-
ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যেখানে ঝুকি ছাড়া কোনো কিছু আশা করা যায় না।যে ব্যবসাই হোক না কেনো রিস্ক নিতেই হবে রিস্ক না নিলে লাভ হবে না ।কেউ যদি মনে করে যে রিস্ক নেব না তাহলে সে কিছুতেই সামনে আগাতে পারবেনা ।তাই বলে বেশী লাভের আশা করে রিস্ক বেশী নিলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই সব সময় খেয়াল রাখতে হবে আমার কি পরিমান সামর্থ সেই অনুসারে রিস্ক নিত হবে অধিক লাভের আশা করে বেশী রিস্ক নেয়া ভালো না ।
-
পৃথিবীর সব ব্যবসায়ই রিক্স আছে। রিক্স ছাড়া কোন ব্যবসা হয় না। কোন ব্যবসায় কম রিক্স আবার কোন ব্যবসায় রিক্স এর পরিমান বেশি। ঠিক অনুরূপ ভাবেই ফরেক্স ব্যবসায় রিক্সের পরিমান একটু বেশি। কিন্তু আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনার রিক্স এর পরিমান কমে যাবে।
-
আমার জানা সব থেকে রিক্সি ব্যবসা হল ফরেক্স | ফরেক্স মাকেট থেকে সহজে আয় করা যায় আবার সহজে লস করা সম্ভব | ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে আমি মনে করি রিক্সি নিতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
আমি মএন করি ব্যবসা করতে হলে আপনাকে রিক্স নিতে হবে তবেই আপনি ওখান থেকে আয় করতে পারবেন | আপনি যদি ফরেক্স করেন তবে আপনাকে রিক্স নিয়ে ফরেএক্স করতে হবে তারপর আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আমি মনে করি রিক্স ছারা কোণ ব্যবসা হয় না |
-
জীবনে যদি কিছু করতে চান তাহলে রিস্ক নিতে হবে। আর যদি রিস্ক না নেন তাহলে কিছু অর্জন হবে না। ফরেক্স এ আপনার একাউন্ট ব্যালেন্স অনুযায়ী রিস্ক নিতে হবে। আপনি সহজভাবে ১০০ ডলার এর একাউন্ট এ ১ সেন্ট করে ট্রেড নিতে পারেন। আস্তে আস্তে আপনি লট সাইজ বারাতেও পারেন।
-
ফরেক্সে রিক্স থাকবেই । কেননা ফরেক্স একটা রিক্স ব্যাসড ব্যবসা । এখানে কেউ যদি উন্নতি করতে চায় তবে অবশ্যই তাকে অনেক বেশি পরিমাণে রিক্স নিয়ে কাজ করতে হবে । ফরেক্সে কেউ এমনিতেই সফল হতে পারে ন । আপনি যদি ফরেক্সকে একটা জার্নি মনে করেন তবে এটা মনে রাখতে হবে যে এটার বাঁকে বাঁকে যে বাঁধা সেটাকে অতিক্রম করেই আপনাকে সফল হতে হবে ।
-
যে কোন ব্যবসায় লাভ লস হতে পারে, ফরেক্স মার্কেটও তেমনি একটা লাভ লসের জায়গা।এখানে লাভ হলেও অনেক বেশি হতে পারে আবার লস হলেও অনেক বেশি হতে পারে।আমি মনে করি আপনি যদি আপনার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার অালোকে ফরেক্সে ট্রেড করেন তা হলে সেই রিক্স বা ঝুকি অনেকাংশেই কুমিয়ে আনা সম্ভাব।আয় এছাড়াও মনে রাখতে হবে যে রিস্ক যত বেশি লাভও তত বেশি ,তবে লসও বেশি হতে পারে।
-
সকল কাজেই রিস্ক আছে। রিস্ক না নিলে কোন কাজে সফল হওয়া যায় না। ফরেক্স মার্কেট আমি মনে করি রিস্কের ব্যবসা। যদি কেউ ফরেক্সে ভাল করে অভিজ্ঞতা না নিয়ে ট্রেড করে তার জন্য রিস্ক। আর যদি কোন ব্যক্তি যথেষ্ঠ সময় আর দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে ফরেক্সে ট্রেড শুরু করে তার জন্য রিস্ক না। তাই বুঝেশুনে কাজ করলে রিস্ক ফ্রী ব্যবসা করা সম্ভব।
-
ফরেক্সে রিক্স নেয় সাধারণত নতুন ট্রেডার যার ফরেক্সে অতিরিক্ত লাভের আশাই এই কাজ করে ।তারা বুঝতে চাই না যে সব কাজে অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে জীবনে উন্নতি করা যায় না । তাই ফরেক্সে অল্প রিক্স নিয়ে কাজ করুন অনেক টাকা আয় করতে পারবেন ।
-
ফরেক্স এটা একটা বিজনেস। এখানে লাভ লস থাকবেই। তবে আপনাকে সাবধান থাকতে হবে, ভাল দক্ষতা অর্জন করে ফরেক্স এ নামতে হবে। তবে হ্যা, বিজনেস এ রিস্ক তো থাকবেই। আর লস হলে এটা রিকভার করার জন্য কি করা লাগবে তাও আপনার জানা থাকবে যদি আপনি ফরেক্স এ অভিজ্ঞ হোন। ধন্যবাদ।