-
হ্যা অবশ্যই টাকা ছাড়া ফরেক্স ব্যবসা করা সম্ভব। কিন্তু তার জন্য ফোরামের সাহায্য নিতে হবে ফোরামে পোষ্ট করে করে ডলার জমা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোন ভাবে এই একাউন্ড ব্যান্ড যেন না হয়ে যায় এরপর ঐ ডলার আপনার ঐ একাউন্ডে পাঠাতে হবে তার পর থেকেই আপনি ট্রেড করতে পারবেন কোন টাকা ছাড়া। কিন্তু আমি মনে করি ফরেক্স এর এই ব্যবসায় টাকা ছাড়া যোগদান করা উচিত না কারন প্রতিটা কাজের পিছনে মূলধনে দরকার হয় আর মূলধন না থাকলে ব্যবসায় লাভ করা কখনোই সম্ভব হয় না।
-
হাঁ টাকা ছারা ফরেক্স করা সম্ভব। আপনি বিভিন্ন ফরেক্স ব্রোকার আছে সেখান থেকে একাউন্ত খুলে ফোরাম করে যে ডলার পাবেন সে ডলার দিয়ে আপনি ইনভেস্ট বেতিত ফরেক্স করতেন। এজুন্য আপনাকে কোন টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না।
-
টাকা ছাড়া ফরেক্স অবশ্যই সম্ভব কারন এতে ইনভেস্ট বাদে ও প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করা যায় কিন্তু সেটা বেশি দিনের জন্য না কারন পরবর্তীতে এর থেকে লসের সম্ভবনা থাকতে পারে
-
টাকা ছাড়া কোন ব্যবসাই করা সম্ভব না। তবে হ্যাঁ ফরেক্স করা সম্ভব যা অত্যান্ত নগন্য। যেমন আপনি ফোরাম করে কিছু বোনাস ফেলেন এগুলো হয়ত আপনার শিখার ক্ষেত্রে অথবা নতুন ট্রেডার হিসেবে অত্যান্ত ভালো সাপোর্ট পাচ্ছেন। কিন্তু আপনাকে এখান থেকে ভালো অর্জন করতে হলে ভালো ইনভেস্তও করতে হবে।
-
ফরেক্স মাকেট এমন একটি মাকেট প্লেস এখানে টাকা ইনবেষ্ট করা ছাড়াও ফরেক্স করা যায় । আপনি তখনি টাকা ছাড়াও ফরেক্স করতে পারবেন যখন ফরেক্স এর বিভেন্ন সায়িডে পোষ্ট দিয়ে বোনাস পাবেন । উক্ত বোনাস এর টাকা দিয়ে আপনি ফরেক্স করতে পাবেন ।
-
আমরা পোস্ট করে টাকা আয় করি তা দিয়ে আমরা ট্রেড করি আর লাভ করতে পারলে আমরা তা নিতে পারি। আমরা কিছু টাইম দেই ঠিক কিন্তু আমরা অনেকেই হয়ত পারতাম না ট্রেড করতে যদি ফোরাম না থাকত।
-
সম্ভব তবে তার জন্য আপনাকে বেশ দক্ষ হতে হবে। যেমন বিভিন্ন ডেমো কম্পিটিশান হয় সেখানে এটেন্ড করতে পারেন। বিভিন্ন ব্রোকার বিভিন্ন সময় নো ডিপোজিট বোনাস দেয় তা নিতে পারেন। তবে তা খুবই অল্প ডলার এবং অনেক শর্ত থাকে। চেষ্টা করতে থাকুন একটা ব্যবস্থা হয়ে যাবে।
-
টাকা ছাড়াও এখানে ট্রেড করার সুযোগ পাবেন। এজন্য আপনি যে ব্রোকারের আওতায় ট্রেড করবেন সে ব্রোকার অনুমোদিত ফোরামের সদস্য হতে হবে। সদস্য হলে আপনি সেখানে নিজের অজানা তথ্য (ফরেক্স সংক্রান্ত) জানার জন্য থ্রেড পোষ্ট এবং আপনি যা জানেন তা অন্যকে জানিয়ে পোস্ট করার মাধ্যমে বোনাস পাবেন। যা দিয়ে ট্রেড করতে পারবেন এবং যদি লাভ করেন তাও উত্তোলন করতে পারবেন।
-
ব্যবসা করতে চাইলে অবশ্যই টাকার দরকার । টাকা ছারা কোন ব্যবসা করা যায় না । তবে ফরেক্স ব্রোকার আর বোনাস পাবেন আর এই বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন । যদি লাভবান হন তবেই টাকা উঠাতে পারবেন ।
-
হাঁ টাকা ছারা ফরেক্স করা সম্ভব। আপনি বিভিন্ন ফরেক্স ব্রোকার আছে সেখান থেকে একাউন্ত খুলে ফোরাম করে যে ডলার পাবেন সে ডলার দিয়ে আপনি ইনভেস্ট বেতিত ফরেক্স করতেন। এজুন্য আপনাকে কোন টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না।