-
নারীদের জন্য ফোরেক্স আসে লনেক উপকারী। নারীরা সাধারনত বাইরে যেতে পছন্দ করে না। কারন তারা সারাদিন ঘরের কাজ করে টায়ার্ড হয়ে যায়। কিন্তু তারা যদি স্বাবলম্বী হতে চায় তাহলে তারা কাজের ফাকে ফাকে কিছুটা ট্রেড করে নিচেদেরকে আর একটু স্বচ্ছল করে নিতে পারে। এ জন্য এটা তাদের জন্য আরো ভালো একটি স্থান।
-
হা,ফরেক্স নারীদের জন্য অনেক সহায়ক,নারীরা ফরেক্স করে অনেক উন্নিতি করতে পারে।নারীরা ফরেক্স করার মাধম্মে নিজের ও পরিবারের চেহারা পরিবরতন করে দিতে পারে ।তাছারা এখন প্রায় অনেক নারী ফরেক্স করতেছে,এবং অনেক উন্নিতি করতেছে।আশা করি নারীরা আরও উন্নিতি করতে পারি।
-
এত বাবসাই কন নারি পুরুস নাই যে কেউ ফরেক্স করতে পারে ।নারি রা ঘরের কাজ শেষ করে যে কোন সময় ফরেক্স করতে পারে ।এতে করে তাদের বারতি কিছু টাকা ইনকাম হবে।
-
নারিদের জন্য ফরেক্স এক্তা খুব ভাল বাবসা এবং নারিরা ইচ্ছা করলে এই বাবসা থেকে অনেক টাকা ঘরে বসে আয় করতে পারে। নারিরা যদি থিওক মত ঘরে বসে কাজ করে থাওলে তাদের এই বাবসআ হাতের মদ্ধে চলে আসবে। তাদের এই বাবসা থেকে টাকা আয় করার জন্য ঘরের বাইরে গিয়ে কাজ করার কোন দরকার নেই।
-
[QUOTE=Badiul;65938]ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে নারী, পুরুষ কোন ভেদাভেদ নাই। এটি অনলাইনে হয় বলে যে কেউ ঘরে বসে ফরেক্সে ব্যবসা করতে পারে। নারীরা এই ব্যবসা করে নিজেই পুরুষের মত আজ স্বাভলম্বি হচ্ছে। এর ফলে তারা আজ সংসারে অবদান রেখে সংসারে শুখ শান্তি কয়েকগুন বাড়িয়ে তোলে।[/QUOTE
দিন দিন জিবন যাত্রার মান বাড়ার পাসাপাশি মানুষের খরচ ও বেড়ে গেছে অনেক। তাই আমাদের কে বেচে থাকার জন্য নারি পুরুশ ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। একজন পুরুস যেমন সংসারে অবদান রাখতে পারে তেমন একজন নারি ও যদি আরথিক ভাবে অবদান রাখে তাহলে সংসার এবং জীবন টা অনেক সচ্ছল হবে।
-
যেহেতু ফরেক্স এমন একটা ব্যবসা যা ঘরে বসে করতে হয়। তাই আমার মনে হয় এটা নারীদের জন্য খুবই *উপযোগী যদি তার দেওয়ার মত সময় থাকে। একজন নারীকে ঘরের কাজের পাশাপাশি এখানে ট্রেড করে সংসারে সাহায্য করতে পারেন। তবে সব কিছুর আগে যে জিনিসটা খেয়াল করতে হবে তা হল দেওয়ার মত সময় আছে কিনা।
-
আমি মনে করি ফরেক্স নারিদের জন্য হলে ভাল হয় ফরেক্স নারিরা বেশি সফল হতে পারে কারন ফরেক্স মার্কেট ঘরে বশে করা ব্যবসা এই ব্যবসা ভাইরে করা যায় না তাই নারিরা সবসময় ঘরে থাকে তারা অন্য কোন কাজ করতে পারেনা ভাইরে তাই নারিরা যদি ফরেক্স করে তারা সফল হবেই।
-
ফরেক্স বাংলাদেশের নারীদের জন্য অনেক সহায়ক ভুমিকা পালন করে . নারীদের বাইরে কাজ করার সুবিধা নেয় তাই তারা কোন কাজ করিতে পারে না। কিন্তুু ফরেক্স নিজের ঘরে বসে নিজের সময় মত করে নিজে সাবলম্বী হতে পারবে।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ছেলে মেয়ে সবাই ট্রেড করতে পারে। মেদের জন্য ফরেক্স খুব ভাল কাজ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ইচ্ছা করলে সবাই অন্সগ্রহন করতে পারে আর নারীদের জন্য ফরেক্স মার্কেট অনেকটাই সহায়ক কারণ কোন নারী যদি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করতে [পারে তাহলে সে এখান থেকে অনেক তাক্লা আয় করতে সক্ষম হবে যা দিয়ে সে তার সকলখরচ বহন করতে সক্ষম হবে এছাড়া সে চাইলে তার পরিবারের অন্য কে ওঁ আর্থিক ভাবে সাহায্য করতে পারবে এর জন্য দরকার ফরেক্স মারেকেত সম্পর্কে একটু ভালো জ্ঞান