-
রাতে তাড়াতাড়ি ঘুম আর ভোরে উঠার চেষ্টা করুন। খুব সকালে একটু হাটাহাটি, হালকা ব্যায়াম করার অভ্যাস করুন। খুব সকাল বেলার যে পরিবেশ থাকে তখন একটু বাইরে হাটাহাটি করলে দেখবেন অনেকটা ফ্রেশ লাগবে। ফ্রেশ ফলের জুস আর নিয়মিত কমপক্ষে ৩০-৪০ মিনিট সকালের হাটাহাটি আপনার প্রতিদিনের তালিকায় যোগ করে রাখতে পারেন। সপ্তাহে ১ দিন বাইরে খেতে যেতে পারেন পরিবারের সদস্যদের নিয়ে।
-
তাড়াহুড়ো করে ট্রেড করা কি ভাল কাজ ? এই প্রশ্নটা শুধু ফরেক্সের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই তাড়াহুড়ো করে করতে গেলে কোন কাজই ভাল হয় না। সেটা ব্যক্তিগত,সামাজিক, রাষ্ট্রীয় বা ধর্মীয় কাজই হোক না কেন । ফ্রেশ ফলের জুস আর নিয়মিত কমপক্ষে ৩০-৪০ মিনিট সকালের হাটাহাটি আপনার প্রতিদিনের তালিকায় যোগ করে রাখতে পারেন। সপ্তাহে ১ দিন বাইরে খেতে যেতে পারেন পরিবারের সদস্যদের নিয়ে।
-
ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
কোনও কাজে তাড়াহুড়ো করা গ্রহণযোগ্য নয়। আপনি প্রতিদিনের জীবন জুড়ে যা কিছু করুন না কেন, আপনাকে এটি ভালভাবে দেখতে হবে, এটি পেতে এবং পরে এটি করার চেষ্টা করা উচিত attempt আমরা মতবিনিময়ের জন্য তাড়াহুড়ো করছি না, বরং আমাদের বিপুল সংখ্যক মানুষ জানেন না যে বাজারটি কোন দিকে এগিয়ে যাবে। বন্ধ হওয়ার সুযোগটিতে আমরা কিছুটা ভাল দেখতে চাই, সেই সময়টি বিনিময়টি গ্রহণ করুন, সেই সময়ে আমাদের দুর্ভাগ্য উপকারের দ্বারা দমন করা যেতে পারে বা দুর্ভাগ্য দ্বারা দুর্ভাগ্য দ্বারা দমন করা যেতে পারে। দুর্ভাগ্য থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। আমি বিশেষত নতুনদের বলব যে দয়া করে বাজারটি বিচ্ছিন্ন করুন এবং তারপরে বিনিময়টি গ্রহণ করুন
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে তাড়াহুড়া করে কোন কাজ করাই ঠিক না। কারণ তাড়াহুড়া করে কাজ করলে বিপদের আশঙ্কা থাকে। টেকনিকেল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এনালাইসিস করে এবং মার্কেট ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর ট্রেড ওপেন করা। লোভে পড়ে তাড়াহুড়া করে ট্রেড ওপেন করা কখনই ঠিক নয় একে নিজের একাউন্ট যোগ হওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট এনালাইসিস করে বুঝে শুনে ট্রেড ওপেন করা একজন দক্ষ ট্রেডারের গুন। তাই আমাদের সবার উচিত কোন তাড়াহুড়া না করে মার্কেট পর্যবেক্ষণ করে তারপরে ট্রেড ওপেন করা।
-
কথায় আছে তাড়াহুড়া করা হলো শয়তানের কাজ। কোন কাজেই আমাদের তাড়াহুড়ো করা উচিৎ না। যেহেতু এখানে আমরা টাকা কামাইতে আসি সেহেতু একটু সময় নিয়ে ভালো ভাবে এনালাইজ করে তারপর একটা ট্রেড ওপেন করাই ভালো। আপনি তাড়াহুড়া করে কাজ করলে আপনাকে ফরেক্স ব্যবসা থেকে লস নিতে হবে আর আপনি যদি তাড়াহুড়া করে কাজ না করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবে।
-
তরহুড়ার কোন কাজ ভাল হয় না। তাড়াহুড়া শয়তানের কাজ। আমি মনে করি, ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুড়া করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুড়া করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
মার্কেট অনেক সময় কিছুদূর উঠে আবার চার গুণ নামে।এটি যদি খুব খেয়াল করে না দেখা হয় তাহলে বোঝা সম্ভব নয় কিন্তু অনেকেই তাড়াহুড়ো জন্য খেয়াল না করে। তাই তারা হুরা করে সিদ্ধান্ত ভাল ফলাফল আশা করা যায় না। তাই যখন আমরা ট্রেড এন্ট্রি দিবো তখন ভাল ভাবে এনালাইসিস করে।
-
কখনোই না আর আপনি যদি এটা করেন থাকেন তাহলে আপনার লস হওয়ার সমভাবনা অনেক বেশি থাকে কারণ আপনি জানেন না মার্কেট কোন দিকে যাচ্ছে তাই ট্রেড নিয়ার আগে অবশ্যই নিউজ জেনে নিন এবং মার্কেট কোন দিকে মুভ করছে সেইটা বুঝে ট্রেড দিবেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন
-
কোন কাজেই তাড়াহুড়া করা ভালো না। লাইফে যাই করবেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর করার চেষ্টা করতে হবে। আমরা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে নেই, অথচ আমরা অনেকে জানিও না মার্কেট কোন দিকে মুভ করবে। যদি আমরা একটু ভালোভাবে দেখে তারপর ট্রেড নিতাম তাহলে আমাদের লসের জায়গায় লাভ চলে আস্তে পারে বা লাভের জায়গায় লস চলে আস্তে পারে। আমরা লস থেকে নিজেদের বাচাতে পারি।