-
সেখানে এ্যাকাউন্ট জিরো করার বিষয়টি মেনে নেওয়াতো সম্ভবই নয়। আমার মনে হয় কারো পক্ষেই সম্ভব নয়। অন্যদিকে কিছু কিছু ব্যাক্তি আছে যাদের লোভের মাত্রাটা অতিরিক্ত বেশি এবং বেশি প্রফিট করার জন্য মানি ম্যানেজমেন্ট না মেনে বেশি লট নিয়ে ট্রেড করে থাকেন তাদের ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ব্যালেন্স শূন্য হয়ে গেলে শর্ত অনুযায়ী তা পরিশোধ করে। এই কষ্টটা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে যে এই অভিজ্ঞতা অর্জন করেছে। আর আমার কথা আমি কি বলব এখন পর্যন্ত দুইবার এই অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে ।তবে তারপরও হাল ছেড়ে দেয়নি চেষ্টা করছি কি কারনে ব্যালেন্স জিরো হলো সে গুলোকে খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে আরও দক্ষ করে তোলার। তবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তার আলোকে বলা যায় যে শুধুমাত্র তাড়াহুড়া করে ট্রেড ওপেন করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্যই এত বড় লসের সম্মুখীন হয়েছি।
-
ব্যালেন্স জিরো করার ক্ষেত্রে আমি সেন্সুরি করতে না পারলেও হাফ সেন্সুরি করে ফেলেছি কতবার যে একটি মাত্র কারনে ব্যালেন্স শুন্য করেছি তার হিসাব নেই। আর মুলে একটি মাত্র কারন ছিল সেটি হল বেশি লোভে বেশি প্রফিট করার জন্য বড় লটে ট্রেড করা যতবার রিস্ক নিয়েছি ততবার ঠকেছি। তাই এখন আর বড় লট নয় বরং সব চেয়ে ছোট লট ০.০১ সেন্ট এর বেশি লটে ট্রেড না করার চেষ্টা করি এখন ভালই প্রফিট করতে পারছি আর গেল মাসে একবার উত্তোলন করলাম আবার এ মাসেও উত্তোলন করলাম। ডলারের পরিমান কম হলেও কিছু টাকা হাতে পেয়েছি কিন্তু অন্য মাসে তো বেশি প্রফিট করতে গিলে কোন টাকাই হাতে পেতাম না।আর সব থেকে কষ্টকর বিষয়টা তখন পরিলক্ষিত হয় যখন ধীরে ধীরে ওপেন করার ট্রেডগুলো অটোমেটিকভাবে ক্লোজ হতে থাকে এবং ব্যালেন্স জিরো হতে থাকে কারণ ওই সময় দেখা আর আফসোস করা ছাড়া কোন কিছুই করার থাকেনা। তাই সবার উদ্দেশ্যে বলব খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করুন এবং অল্প লাভে সন্তুষ্ট থাকুন যাতে করে কখনো ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয়।
-
অ্যাকাউন্ট জিরো হবার বাস্তব অভিজ্ঞতা অনেক আছে আমার । কষ্টের কথা ভাই গত মাসে আমার তিল তিল করে ফোরাম পোস্টিং এর জমানো মূলধন জিরো হয়ে গেছে । আসলে কারো অ্যাকাউন্ট মার্জিন কল পেলে যে কতটা কষ্ট হয় সেটা যার হয় সেই বোঝে । আমার ক্ষেত্রে অ্যাকাউন্ট জিরো হাবার পরে গত মাসে পোষ্ট করতে আর ইচ্ছেই করে নাই । তাই এই মাস থেকে আবার পুরানো উদ্দামে পোষ্ট করতে থাকব এবং মূলধন ৫০০ ডলার করে ট্রেড করব ।ব্যালেন্স জিরো করার অভিজ্ঞতাটা কিরকম সেটা আমার মনে হয় কাউকে দুই চার দশ লাইন লিখে বোঝানো সম্ভব না। এই কষ্টটা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে যে এই অভিজ্ঞতা অর্জন করেছে। আর আমার কথা আমি কি বলব এখন পর্যন্ত দুইবার এই অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে ।তবে তারপরও হাল ছেড়ে দেয়নি চেষ্টা করছি কি কারনে ব্যালেন্স জিরো হলো সে গুলোকে খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে আরও দক্ষ করে তোলার।