-
ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।আমাদের দেশে এখন অনেকেই ফরেক্স মার্কেট এ ট্রেড করে।তবে আমি এই জানিনা আমাদের দেশে ফরেক্স মার্কেট কি অনুমোদিত না কি?ফরেক্স মার্কেট ছারাও ইন্টারনেট এ অনেক ধরণের বিজনেস রয়েছে।এগোল যদি অনুমোদিত হই তাহলে ফপ্রেক্স মার্কেট ও বৈধ।ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত ভিবিন্ন দেশের কারেঞ্চি নিয়ে ট্রেড করি এবং ট্রেড করে আয় করি।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা যেকোন দেশে থেকে করা যায় । ফরেক্স ব্যবসা বিভিন্ন দেশে অনুমোদন দেয়া হয়েছে । তবে আমাদের বাংলাদেশে ফরেক্স ব্যবসা এখনো অনুমোদন দেয়া হয়নাই । আমি মনে করি আমাদের বাংলাদেশের সরকারের ফরেক্স ব্যবসা অনুমোদন দিলে আমাদের দেশের অর্থনৈতিক অনেক উন্নয়ন ঘটবে । এবং আমাদের দেশের বেকার সমস্যা দূর হবে ।
-
না আমদের দেশে ফরেক্স এখনো অনুমিত না তবে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা সরকারি ভাবে ফরেক্স এর অনুমতি পাব কারণ ফরেক্স খুব ব্যাপক আকারে আমদের মধ্যে ছড়িয়ে পড়ছে
-
ফরেক্স সরকার অনুমদিত একটি বাবসা এবং আমরা যদি ইচ্ছা করি তাহলে এই বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারি। আমাদের দেশের সরকার ফরেক্স এর অনুমতি না দিলেও আমাদের জন্য ফরেক্স খুব ভাল একটি বাসবা এবং আমরা এই বাবসা করে অনেক টাকা আয় করতে পারবো।
-
ফরেক্স মার্কেট অন্য সকল দেশে দেখা জায় যে সরকার অনুমদিত তবে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ফরেক্স ব্যবসা সরকার অনুমদিত হয় নাই তাই আমি বলব সরকার অনুমদন খুভ তাড়া তাড়ি করবে এবং করতে হবে মনে করি ।
-
ফরেক্স আমাদের বাংলাদেশে সরকার অনুমিতি নাই কারন সরকার অনুমতি নাই তাও আমাদের দেশে ফরেক্স করতে পারছি ফরেক্স অনুমতি পেয়ে যাবে কারন ফরেক্স মার্কেট থেকে আমাদের দেশের অনেক লক ফরেক্স ট্রেড করে তাড়া তাদের বেকার সমসার সমাধান করছে ।
-
ফরেক্স মার্কেট একটা অনলাইন ভিত্তিক মার্কেট। এখানে ফ্রিল্যান্সিং করে উপার্জন করে সেটা ফরেক্স মার্কেট এ ডিপোজিট আয় করা যায়। এতে দেশের টাকাও বাইরে যায় না। আবার ভাল ট্রেডার হলে এখান থেকেই বৈদেশিক মুদ্রা নিজের দেশে নিয়ে আস্তে পারে।ফরেক্স বাংলাদেশ সরকার অনুমোদিত নয়। কারন বাংলাদেশ থেকে বাইরের দেশে টাকা পাঠানো নিষিদ্ধ। এটা বাংলাদেশের জন্য এখোনো বৈধ নয় আমার মতে।
-
জি আসলে আমি এই বেপারটা নিয়ে পুরোপুরি নিশ্চিত নই, কারণ ফরেক্স যেহেতু আমাদের দেশ থেকে পরিচালনা হছে না, এবং আমরা এর সাথে ইন্টারনেট এর মাধমে জড়িত, সুতরাং এতে সরকারের ইচা অনিচার কোনো প্রশ্ন আসছে না, তাছাড়াও আমার মনে হয়, একবার এই বিষয়ে কিছু একটা খবরে দেখেছিলাম, যা ছিল অনেকটা এরূপ যে কেউ ফরেক্স এর নামকরে কোম্পানি খুলে মানুষকে ঢোকা দিতে পারবে না.
-
আমার জানামতে বাংলাদেশে এখনো ফরেক্স বৈধ নয়। যদিও অন্যান্য দেশে এটি বৈধ। আমাদের দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো বৈধ নয় একারনেই হয়তো ফরেক্সও বৈধ নয়। তবে বাংলাদেশের আইন অনুযায়ী ফরেক্সে ট্রেড করা অপরাধ এমন কোন নির্দেশনা নেই। যেহেতু ফরেক্স বিজনেস করে টাকা তোলা যায় তাই আমার মতে আপনি নিশ্চিন্ত থাকুন।
-
এ বিষয়ে আমার কাছে কোন সঠিক তথ্য নেই।আমি মনে করি বাংলাদেশ সরকারের এ বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত।কারণ বর্তমানে ফরেক্সের বিভিন্ন অফিস আমাদের দেশে আসছে।তাদের কাছে এ বিষয়ে কাজ করার জন্য আবার লাইসেন্স আছে।আমার মনে বাংলাদেশে এবিষয়ে একটু হলে অনুমোদন আছে।তা না হলে ফরেক্সের অফিস বা সেমিনার এখানে আসতো না।এছাড়া বিভিন্ন ধরণের অরগানাইজেশনে এদের স্পনসর আছে।যা ঐ দেশের সরকার কতৃক ঘোষিত।তাই আমাদের বাংলাদেশেও ভবিষ্যতে এধরণের কাজ আমরা দেখতে পাব।