-
এই ফোরাম এর এমন কোনো নিয়ম নেই, যে আপনি দিনে কয়টা পোস্ট করবেন, সুতরাং আপনার তেমন কোনো চিন্তা নেই, আপনি দিনে অনেকগুলো পোস্ট করতে পারেন, কিন্তুয়ামি কখনো একদিনে ১০০ এর বেশি পোস্ট করার চেষ্টা করি নি, তবে নিয়ম মেনে পোস্ট করলে বাংলায় পোস্ট করলে এবং এক পোস্ট এ বারবার না করলে, কপি পেস্ট না করলে আপনি একদিনে অনেক পোস্ট করতে পারেন.
-
ফরেক্স মার্কেটে সর্বোচ্চ আপনি প্রতিমাসে ২৫০ ডলারের মত পোস্ট করতে পারবেন আপনি এর বেশি পোস্ট করলেও আপনি অতিরিক্তভকোন বোনাস পাবেন না। তাই আমি মনে করি আপনি যদি এই পরিমান করতে পারেন তবে এটতেই যতেস্ট বলে মনে করি। আপিনারা কি বলেন।
-
ফোরামে দিনে কত গুলো পোস্্ট করা যায় সে সম্পর্কে আমার কোন ধটরনা নেই। অামি ফোরামে নতুন কাজ করছি। ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞাতা অর্জন করতে হলে ফোরামে কাহ করতে হবে ফরেক্স সম্পর্কে জানা যাবে না হয় আমরা ফনেক কিছু জানার বাইরে থাকব।
-
দিনে সর্বচ্চো ৩০-৪০ তা পোস্ট করাই বোধহয় ভালো.এর বেশি করলে একাউন্ট বেন্ন্দ হয়ে যাবার সম্ভাবনা থাকে.অধিক পোস্ট অ আপনার ভুল হবার সম্ভাবনা ও বেড়ে যায় যার ফলে আপনার একাউন্ট বাতিল হতে পারে.তাই দিনে ৩০-৪০ পোস্ট করাই আপনার একাউন্ট এর জন্য ভালো বলে প্রমানিত হতে পারে.এই বেপারে আরো জানার আপনি নিয়ম-কানুন পড়তে পারেন.
-
আসলে পোস্ট মানসম্মত দিলে অনেক দেওয়া যায় । তবে যখন তাদের নীতির ও নিয়মের বাইরে পোস্ট করা হবে ঠিক তখনই তারা আপনাকে বোনাস শিকারী হিসেবে আখ্যায়িত করতে পারে । তবে এ বিষয়ে আরো সুস্পষ্ট ধারণা লাভের জন্য ফোরামের নিয়ম কানুন ভালভাবে মেনে চলতে হবে । অার যেহেতু একমাসে 250 ডলার নেওয়া যায় সেহেতু সে হিসেব করেই দেওয়াই উত্তম ।
-
ফরেক্স ফোরামে ১ দিনে ৪০টি পোস্ট কার যায়। তবে পোষ্ট গুল অবশ্যই যুক্তিসঙ্গত ও মানসম্মত হওয়া দরকার। ফরেক্স ফোরামে পোষ্ট করা হয় মতামত প্রকাশ করার জন্য এবং পোস্টিং বোনাস পাবার জন্য। তাই সকল পোষ্ট করার পূর্বে বুঝে করা উচিত তা না হলে আপনার আইডি বাতিল হতে পারে। এছাড়াও অন্যান্য তথ্যের জন্য পোস্টের নিয়মাবলি দেখতে পারেন।
-
ফোরামের রুলস অনুযায়ী আপনি মাসে ২৫০ ডলার বোনাস পাবেন।। তারমানে ২৫০*৫= ১২৫০ টা পোস্ট আপনি করতে পারবেন।। সে হিসেবে দিনে কত পোস্ট করবেন তার কোন লিমিটেশন নায়। তবে ৩৫ - ৪০ হলে ভালো হয়।। আর খেয়াল রাখবেন পোস্ট গুলো যাতে ফোরামের রুলস এর বাহিরে না যায়।। সেক্ষেত্রে আপনার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে।।
-
ফরেক্স ফোরামে একদিনে পোস্ট করার কোন নিদ্দিষ্ট সীমা সঠিক কত তা আমার জানা নেই তবে যেহেতু একমাসে সর্বোচ্ছ ২৫০ ডলার বোনাস হিসাবে নেওয়া যায়। কিন্তু শুদু যদি আমরা বোনাসের জন্য পোস্ট করি , ফোরাম থেকে কিছু শিখার চেষ্টা করি না তবে তা আমাদের জন্য অন্য রকমকিছু হতে পারে।
-
আমি প্রথমে না জেনে বেশি পোস্ট দিতাম। বর্তমানে আমি 15 থেকে 20 টির বেশি পোস্ট দেই না। কেননা বর্তমানে আমার সময়ের ও বেশ অভাব পড়ে গেছে। নিজের কর্মস্থল থেকে কাজ শেষ করতেই অনেক সময় পাড় হয়ে যায়। এর পরে সময় নিয়ে যা পারি তাই পোস্ট করি।
-
একদিনে আয় করার জন্য যত পোস্ট দরকার তা করতে পারেন যেমন ৪১ টি মত পোস্ট দিনে করতে পারেন । আমার জানা মতে ফোরাম থেকে আমরা প্রতি মাসে ২৫০ ডলার বোনাস পেতে পারি।