অবশ্যই দক্ষতা আর অভিজ্ঞতার অভাব ফরেক্স ট্রেডিং এ দারুন প্রভাব ফেলবে কিন্তু এর সাথে আরও কিছু বিষয় সংজোজন করা যেতে পারে যেমন ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক ধারনা পোষণ না করা অথবা সব কিছু জেনেও তা ট্রেডিং এর সময় মেনে না চলা । এছাড়াও রয়েছে সেন্টিমেন্টাল যার কারনে অনেক অভিজ্ঞ ট্রেডারও ট্রেড করার সময় ট্রেড লস হলে নিজের আবেগকে আর ধরে রাখতে পারেন না । ফলে আরও ভুল করে বসে থাকেন ।