-
মার্কেট সবসময়ই গতিশীল থাকে। মার্কেট বুঝে ট্রেড করা উচিত। মার্কেট কখন কোন দিকে যায় সেটা কেউ বলতে পারে না। দিন রাত বিশ্লেষণ না করে ভালো ভাবে মার্কেট এনালাইসিস করে যদি ট্রেড করেন তাহলে ফরেক্স ব্যবসা থেকে ভালো টাকা আয় করতে পারা যায়। তাছাড়া ফরেক্স একটি আন্তর্জাতিক গতিশীল মুদ্রাবাজার।
-
দিন রাত ২৪ ঘন্টাই ট্রেড করা যায় এটা আপনার সময়ের উপর র্নিভর করে , কেউ রাতে ট্রেড করে আবার কেউ দিনে ট্রেড করে , তবে র্মাকেটের আবস্থা বুঝে ট্রেড করতে হবে । এ জন্য অপনাকে সব সময় র্মাকেটের খোজ খবর রাখতে হবে এবং ট্রেড করার আগে সঠিক ভাবে র্মাকেট এনালাইসিস করতে হবে ।
-
আমার মতে ফরেক্স ট্রেডিং সব সময় করা যাই। মানুষ তার কাজের পাশপাশি ফরেক্স ট্রেডিং করে থাকে। মার্কেট প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়ে থাকে তাই ফরেক্স ট্রেডিং দিনে রাতে যার যখন সুবিধা সে তখন করতে পারে।
-
ফরেক্স করার জন্য নির্দিষ্ট কোন সময় এর প্রয়োজন হয় না ।ফরেক্স মার্কেট সপ্তাহে ৭ দিন এর মধে ৫ দিন খুলা থাকে ,তাই আপনি ঐ ৫ দিন এর মদ্ধে যে কোন দিন ও সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।তবে ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স সম্মন্ধে ভালভাবে জানতে হবে তার পর ফরেক্স ট্রেড করবেন।
-
ফরেক্স মার্কেট খুলা থাকে সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টা, আমার মতে ফরেক্স মার্কেট এর ট্রেড করার ভাল সময় হল ১৮০০ ঘটিকা হইতে ২৩০০ ঘটিকা প্রযন্ত এই সময়ে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে,আমিও এই সময় ট্রেড করে থাকি।
-
রাত না দিন এ ধরনের নিরদিস্ত সময় নেই।এর জন্য এক এক জন এক এক সময় বেচে নেয়ায়।
-
আমি সাধারনত দুপুর এর পর থেকে রাত ১০ পর্যন্তও মার্কেট অনুশরন করে থাকি, তবে আমি আশল কাজটি করে থাকেই মার্কেট যেদিন বন্ধ থাকে। তখন আমি ফরকাস্ত নিউজ গুলর দিকে খেয়াল রাখি এবং বেছে তাহকি আমি কোন কোন পেয়ার এ ত্রেদ করব আর সেই পেয়ার এর কোন প্যেন্ত থেকে বাই আর সেল করব তা মার্ক করে রাখি।
-
ফরেক্সে কন দিন বা রাত নেই। যে কন সময় ফরেক্সে ট্রেড সপ্তাহে ৫ দিন করা যায়। তবে ফরেক্স করার আগে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল ভাবে এনালাইসিস করে নিতে হবে
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টার জন্য খলা থাকে তাই ফরেক্স মার্কেট রাতেও করা জায় আবার দিনেও করা জায় তাই যখন ভাল একটি মুহুরত দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় তাই ফরেক্স মার্কেটে যেহেতু ২৪ ঘন্টা তাই ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টার মধে যেকোনো সময় ট্রেড করা জেতে পারে তবে আমাদের দেশের জন্য ভাল সময় দিনের বেলায় ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় ভাল ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। আর দুই দিন বন্ধ থাকে। আপনি আপনার সময় মতো ট্রেড করে নিতে পারেন। দিনে বা রাতে ট্রেড করতে হবে এটার কোন নিয়ম নেই। আপনার আপনার যেভাবে ভালো লাগে বা সময় পান তখন ট্রেড ওপেন করতে পারেন।