একজন ভালো ট্রেডার ট্রেড অপেন করার আগে অনেক কিছু খেয়াল রেখে ট্রেড করে থাকেন। তারা অনবরত ট্রেড অপেন করে না। একটা নির্দষ্ট স্ট্রেটইজি দিয়ে ট্রেড করে। তারা লোভ করে না। তাদের ট্রেড করার আগে একটা ট্রেডিং প্লান থাকে।
Printable View
একজন ভালো ট্রেডার ট্রেড অপেন করার আগে অনেক কিছু খেয়াল রেখে ট্রেড করে থাকেন। তারা অনবরত ট্রেড অপেন করে না। একটা নির্দষ্ট স্ট্রেটইজি দিয়ে ট্রেড করে। তারা লোভ করে না। তাদের ট্রেড করার আগে একটা ট্রেডিং প্লান থাকে।
ভাল ফরেক্স ট্রেডারা সব সময় ফরেক্সে ট্রেড করার সময় ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে,মার্কেট অ্যানালাইসিস,মানিম্যানেজমেন্ট ইত্যাদিকে অনুসরন করে ট্রেড করে থাকেন। তারা কখনই লোভ,আবেগ,উত্তেজনা ইত্যাদিকে ট্রেড করার সময় প্রাধান্য দেয় না।
একজন ভালো ট্রেডারের লক্ষন হল ট্রেড করার উপযুক্ত সময় নির্বাচন করে। মার্কেট এনালাইসিস করে সিদ্ধান্ত নেই বাই বা সেল করতে হবে কখন। নিজের ট্রেডএর উপর বিশ্বাস থাকে। কম রিস্ক নিয়ে ট্রেড করে। নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে। নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং তা সংশোধন করে। সবচেয়ে বড় বিষয় মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে কঅরে থাকে।
আমার মতে একজন ভাল ট্রেডার লক্ষন হলঃ
১, যে লস রিকভার করতে পারে।
২, যে মানি ম্যানেজমেন্ট করতে পারে।
৩, যে নিজের লোভকে নিয়ন্ত্রন করতে পারে।
আমার মতে এই জিনিস গুল যার ভিতর রয়েছে তাকে একজন ভাল ট্রেডার বলাযায়।
ফরেক্স একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভাল করে জানতে হবে । মার্কেট অনেক ভাল ভাবে এনালাইসি করতে হবে । তাই সবার অাগে ডেমো ট্রেড এর মাধ্যমে ম্যানেজমেন্ট শিখতে হবে । সব ব্যবসায় লাভ লস অাছে তাই ব্যবসায় লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো । যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হয়ে উঠবেন ।
ফরেক্স মার্কেটে সবাই সফল ট্রেডার হতে চাই তবে সবাই হতে পারেনা।সফল ট্রেডার হতে হলে অতিরিক্ত ট্রেড করা যাবেনা,মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করবেন,লস গুলোকে ঠান্ডা মাথায় নিবেন এবং ফরেক্স সম্পর্কে নতুন জ্ঞান জানার আগ্রহ থাকবে।
ভালো ট্রেডারের কিছু গুনাবলি আছে যা সে নিইয়মিত মেনে চলে, ১।আপনি এক্টা ভালো এবং উপকারি ট্রেড ম্যানেজমেন্ট শিখবেন। ২।আপনি লসগুলো ঠাণ্ডা মাথায় নিতে শিখবেনএবং কারন বের করবেন। ৩।আপনি একটা নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান অনুযায়ী আগাবেন। ৫। আপনি বুঝতে শিখবেন যে লস খুব স্বাভাবিক ব্যাপার। ৬। লস খেয়ে ভেঙে পড়বেন না, বরং ফাইট ব্যাক করে আবার প্রফিটে ফিরে আসতে পারবেন। সব চেয়ে গুরুত্বপূর্ন আপনি এনালাইসিস করা শিখতে পারবেন।।
একজন ভালো ট্রেডারের বেশ কিছু ভালো লক্ষণ থাকে
১) মার্কেট অনেক ভাল ভাবে এনালাইসি করতে হবে ।
২)টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল - উভয় ধরনের এনালাইসিস জানতে হবে ।
একজন ভালো ট্রেডারের বেশ কিছু ভালো লক্ষণ থাকে
১) মার্কেট অনেক ভাল ভাবে এনালাইসি করতে হবে ।
২)টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল - উভয় ধরনের এনালাইসিস জানতে হবে ।
ভাল ট্রেডারের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সে না বুঝে আন্দাজে ট্রেড করেনা। সব সময় তার ব্যালেন্সের দিকে নজর রেখে ট্রেড করে। সে কখনো লোভের বশবর্তী হয় না । কেননা সে এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ। তার লক্ষ্য সব সময় প্রফিটের চেয়ে ব্যালেন্সের দিকেই বেশি থাকে।