ফরেক্স এ ভালো না করার পেছনে যে জিন্সটি কাজ করে সেটি হলো মানি মেনেজমেন্ট। আমি মানি মেনেজমেন্ট না মানার কারন ফরেক্স অনেক লস করেছি। আর লোভ আরেকটি কারন ফরেক্স লস হয়ার। আর অভার ট্রেডিং হছে আরেকটি কারন যেটি নতুন পুরাতন সবাই কে ধংস করে ফেলে।
Printable View
ফরেক্স এ ভালো না করার পেছনে যে জিন্সটি কাজ করে সেটি হলো মানি মেনেজমেন্ট। আমি মানি মেনেজমেন্ট না মানার কারন ফরেক্স অনেক লস করেছি। আর লোভ আরেকটি কারন ফরেক্স লস হয়ার। আর অভার ট্রেডিং হছে আরেকটি কারন যেটি নতুন পুরাতন সবাই কে ধংস করে ফেলে।
ভাল ট্রেডার না হওয়ার লক্ষন খুবই সোজা ট্রেডিং করার জন্য মনি ম্যানেজমেন্ট রুলসের কিছুই সে মানবে না তার কাজের কোন সৌন্দর্য থাকবে না। থাকবে না কোন ভাল ট্রেডিং প্ল্যান তার গুরুত্ব সহকারে কোন কাজ সে করবে না তার যেমন খুশি করবে কারন তার ভাল ট্রেডিং প্ল্যান নাই তাই সে ফরেক্স এর মজা অনুভব করতে পারবে না সে অবহেলার সহিত ট্রেড করবে।
সম্পুর্ন সহমত আপনার সাথে। তবে আমাদের দেশে তুলনামুলক ভাবে ভাল ট্রেডারের সংখ্যা নেহাত কম। আমরা অনেকেই হুজুগে ট্রেডার। মার্কেট একটু আপ হল তো ধুমছে বাই দিয়ে বসে থাকি। আবার একটু ডাউন হল তো গনহারে সেল দিয়ে মাথার চুল ছেড়ার জন্য বসে থাকি। আবার কোন ট্রেন্ড না থাকার পরেও বাই সেল করে একাউন্টের বারোটা বাজিয়ে শেষমেষ বলি ফরেক্স মার্কেট বোগাস এবং স্বপ্নবাজি।
আপনি খুব ভালো পোস্ট দিয়েছেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত। ভালো ট্রেডার হওয়ার পথে এগুলোই বাধা বলে আমি মনে করি। এছাড়াও আমি দুইটা জিনিস এড করছি। একটা হচ্ছে লোভ ও আরেকটা হচ্ছে ধৈর্য। ভালো ট্রেডার হতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং লোভ কে পরিহার করে চলতে হবে।
ফরেক্স মার্কেট থেকে অনেক ফরেক্স ট্রেডার ট্রেডিং করতে পারেনা তারা অনেক সহজেই ফরেক্স মার্কেট থেকে ঝড়ে যায়,তারা ফরেক্স মার্কেট এ ঘন ঘন ট্রেডিং করে না বুঝে,তারা লস রিকভারি করার জন্য,বেশি বড় লটে ট্রেড করে,কম ব্যালেন্স নিয়ে,তারা ফরেক্স এনালাইসিস করেনা তাই তারা ফরেক্স মার্কেট থেকে ঝরে যায়।
আমি মনে করি ভালো প্রোফিট করতে হলে বা ভালো ট্রেডার হতে হলে আনাকে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট বসাতে হবে। আসি চাইলে অনেক লস বা লাভ করতে হবে। কিন্তু একজন ভালো ট্রেডারের মার্কেট করার মধ্যে যেপ্লান থাকে তার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যে সে প্রতিট্রেড থেকে কত লাভ বা প্রফিট করবে এটির উপর নির্ভর করে সে এস.এল এবং টিপি ব্যবহার করে।
সহজ কথায় বললে বলা যায়,ভাল ট্রেডার হওয়ার যে গুন গুলি দরকার,তা না থাকাটাই হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন।আমার দৃষ্টিতে নিচের বিষয়গুলি হচ্ছে ভাল ট্রেডার না হওয়ার লক্ষন-
১.ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা,
২.সঠিক প্লান না থাকা অর্থাৎ পরিকল্পনাহীনভাবে ট্রেড করা
৩.অতিরিক্ত লোভ থাকা
৪.মানি ম্যানেজমেন্ট না মানা
৫.অল্পতে ধৈর্য হারা হওয়া
৬.মার্কেট না বঝ ঘন ঘন ট্রেড করা।
এজন ভালো মানের ট্রেডার হওয়া এতটা সোজা কথা না । ভালো ট্রেডার হওয়ার জন্যে আপনাকে আনেক শ্রম দিতে হভে । ভাল ট্রেডার না হওয়ার লক্ষনগুলো হল , আন্দাজে ট্রেড করা , নি ম্যানেজমেন্ট না করা, লোভ করা, অতিরিক্ত ট্রেড ওপেন করা, ধৈয্য না করা, পরিকল্পনাহীনভাবে ট্রেড করা ইত্যিাদি ইত্যাদি ।
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয় । শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । আপনি যদি ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা না শিখতে পারেন তাহলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন না । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আপনি যদি ট্রেড করার লোভ সামলাতে না পারেন তাহলেও আপনাকে ভাল ট্রেডার বলা যাবে না ।
ভালো ট্রেডার না হওয়ার তো অবশ্যই লক্ষণ আছে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) একের অধিক ট্রেড করা ।
(২) মার্কেট এ্যানালাইসিস না করা ।
(৩) ফরেক্স নিউজ না দেখা ।
(৪) ফরেক্সের উপর দক্ষতা অর্জন না করা ।