-
ফরেক্স একক কোনো ব্যাক্তির নিয়ন্ত্রনাধীন নয় এটা বিশ্ব ইকোনমি যেভাবে কাজ করে আপনি তার গতি বুযে ট্রেড করতে হবে আবার সবগুলো ট্রেড যে আপনার সফল হবে তা কিন্তুু না এতে আপনার লসও হবে। তাই আমি মনে করি টার্গেটে নয় বরং আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে আপনার টার্গেটের চেয়ে বেশিও করতে সক্ষম হবেন।
-
ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে গেলে হবে না তার সাথে প্রতিমাসে কি পরিমান ডিপোজিট করলাম তার ১০% টার্গেট রাখবেন, এই টার্গেট বছর শেষে অনেক দূরে নিয়ে যাবে,তাই ফরেক্স মার্কেট এ দক্ষ ট্রেডারা টার্গেট নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে অনেক প্রফিট করে।
-
আমার যখন অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল তখন আমার টার্গেট ছিল প্রতি মাসে আমার বেশি প্রোয়জন নাই মাত্র পঞ্চাশ ডলার কারন আমি মনে করি বেশি আশা করে লাভ নেই তাই কম আশা করতাম তাও যেকোন ভাবে নিয়তির বিদ্বান আমার অ্যাকাউন্ট জিরো হয় তারপরে আমি স্বর্বশান্ত হয়ে কিছুদিন মানবেতর জীবন যাপন করি এখন আবার শুরু করছি দেখাযাক কি হয়।
-
আমি তো মাত্র সবে পা রাখলাম আমার টার্গেট বেশি না। আমি একন একজন ছাত্র পরা লিখা আমার একন শেষ হয় নাই। আমিএটা থেকে বেসি লাভের আশা করি না । অনেক কিছু জানার বাকি আছে । আমাকে আগে টা জানতে হবে তারপর টার্গেট নিরধারন করব। আপাতত আমার টার্গেট ৩০-৪০ ডলার। আমার জানার সঙ্গে সঙ্গে টার্গেট এর পরিমান টা বেরে যাবে । অনেক দূর জাওার ইচ্ছা আছে দেখি কত দূর জেতে পারি। ধন্যবাদ সবাই কে।
-
ফরেক্স মার্কেট থেকে এই মাসে আমার ইঙ্কামের টার্গেট হোল ফরেক্স মার্কেট থেকে এই মাসে আমি ট্রেড করে ২০ হাজার টাকা আয় করতে চাই এই টার্গেট নিয়ে আমি ফরেক্স মার্কেটে এই মাসে আমি ট্রেদ করছি তাই আমার ২০ হাজার টাকা প্রফিট করতে পারলে এই মাশে আমি খুভ খুশি ।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে কত ইনকাম করা যাবে বলাটা খুবই কটিন। তবে সবারই একটা তার্গেট থাকে যে কে কত করবে। আমি আগামি মাসে ১০০ ডলার ইনভেস্ট করে প্রতি মাসে আসা করছি ৬০ ডলার প্রফিট করা। যদিও কাজটা অনেক কঠিন।
-
আমি ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে ইঙ্কাম করে থাকি তবে এই মাসে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য একটি টার্গেট নিয়ে ফরক্স মার্কেটে নেমেছি জাতে করে আমি এই মাসে ফরেক্স মার্কেট থেকে এই মাসে আমি ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারি এই টার্গেট নিয়ে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করছি।
-
এই মাসে আমি ফরেক্সে খুব কমই ট্রেড করেছি তার পরও আমি এই মাসে ফরেক্স থেকে ৬০ ডলার প্রফিট করতে পেরেছি আমি যে অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করি সেই অ্যাকাউন্টের মোট ব্যালেন্স হল ১০০ ডলার। আমি ফরেক্সে সব সময় লং টাইমফ্রেমে ট্রেড করে থাকি এবং ঝুকি মুক্ত ভাবে ফরেক্সে ট্রেড করতে অনেক বেমি ভালবাসি।
-
এই মাসে ফরেক্স থেকে আপনার ইনকাম টার্গেট কত? এই মাসে ফরেক্স থেকে আমার ইনকাম টার্গেট মাত্র ১৫ ডলার।
আমি বেশি লাভ করার আশা খুব কুমই করি। আর আপনারা? আমি লস করার আসাও কুম করি।
-
এই মাসে ফরেক্স ব্যবসা দিয়ে আমি কমপক্ষে ১০০০ ডলার আয় করতে চাই । কিন্তু কতটুকু সফলতা অর্জন করতে পারি আল্লাহপাকেই ভালো জানে । কিস্তু আমার চেষ্টা আমি করব বাকি আল্লাহর ইচ্ছা ।