-
ফরেক্স ফোরাম এর পোস্ট বাতিল করার কিছু নিয়ম আছে। এই নিয়ম ভঙ্গ করলে পোস্ট বাতিল করার সম্ভাবনা থাকে। তার মধ্যে প্রধান কিছু নিয়ম হলঃ একটা পোস্ট কম করে হলেউ ৪টি বাক্যে হতে হবে। দুই লাইন হলে সেই পোস্টটি গ্রহন যোগ্য বেশি হয়। প্রশ্নের উত্তর গ্রহনযোগ্য দিতে হবে। অপ্রাসংগিক কিছু লেখা যাবে না।
-
পোস্ট বাতিল হবার বিভিন্ন কারন থাকতে। যেমন আপনার পোস্টি যদি দুই লাইনের কম হয় অতিরিক্ত বানান ভুল হয়।তাহলে আপনাত পোস্টি কর্তৃপক্ষ ইচ্ছে করলে আপনার পোস্টি বাতিল করার ক্ষ্মতা রাখে। তাই আমি বলব যে পোস্ট দেওয়ার সময় ফোরামের নিয়ম কানুন ভাল করে পড়ে নিতে হবে।
-
সব কিছুর ই সুনির্দিষ্ট কিছু নয়ম কানুন আছে।ওই নিয়ম ফলো না করলে সাময়িক কিছু ব্যবস্থা গ্রহন করা হয়।এখানে ও সেই রকম যদি কেও টপিকের বাইরে কিছু লেখে অথবা বেশি ছোট করে কোন পোস্ট দেয়, তবে সে ক্ষেত্রে পোস্ট ডিলিট করা হতে পারে।
-
পোস্ট যদি টপিক অনুসারে না হয় আবার কপি - পেস্ট করলেও পোস্ট বাতিল হবার সম্ভাবনা থাকে ।আপনি চাইলে ফরামের রুল দেখতে পারেন ।সেখানে বিস্তারিত দেওয়া আছে ।
-
আমি মনে করি প্রতিটি জিনিসের ই কত গুলু নিয়ম কানুন থাকে। ফরেক্স ফোরামটাও তা থেকে বাহিরে নয়। এই ফোরামের যাবতীয় রুলস এ আলচনা করা হয়েছে। তবে আপনার পোস্ট যদি সটিক না হয়ে উলট পালট হয় এবং তা আনসার বহিরবুত তবে তা বাতিল হওয়ার সম্ভবনা থাকে । আপনি যদি বার বার আপনার উত্তর খুবি ছুট আকারে দিতে থাকেন তবে ও তা বাতিল হতে পারে। তাই আমাদের সবারি এই বিষয়ে সজাগ হতে হবে।
-
পোস্ট বাতিল করার অনেক গুলো কারন আছে।।। ফোরামে পোস্ট করার কিছু নিয়ম কানুন আছে।। এগুলো না মানলে সুধু পোস্ট কেন আপনার একাউন্ট ও ব্যান্ড হতে পারে।।। কারন গুলো হল।।।
১। প্রতিদিন ২০-২৫ টির বেশি পোস্ট করা।।
২। অন্য কারু পোস্ট কপি করা।।
৩। অতি দ্রুত পোস্ট করা।
৪। ১০ মিনিট এ ৫ টির বেশি পোস্ট করা।।
৫। অন্যর পোস্ট এর সাথে আপনার পোস্ট মিলে যাওয়া।।।
-
ফোরামের কিছু নিয়ম কানুন আছে যা আপনাকে ভাল ভাবে বুঝতে হবে তারপ্র পোষ্ট ক্রতে হবে। তাছাড়া আপনি যদি টপিক্স রিলেটেড ম্নতব্য না লিখেন ,যদি লেখা সরট ক্রেন ,নিয়ম কানুন ফ্লো না ক্রেন তাহ্লে আপনার পোষ্ট্টি বাতিল ক্রে দিতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন তাই সঠিকভাবে বলতেপারব না।কিন্তু আমার মনে হয় ফোরামে টপিকস সারা পোস্ট করলে, offensive কথা বললে এবং ফোরামের নিয়ম গুলো মেনে না চলার কারনে পোস্ট বাতিল করা হয়।
-
পোষ্টিং বাতিল হওয়ার একমাত্র উদ্দেশ্য হল যা লিখতে বলছে সে না লিখে অন্য কিছুু লিখলে বা মান সম্মত উত্তর না পেলে অবশ্যই পোষ্টিং বাতির হয়ে যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ভেবে চিন্তে তারপর এই ব্যবসা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
আপনি যদি বার বার আপনার উত্তর খুবি ছুট আকারে দিতে থাকেন তবে ও তা বাতিল হতে পারে। তাই আমাদের সবারি এই বিষয়ে সজাগ হতে হবে।