আমি মনে করি সব পেয়ারে ট্রেড করা উচিত না,এতে ট্রেড কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে।যদিও আমি শুধু eur/usd পেয়ারে ট্রেড করি,তারপরও বলব চাইলে কোরিলেটেড ২-৩ পেয়ারে ট্রেড করতে পারেন।এতে সব কিছু কন্ট্রোল করা সহজ হবে।
Printable View
আমি মনে করি সব পেয়ারে ট্রেড করা উচিত না,এতে ট্রেড কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে।যদিও আমি শুধু eur/usd পেয়ারে ট্রেড করি,তারপরও বলব চাইলে কোরিলেটেড ২-৩ পেয়ারে ট্রেড করতে পারেন।এতে সব কিছু কন্ট্রোল করা সহজ হবে।
ফরেক্স মার্কেটের পরিধি অনেক বড়। এখানে ২৫০+ পেয়ার আছে। এতগুলো পেয়ার একসাথে দেখা ঠিক না বা সম্ভব না। বিশেষ বিশেষ কিছু পেয়ার আছে সেগুলো ভালমত এনালাইসিস করে ট্রেড করাই উত্তম।
ফরেক্স মার্কেটে অসংখ্য পেয়ার রয়েছে। একজনের পক্ষে কখনোই সব পেয়ারে ট্রেড করা সম্ভব নয়। তাছাড়া সব পেয়ারই সিকুয়েন্স অনুযায়ী আচরন করে না। ফলে সব পেয়ারে ট্রেড করতে গেলে গোজামিল হয়ে যেতে পারে এবং বড়সড় লস হয়ে যেতে পারে। আমার মতে কয়েকটি পেয়ার নির্দিষ্ট করে নিয়ে সেগুলোতে ট্রেড করা উচিত। এতে বেশি ভাল ফলাফল দেখা যায় । ট্রেড যত বেশি ঝুকি তত বেশি । তাই কনফার্ম না হয়ে ট্রেড নেয়াটা ঠিক নয় ।
যদিও ফরেক্স মার্কেটে অনেকগুলি জুটি রয়েছে, তবে আমি মনে করি আমাদের সর্বদা নির্দিষ্ট জোড়া বাণিজ্য করা উচিত। কারণ অনেকগুলি জুড়ে বিশ্লেষণ করা খুব কঠিন এবং প্রায় অসম্ভব এবং ভুল ক্ষতির খুব বেশি সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট জোড়া চয়ন করুন। এবং এই জোড়াগুলির সাথে একটি ভাল সম্পর্ক তৈরি করুন তবে আপনি ফরেক্সে সাফল্য পাবেন।
এমন নিদ্দিষ্ট কিছু পেয়ার আমাদেরকে মার্ক করতে হবে যেখান থেকে আমরা সব সময় ভাল কিছু পেতে পারি কিছু পেয়ার আছে যেখানে আমরা সসবসময় ট্রেড করতে পারি কিছু পেয়ার নিদ্দিষ্ট করা থাকলে আমরা সবসময় সেই পেয়ার গুলো নিয়ে ব্যাস্ত থাকব যার ফলে পেয়ারগুলোর আচরণ কোন অবস্থায় কিরকম হয় সে সম্বন্ধে অামাদের মাঝে দক্ষতা চলে আসবে যা পরবর্তী আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে প্রচুর উপকারী হবে
ফরেক্স মার্কেটে ২৫০+ কারেন্সি পেয়ার থাকলেও আমি মনে করিনা যে সবগুলো পেয়ারেই ট্রেডিং করতে হবে। অনেকগুলো পেয়ার নিয়ে এনালাইসিস করতে গেলে কোনোটি সম্পর্কে সঠিকভাবে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। একই সাথে অনেকগুলো পেয়ার এর উপর এনালাইসিস করতে গেলে অনেক সময় তালগোল পাকিয়ে যেতে পারে। তাতে করে অনেক সময় এনালাইসিস এর ফল ভুল হতে পারে। তাই আমি মনে করি একজন ট্রেডার কে সর্বোচ্চ 5/6 টি পেয়ার নিয়ে এনালাইসিস করে সেটার উপর দক্ষতা অর্জন করা উচিত। ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে একটি পেয়ারই যথেষ্ট যদি আপনি সঠিকভাবে এনালাইসিস করে সঠিক এন্ট্রি পয়েন্ট ও এক্সিট পয়েন্ট নির্ধারণ করতে পারেন। আমি সাধারণত 3/4 টি প্লেয়ারের উপর এনালাইসিস করে সেই অনুযায়ী ট্রেডিং করে থাকি।
আমাদের উচিত বহু পেয়ারে ট্রেড করে ঘেটে না দেখে নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করে যাওয়া।কেননা বহু পেয়ারে ট্রেড করতে গেলে ব্যাপক অ্যানালাইসিস করা একজন মানুষের পক্ষে সম্ভব না।কিন্তু নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করলে সবকিছুই সঠিকভাবে করা সম্ভব হবে। আমাদের বেশি পেয়ার নিয়ে কাজ না করা কারন বেশি দেখলে বেশি খারাপ লাগবে। আমি প্রধান সাতটি পেয়ার নিয়ে আমাদের ট্রেড করতে হবে এই সাতটি পেয়ারের মধ্যে যেটি ট্রেড করার সুবিদা ধাকে সেটাতে ট্রেড দিতে হবে।
আমি মনে করি সব পেয়ারে ট্রেড করা উচিত না,এতে ট্রেড কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে।যদিও আমি শুধু eur/usd পেয়ারে ট্রেড করি,তারপরও বলব চাইলে কোরিলেটেড 2-3 পেয়ারে ট্রেড করতে পারেন।এতে সব কিছু কন্ট্রোল করা সহজ হবে।ফরেক্স মার্কেটে যদিও অনেকগুলা পেয়ার আছে তবে আমাদের উচিত সব সময় নির্দিস্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত।কারন অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা বেশ কষ্টসাধ্য আর এটা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ভুল লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।আর তাছাড়া অভিজ্ঞ ট্রেডাররা ফরেক্স মার্কেটের মেজর কারেন্সি গুলোতে ট্রেড করতে পরামর্শ দিয়ে থাকে।ক্রস কারেন্সির ট্রেডিং করতে নিষেধ করেন।এসব কথা মনে রেখে আমরা সব পেয়ারে ট্রেডিং করবো না।
ফরেক্স মার্কেটে অসংখ্য পেয়ার রয়েছে। একজনের পক্ষে কখনোই সব পেয়ারে ট্রেড করা সম্ভব নয়। তাছাড়া সব পেয়ারই সিকুয়েন্স অনুযায়ী আচরন করে না। ফলে সব পেয়ারে ট্রেড করতে গেলে গোজামিল হয়ে যেতে পারে এবং বড়সড় লস হয়ে যেতে পারে। ফরেক্স মার্কেটে যদিওবা অনেকগুলা কারেন্সি পেয়ার রয়েছে তবু আমি মনে করি যে, আমাদের সবসময় উচিত হবে নির্দিষ্ট একটা পেয়ার নিয়ে কাজ করা বা ট্রেড করা। কারন অনেকগুলো পেয়ার নিয়ে একসাথে এনালাইসিস করা অনেক কষ্টকর, আর এটা প্রায় বলা যায় যে অসম্ভব একটা ব্যাপার, এবং এক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে আমার মতে কয়েকটি পেয়ার নির্দিষ্ট করে নিয়ে সেগুলোতে ট্রেড করা উচিৎ। এতে দক্ষতাও বৃদ্ধি পাবে। এতে করে ফরেক্স মার্কেটে খুব সহজেই নিজের প্লাটফর্ম তৈরী করা সম্ভব।
মার্কেটে নতুন ট্রেডারদের জন্য একাধিক পেয়ারে একইসাথে অনেকগুলো ট্রেড ওপেন করাই হবে ব্যালেন্স দ্রুত শুন্য করার অন্যতম কারন৷আপনি প্রথমেই শুধু ১টি মাত্র পেয়ারে (eur/usd) দীর্ঘদিন ট্রেড করে নিজেকে মার্কেটের সাথে এডজাস্ট করার চেষ্টা করুন৷ নিয়মিত প্রফিট দেখার পরে আরেকটি পেয়ারে আবার দীর্ঘদিন প্র্যাকটিস করুন৷এভাবে আস্তে ধীরে দক্ষ হওয়ার পরে ২/৩ টা পেয়ারে (eur/usd,gbp/usd,usd/jpy) অল্প করে ট্রেড করে প্রফিট করতে থাকুন এবং ধৈর্য্যের সাথে মার্কেটে কয়েক বছর শুধু টীকে থাকার চেষ্টা করুন৷মার্কেটও আছে আর আপনি-আমি সবাই আছি৷