-
ফরেক্স মার্কেট এমন একটা বেবসা যেখানে খুব ধৈয্য্ ধরে ট্রেড করতে হয়,আসলে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেড।ররা লস করে শুধু মাত্র একটাই কারন সেটা হচ্ছে তারা তাদের লোভ টাকে কন্ট্রোল করতে পারেনা যার কারনে তারা ফরেক্স মার্কেটে লস করে তাকে ,আর একটা কারন হচ্ছে তারা ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ত রুলস মেনে চলে না যার কারনে তারা সহজে মার্কেট আউট হয়ে যাই।
-
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। অতিরিক্ত লাভের আশায় লস করে। ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে আয় করা যায়।
-
ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডার লস করে দেখগা জায় সবাই জানে তবুও ফরেক্স মার্কেট অনেক জনপ্রিয় একটি মার্কেট বা ব্যবসা কারন ফরেক্স মার্কেটে এই ৯৫% ফরেক্স ট্রেডার হোল নতুন জারা এই মার্কেটে আসে তারা লস করে এই জন্য লসের পরিমান খুভ বেশি তবে ফরেক্স মার্কেটে পরবর্তীতে কিন্তু এই লসের ফরেক্স ট্রেডার আবার প্রফিট করে ।
-
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা ঠিক না । ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। বিগেনাররা লস করে তাদের অজ্ঞতার কারনে। অথবা অতিরিক্ত লাভের আশায় লস করে। ফরেক্স এত জনপ্রিয়তার কারন ফরেক্সের মাধ্যমে সহজে আয় করা যায়।
-
আমি আপনার এই বক্তব্যের সাথে একমত নই এবং আমার মনে হয় আপনার তথ্যে ভূল রয়েছে কারন ৯৫% ট্রেডার ফরেক্সে লস করে এটি কোন ভাবেই বিশ্বাসযোগ্য নয় এটি ঠিক যে এমন অনেকেই রয়েছে যারা ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়াই এখানে ট্রেড করতে আসে এবং লস করে থাকে তাই বলে কি তাদেরকে বা সেই সকল বেক্তিদেরকে ট্রেডার বলা চলে।
-
হা ফরেক্স মার্কেট অনেক জনপ্রিয় হয়্র উটেছে। কিন্ত আসলেই অনেক্কে ফরেক্স মার্কেটে অনেকব্লস করে থাকে আর সেই লস্টা কেন হয় তা যিদি আপনি বের করতে প্রেন তবেই আপনি ফরেক্স রিয়াল ট্রেডার বকে আমি মনে করি। এটা জনপ্রিয় এই জন্য যে এটায় লাভ করা খুব সহজ মনে করে সবাই।
-
ফরেক্স মার্কেট অবস্যই একটি জন প্রিয় মার্কেট এখানে মানুষ আসে রাতারাতি অনেক টাকা কামাতে কিন্তু এখোনে এসে তারা বেশির ভাগই লস করে এসব লসের পরেও এই মার্কেট জনপ্রিয় কারণ এই মার্কেটে এসে সবাই বুঝতে পারে যে নিয়ম মেনে কাজ করলে এই ফরেক্স মার্কেটই দিতে পারে অনেক অর্খ।
-
আমি মনে করি অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর। এ মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লারনিং সবচেয়ে ভাল। এবং যদি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি। তাই আমার মতে এখানে কাজ করার আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্র এমন একটি ব্যবসা যেখানে না বুঝে এক বিন্দু আশা করা যায় না । তাই এ ব্যবসা করতে হলে প্রথমে ফরেক্র এর এ টু জেড বিস্তারিত জানতে হবে । নতুনরা না জেনে ট্রেড করে যার ফলে তারা লসের শিখার হয় । কিন্তু বুঝে ট্রেড করলে সফলতা পাওয়া যায়।
-
ঘরে বসে টাকা আয় করার সবছেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফরেক্স। ঘরে বসে বা যেখানে সে খানে বসে ফরেক্স করা যায়। যারা ফরেক্স বুঝে না তারা লস খেলে জরে পড়ে কিন্তু যারা সফল ট্রেডার তারা লস খেলে ও ফরেক্স করে
কারণ এটা স্মাট বিজনেস।