-
এটা একটা বিশ্ব বিস্তৃত আন্তর্জাতিক মার্কেট । এখানে শুধু বাই সেল করতে পারলে হয় না । এখানে মার্কেট এনালাইসি মার্কেট স্টাডি এবং আনুষাঙ্গিক অনেক কাজরে জন্য নূন্যতম পড়ালেখা অবশ্যই প্রয়োজন । আমি মনে করি বাংলাদেশি লেভেলের এস.এস.সি এবং সবচেয়ে ভালো হয় এইস .এসসি . এর পরে শুুরু করতে পারলে । কারণ তখন সবাই অনেকটা ম্যাচিউর হওয়ার পাশাপাশি অনেক বেশি প্রফেশনাল হওয়ার মেনোভাব থাকে । যা হোক পড়ালেখা অবশ্যই প্রয়োজন আছে ফরেক্স মার্কেট এর জন্য
-
ফরেক্স করার জন্য সেই রকম কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। ফরেক্স করতে হলে শুধু একটু ভাল মানের মেধা আর লেগে থাকলেই চলে। ফরেক্স করার জন্য দরকার আগে নিজের মেধা শক্তি কে যার মেধা যত ভাল সে ফরেক্সে তত বেশি উন্নতি করতে পারবে। নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে ধৈয্য সুহকারে লেগে থাকলে ফরেক্স তার কাছে আপনা আপনিই ধরা দিবে।
-
ফরেক্স করতে গ্লে কোন শিক্ষা গত জজ্ঞতা লাগে না তাই ফরেক্স করায় এমন কোন নিওম নাই যে সিক্ষা গত জজ্ঞতা লাগবে ফরেক্স মার্কেটে সকল শেরেনির মানুস ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারে তাই ফরেক্স করতে গেলে ভাল করতে গেলে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে শিক্ষা গতদিক ভাল থাকলে ফরেক্স করে সফল হয়া জায়।
-
অরেক্স করতে গেলে কোন শিক্ষাগত জজ্ঞতা লাগে না কারন ফরেক্স থেকে টাকা আয় করতে গেলে লাগে অভিজ্ঞতা অর্জন করা বা ফরেক্স মার্কেট থেকে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব হয় তাই ফরেক্স ট্রেড করে আয় করতে হলে দরকার ফরেক্স অভিজ্ঞতা অর্জন করা ।
-
ফরেক্স ট্রেডিং এর জন্য শিক্ষগত যোগ্যতার কোন বাধ্য বাধকতা নেই । আপনি যদি বেসিক ইংরেজী জানেন তাতেই যথেষ্ট । না জানলেও সমস্যা নেই । এখানে শিক্ষাগত যোগ্যতার চেয়ে বড় ব্যাপার ট্রেডিং পদ্ধতি । বাংলাতেও অনেক ভাল রিসোর্স রযেছ ফরেক্স শেখার ।
-
ফরেক্স করতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে তা না হলে ফরেক্স এর সকল বিষয় খুব ভালো করে বোঝা যাবে না তবে এটা তেমন কোন ব্যাপার নেই যে আপনকে অনেক বেশি শিক্ষিত হতে হবে আপনি ফরেক্স এর সকল বিষয় খুব ভাল;অ কত্রে বুজতে পারলে হবে আপনি এখান থেকে খুব সহজে সফলতা পাবেন
-
ফরেক্সের ব্যবসা করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না । ভালো দক্ষতা ও জ্গ্যান থাকলেই এটা করা সম্ভব । তবে ফরেক্স সম্পর্কে কিছু বই আছে সেগুলো ভালো ভাবে অধ্যয়ন করলে বিস্তারিত সব জানা যায়। যেহেতু অনলাইনের মাধ্যমে এই ব্যবসা করা হয়ে থাকে বলে সবাই এই ব্যবসা করতে পারে । আপনি যদি একজন দক্ষ ট্রেডার হতে চান তাহলে আপনাকে ফরেক্স এর যাবতীয় সব কিছু জানতে হবে অনেকে ফরেক্স সম্পর্কে অনেক পড়াশুনা করেছে এবং ভাল ভাবে দক্ষতা অর্জন করছে তার ফরেক্স ব্যবসায় আশাকরি ভাল ফলাফল পেয়েছে । আবার অনেকে কোন ট্রেনিং সেন্টার বা কোন বড় ভাই বন্ধু দের কাছ থেকে ফরেক্স শিখেছে তারা ও মোটামুটি ভাল কিছু করতে পেরেছে । তাই আমার মতে যে ভাবেই হোক না কেন ফরেকস সম্পর্কে ভাল অভিগ্গতা থাকলে ফরেক্স থেকে ভাল কিছু পাওয়া সম্ভব।
-
আমি অনেক জনের পোস্ট পড়লাম তবে ভাল লাগছে তারপরও আমি কিছু বলতে চাই ফরেক্স করতে শিক্ষা লাগেনা এই কথা কিন্তু আমি মানিনা।শুদু যে কম্পিউটার পরিচালনা বা ইন্টারনেট ব্যবহার করতে পারলে ফরেক্স করা যাবে তা নয় ,ফরেক্স করতে গেলে অবসস্যাই শিক্ষা প্রয়োজন আছে।একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অদ্দ শিক্ষিত ব্যক্তির মধ্যে কিন্তু অনেক পাথক্য আছে ,একজন শিক্ষিত ব্যক্তি চিন্তা বা বিচার ক্ষমতা যতটুকু কিন্তু অদ্দ শিক্ষিত ব্যক্তির সেই ক্ষমতা ততটুকু নেই।
-
ফরেক্স এমন একটি বিষয় যেখানে শুরুতে আপনার কন প্রকার পরালেকার দরকার হয় না । তাই আপনার যদি কম্পিউটার সম্পরকে কুন প্রকার ধারনা তাকে তাহলে আপনি এইটা করতে পারবেন ।
-
ফরেক্স করতে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষারর সার্টিফিকেট এর প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্ক যে কোন ব্যক্তি যার চুক্তি বোঝার ক্ষমতা আছে সেই ফরেক্স একাউন্ট খুলতে পারে। তবে ট্রেড করার জন্য ও লাভবান হওয়ার জন্য অবশ্যই ফরেক্স সংক্রান্ত পড়াশুনার প্রয়োজন আছে। না জেনে ফরেক্স করতে গেলে অনেক বাধা অতিক্রম করা সম্ভব হবে না। আর উদ্দেশ্য ও সফল হবে না।