প্রথম প্রথম ভাল লাগা থেকেই আমার ফরেক্স মার্কেটে আসা । কিন্তু আস্তে আস্তে আমি ফরেক্স মার্কেটের সাথে জড়িয়ে গেছি । আর এখন তো ফরেক্স ছাড়া আমার কোন কিছুই ভাল লাগেনা । যখন মার্কেট অফ থাকে তখন মনে হয় আমার কি জানি হারিয়ে গেছে । দিন দিন প্রফেশনাল হয়ে ওঠছি ।
Printable View
প্রথম প্রথম ভাল লাগা থেকেই আমার ফরেক্স মার্কেটে আসা । কিন্তু আস্তে আস্তে আমি ফরেক্স মার্কেটের সাথে জড়িয়ে গেছি । আর এখন তো ফরেক্স ছাড়া আমার কোন কিছুই ভাল লাগেনা । যখন মার্কেট অফ থাকে তখন মনে হয় আমার কি জানি হারিয়ে গেছে । দিন দিন প্রফেশনাল হয়ে ওঠছি ।
ফরেক্স একটি আন্তর্জাতিক কারেন্সি ব্যবসা । এটি কোন জুয়া খেলা না । যে ফরেক্স ব্যবসা ভালো ভাবে শিখতে পারবে সে এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে সক্ষম হবে । আমি এই ফরেক্স ব্যবসা আমার প্রধান পেশা হিসেবে নিতে চাই । আমি এই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ভালো দক্ষতা অর্জন করতে চাই এবং এই মার্কেট থেকে ভালো সফলতা অর্জন করতে চাই । তাই আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আগে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হবে ।
ফরেক্স এ আসক্তি নয় ।ফরেক্স এ কাজ করি টাকা ইন কাম করার জন্য।
ফরেক্স ব্যবসা আগে আমার আসক্তি স্বরূপ ছিল কিন্তু এখন সেটা আর করি না । কেননা ফরেক্স ব্যবসা আসক্তি স্বরূপ নিয়ে কোন সফলতা অর্জন করা যাবে না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অনন্ত দক্ষতাবান হব তাহলেই সফলকাম হতে সক্ষম হব ।
আমরা প্রত্যেকে কিছু না কিছুর প্রতি আকক্তি কেহ ভালোর আবার কেহ খারাবের যে যেটাকে যেই ভাবে দেখে। আমি মনে করি ফরেক্স ও একটা আসক্তি তবে সেটা নেগেটিভ দিকে থেকে নয় এটাকে আমি পজেটিভ আসক্তি হিসেবে দেখছি। কারণ এখানেতো অনেকেই কাজ করে ভারো কিছু করেছে। যারা যারা পারে না তারাদের জন্য পরামর্শ হলা ভালো ভাবে বুঝে শুণে ফরেক্স কাজ করেন।
ফরেক্স ট্রেডিং আমার মনে হয় আসক্তি.কারণ আমি প্রথমে পুরোপুরি প্রস্তুতি না নিয়েই ৫০ ডলার এর মত মূলধন নিয়ে রিয়েল ট্রেড করতে নেমে যাই.তারপর যা হবার তাই ঘটল আমি লস করে পুরোটাই হারিয়ে ফেলি.কিন্তু তাও আমার ট্রেডিং এর প্রতি একপ্রকার আশা জাগ্রত হয় যার ফলে আমি আবার ফেউম বোনাস এর মাধ্যমে ট্রেডিং এ পা রাখি.এখন ও উল্লেখযোগ্য কিছু না করার সত্তেও আমি ট্রেডিং চালিয়ে যাচ্ছি.
ফরেক্স ট্রেড একটি কাজ, আমি আমার জিবনের অংশ হিসাবে মনে করি। তাই ভালো করে শিখে যাচ্ছি।
আপনি ঠিকই বলেছেন।ফরেক্স মার্কেটে অনেক ট্রেডারের আসক্তি রয়েছে বলে ট্রেডিং করে যাচ্ছে, আবার অনেক ট্রেডারের ফরেক্স ট্রেডিং ভালো লাগে বলে ট্রেডিং করে চলেছে। মূলত যারা জুয়ারী মানসিকতা নিয়ে ট্রেডিংয়ে আসে তারা ট্রেডিংয়ে আসক্ত হয়ে ট্রেড করে। আরর যারা দক্ষতার সাথে ট্রেড করে তারা পোফিট করতে পারায় ভালো লাগার সাথে সাথে ট্রেড করে।
আপনার উত্তরে আমি বলব যে ফরেক্স আমার কাছে ভাল লাগে।কারণ আমি এমন একটি ট্রেডিং পদ্ধতি বা আয়ের পথ খুজছিলাম যেখান থেকে আমি ভাল একটা প্রফিট করতে পারব।তেমনি ফরেক্স তার ব্যাতিক্রম নয়।যেহেতু ফরেক্সকে আমি এ অবস্থায় পেয়েছি।সেহেতু আমি এর থেকে প্রফিট করতে পারব এটাই আমি আশা রাখি।
ফরেক্স ট্রেডিং আমার কাছে অনেক ভালো লাগার একটা কাজ। এই রকম ব্যাবসাকে কেউ ভালো না বেসে কি থাকা যায়, আমি তো পারবো নাহ। আমি ২০১৩ সাল থেকে ট্রেডিং করছি আর ফরেক্স নিয়ে নানা ভাবে পড়াশোনা করছি আর এই পড়াশোনা ব্যাপারটা আমার কাছে খুব বেশি আনন্দদায়ক। কারন হিসেবে বলতে চাই আমি যখন এইটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি নিজেকে তখন মনে হয় আমি যেন আন্তঃজাতিক ব্যাবসায়ী। জানি আমার এই কথা টা পড়ে অনেকেই হয়তো হাসবেন কিন্তু কি করবো এই টা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মন্তব্য বা চিন্তাধারাও বলতে পারেন।