আমার একাউন্টে লিভারেজ ১:৫০ আমার একাউন্ট ইসলামিক। আমাদের কে লিভারেজ নেওয়ার ক্ষেত্রে ভেবে চিন্তা করে নিতে হবে। আমাদের কেপিটাল কম বড় ট্রেড একাউন্ট জিরো হওয়ার সম্বভ না বেশি।
Printable View
আমার একাউন্টে লিভারেজ ১:৫০ আমার একাউন্ট ইসলামিক। আমাদের কে লিভারেজ নেওয়ার ক্ষেত্রে ভেবে চিন্তা করে নিতে হবে। আমাদের কেপিটাল কম বড় ট্রেড একাউন্ট জিরো হওয়ার সম্বভ না বেশি।
ফরেক্স ট্রেডিং এ আপনি যত বেশি পারেন লেভারেজ নিতে পারেন । তবে মনে রাখতে হবে লেভারেজ ব্যবহার করতে হবে খুব ভেবে চিন্তে। যখন একাউন্ট জিরো হবার পর্যায়ে চলে আসবে তখন লেভারেজ ব্যবহার করতে পারেন ।
আমরা জানি ঋণ ভিক্ষার চেয়ে কোন অংশে কম নয়। তাই যত কম লিভারেজে ট্রেড করা যায় ততই আমাদের জন্য ভাল। বেশি লিভারেজ নিলে অনেক বড় লটে ট্রেড করা যায়। এতে অনেক সময় ট্রেড আমাদের বিপরীতে গেলে ট্রেড থেকে ড্রপ আউট হওয়ার সম্ভাবনা খুব বেশি।
লিভারেজ এর সুবিধা টা কেমন.?লিভারেজ মানে কি ধরতে দেয়ার সুযোগ.? মানে আমার ব্যালেন্স অনুযায়ি কত ভলিউম বা লটে ট্রেড করতে পারব তাই কি.?অভিজ্ঞ ট্রেডারদের মতামত জানতে চাই
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা।এতে করে যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে এজন্য নিজের ইচ্ছা মত লিভারেজ ব্যবহার করা অনেক ভাল । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটে লিভারেজ বলতে বুঝায় :আপনি যে বোকারের প্লাটফ্রমে ট্রেড করবেন সেই বোকার আপনাকে কিছু পরিমান লোন প্রদান করে থাকে তাকে লিভারেজ বলা হয়।যাতে করে আপনি আপনার বিনোয়োগ কৃত মুলধনের তুলনায় বড় ট্রেড অপেন করতে পারেন।তবে আমার মতে নতুন অবস্হায় লিভারেজ ১:১ কম নেওয়াই ভাল।আমি বর্তমানে ১:৫ লিভারেজ নিয়ে থাকি।ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ব্রোকার প্রদত্ত লিভারেজ নিতে হয়।আমি ইন্সটাফরেক্সে ১:৫০ অনুপাতের লিভারেজ ব্যবহার করি।আমি মনে করি বেশি লিভারেজ না নিয়ে কম লিভারেজ নেওয়ায় ভালো।কেননা বেশি লিভারেজ নিলে বেশি বেশি ট্রেড ওপেন করা সম্ভব হয় বলে অভারট্রেডিংয়ের সম্ভবনা থাকে।তাই কম লিভারেজ নিয়ে কম ট্রেডে বেশি প্রফিটের চেষ্টা করতে হবে।
ফরেক্সে লিভারেজ নির্ভর করে এ্যাকাউন্ট ডলারের উপর । যার যত বেশী ডলার আছে সে তত বেশী লিভারেজ নিয়ে তারপর ট্রেড করতে পারবে । সুতরাং আমরা সব সময় এ্যাকাউন্টে ডলার বেশী রাখার চেষ্ট করব ।
ফরেক্স মার্কেটে আপনি কি পরিমান লিভারেজ নিবেন তা একান্তই আপনি আপনার উপর নির্বর করবে আপনি যদি বেশি ডিপোজিট করেন তবে আমি মনে করি আপনি কম লিভারেজ নিলেই অনেক ভাল হবে তবে আপনি যদি বেশি নিতে চান তবে আপনি বেশি নিতে পারেন বলে মনে করি।
অনেকেই মনে করে লিভারেজ কম নেয়া ভাল আবার অনেকেই মনে করি লিভারেজ বেশি নেয়া ভাল । আমার মতে আপনার ব্যালেন্স অনুসারে ২০০-৩০০ লিভারেজ নেয়াটাই ভাল । তবে সব সময় লিভারেজ ব্যবহার করে ট্রেড ওপেন না করা্টাই ভাল । যখন একাউন্ট যায় যায় অবস্থা তখন লিভারেজ ব্যবহার করতে পারেন ।