই কম বেশি মার্কেট সেন্টিমেন্টকে প্রভাবিত করতে পারে তবে ফেড এর মত এত বড় উলম্ফন তৈরী করা আর কারও পক্ষে সম্ভব হয় না। তাই ট্রেড করার আাগে কোন নিউজে কি প্রভাব পড়ে মার্কেট এ তা জানা জরুরী।
-
হ্যা আপনার ধারনা প্রায় ঠিকই। ফরেক্স মার্কেটে বহুবিধ ফান্ডামেন্টাল নিউজ থাকে। এসব নিউজগুলো মার্কেটে বেশ ইফেক্ট ফেলে। তবে সব নিউজ বড় ধরনের ইফেক্ট ফেলে না। কিছু নিউজ আছে যেগুলো বড় ধরনের প্রভাব ফেলে। যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার ফরেক্স মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড না করে থাকেন তাহলে আপনার সুদের হার এর যে সময় নিউজ আসে সে সময় ট্রেড না করাই ভাল হবে কারন এতে আপনি বড় লস এর হাত থেকে বেঁচে যাবেন কারন এই সব নিউজ এ মার্কেট অনেক কম সময় এ অনেক বেশি মুভ করে তবে আপনি যদি নিউজ ট্রেডিং সিস্টেম এ যদি ট্রেড করতে চান তাহলে আপনি নিউজ ট্রেড করতে পারেন এতে আপনি লাভ করতে পারেন
-
যিনি সুদ দেন, তিনি দু ' জনেই নরক, তাই রুচি বা চুক্তি নেওয়ার ব্যাপার নেই, তাই আমাদের পরিশ্রমকে রুটির মধ্যে রাখতে হবে এবং এই ফোরামে আমরা কঠোর পরিশ্রম করি । আপনার মতামত কী, তা-ও আপনারা আমাকে জানান, যাতে আমরা জানতে পারি আমরা হালাল পাউরুটি উপার্জন করছি ।
-
কোন দেশের সুদের হার সরাসরি সে দেশের কেন্দ্রিয় ব্যাংক নিয়ন্ত্রন করে। এটি সে দেশের ক্যারেন্সির উপর অনেক বেশি প্রভাব ফেলে। করন যখন কোন দেশের সুদের হার বেড়ে যায় তখন সেদেশের মানুষ ব্যাংকে অর্থ জমা রাখে। ফলে সেদেশের ক্যারেন্সির দাম বেড়ে যায়। আবার যখন যখন এর উল্টোটা হয় অর্থাৎ সুদের হার কমে যায়, তখন মানুষ ব্যাংকে টাকা জমা রাখতে নিরুসাহিত হয় ফলে সেদেশের ক্যারেন্সির দাম কমে যায়।
-
হ্যা আপনার ধারনা প্রায় ঠিকই। ফরেক্স মার্কেটে বহুবিধ ফান্ডামেন্টাল নিউজ থাকে। এসব নিউজগুলো মার্কেটে বেশ ইফেক্ট ফেলে। তবে সব নিউজ বড় ধরনের ইফেক্ট ফেলে না। কিছু নিউজ আছে যেগুলো বড় ধরনের প্রভাব ফেলে। যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার ফরেক্স মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
-
আমার দেকা মতে সুদের হার কোন দেশের কমে গেলে বা বেড়ে গেলে ফরেক্স মার্কেটে অনেক পরিবর্তন আসে , মার্কেট মুহুত্তের মধ্যে উঠা-নামা করে অনেক ।
প্রায় 100 পিস্ এর মত । অনেকে এই সময় বেশি ঝুকি নিয়ে কাজ করে থাকে ফরেক্স মার্কেটে ।
-
ফিনান্সিং ব্যয়গুলি হুগি ফরেক্স শোকেসে প্রভাবিত করে। আপনি যদি প্রিমিয়ামের সাথে একটি রেকর্ড খোলেন, তবে প্রতিটি এক্সচেঞ্জে আপনার বিপত্তি হবে মনে করে আপনি উত্সাহ বহনকারী এক্সচেঞ্জে কোনও উপকৃত হন, আপনি এক টন ডলার অর্জন করতে পারবেন, তবে আপনি প্রিমিয়ামের সাথে বিনিময়ের অফ অফ সুযোগে এবং, এই মুহুর্তে আপনি হেরে যান, এটি আপনার দুর্ভাগ্য থেকে ডলার দ্বিগুণ হবে। এছাড়াও, ইসলামী আইন অনুসারে, ষড়যন্ত্র করা নিষিদ্ধ, তাই আমি মনে করি প্রত্যেকেরই একটি ষড়যন্ত্র মুক্ত রেকর্ড থাকা উচিত।