-
ফরেক্স এ লস যদিও খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবুও যদি আপনি খুব বেশি বেশি লস করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার এখনও শিখার কমতি রয়েছে। তাই তখন আপনাকে আরোও অনেক বেশি বেশি এনালাইসিস করতে হবে এবং ধৈর্য্য ধরে ফরেক্স কে বুঝার জন্য আবারও ডেমো তে ট্রেড করতে হবে।
-
আমরা জানি ফরেক্স হচ্ছে এক ধরনের স্মার্ট বিজনেস । আর এখানে লাভ লস থাকবে সেটা কিন্তু স্বাভাবিক। যেহেতু ফরেক্স এক প্রকার বিজনেস তাই এখানে অনেক সময় আমাদের লস হবে , এই স্বাভাবিক জিনিস টা মেনে নিতে হবে। এখানে আমরা সারা জীবন শুদু লাভ ই করে যাব তা নয়। তাই মাঝে মাঝে আমাদের যে লসের বেপারটা মুকাবেলা করতে হবে তা যেনে রাখা ভালো এবং লস না হওয়ার জন্য আমাদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।
-
ফরেক্স একটি ব্যাবসা আর ব্যাবসা লাভ লস । সুতারাং ফরেক্সে ও লাভ লস হতে পারে অ-স্ববাবিক কিছুই না । তাই ফরেক্সে লস হলে বিচলিত হওয়ার কিছুই নেই । বরং লসের শিক্ষা কাজে রাগিয়ে সামনে আগাতে হবে । তাহলে লাভের আশা করা যেতে পারে ।
-
ব্যবসা লাভ লস নিয়ে হয়ে থাকে,ফরেক্স একটি বিজিনেস এই খানেও লস হয়ে থাকে,আপনি চাইলে এই খান থেকে সব সময় প্রফিট করতে পারবেন না,কারণ ফরেক্স মার্কেট এর মুভমেন্ট কেউ বুঝতে পারেনা,তাই সব সময় লাভ এর চিন্তা করলে হবেনা,কিন্তু আপনি চাইলে আপনার লস এর পরিমাণ এই খান দিয়ে হ্রাস করতে পারবেন,যদি আপনি ভালো ভাবে ফরেক্স লার্ন করেন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস বা ব্যবসায়। যে কোন ব্যবসায়ে লাভ লস দুটোই থাকবে আর তাই আপনি লাভ টাকে যেভাবে নেন লাসটাকেও সেভাবে মেনে নিতে হবে। এছাড়া তো আর কিছু করার নাই তবে লস থেকে আপনি শিক্ষা নিতে পারেন আপনার কোন ভুলের কারনে লস হলো সেগুলো নোটিশে রাখতে পারেন সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কোন ভাবে লস হলে উত্তেজিত হয়ে কিছু করা যাবে না মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে কোন ভাবে আশা ছাড়া যাবে না অবশ্যই সফলতা পাবেন। ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেড লস লাভ দুটোর যে কনো একটি থাকবে। মার্কেট আপ ডাউন এর ওপর নির্ভর করে মুনাফা। আপনি মার্কেট এর পরিস্থিতি দেখে ট্রেড করবেন। লস বা লাভ নিয়ে মাথা বাথার কনো কারন নাই। লস হলেও আপনি একটু সময় নিয়ে ট্রেড করবেন আশা করি লস কম হবে। ব্যবসায় এগুলো মেনে নিতে হবে।
-
ব্যবসা মানেই লাভ লসের একটা সমষ্টি।ব্যবসাতে লাভ-লস থাকবেই।এর কোনটি না থাকলে তাকে ব্যবসা বলা যাবেনা।ফরেক্স যেহুতু একটা ব্যবসা সেহুতু এতে লাভ-লস থাকবেই।ফরেক্স এ লস করার অনেক কারণ রয়েছে।আপনি এইগুলো সম্পর্কে জানেন না বা জানতে চাননা অথবা আপনার ভিতর লোভ কাজ করে তাই ফরেক্স এ লস করেন।ফরেক্স এ লসের কারণের ভিতর প্রথম যেটা আসে সেটা হল ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতার অভাব।আপনি ভালো ভাবে ফরেক্স না শিখলে ফরেক্স করতে পারবেন।লোভে পড়ে আপনি ট্রেড করলে আপনার লস বেশি হবে।আবার একবার লস করলে সেই লস রিকভার করতে আরো বড় লটে ট্রেড করলে আপনার হয়ত ক্ষতিটা আরো বড় হবে।নিয়মিত নিউজ ফিড দেখে মার্কেট এনালাইসিস না করলে লস হবে এজন্য রেগুলার নিউজফীড দেখে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট এ লস করা সহজ আপনি একটু চেষ্টা করলেই এই ভুলগুলো শোধরাতে পারেন এবং ভাল লাভ করতে পারবেন।এজন্য আগে ফরেক্সের সকল নিয়ম কানুন শিখে আপনাকে ট্রেড এ অংশগ্রহণ করতে হবে।
-
ফরেক্সে লস
প্রতিটি ব্যবসা লাভ ও ক্ষতি এই দুই গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে গঠিত। ফরেক্স ট্রেডিং এ অনুরূপভাবে লাভ ও ক্ষতি দুটো অংশই বিদ্যমান।তবে প্রতিটি ট্রেডার কে অবশ্যই পর্যাপ্ত ট্রেডিং স্ট্রাটেজি ও বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা এবং বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে লস হওয়ার সম্ভাব্য দিকগুলো এনালাইসিস করে প্রফিট করার জন্য ধৈর্য সহকারে ট্রেড করতে হয়।কোন ট্রেডার যদি লস কে প্রতিহত করার জন্য পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন হয় তবে ফরেক্স ট্রেড করে সে সফলতা খুব সহজেই অর্জন করতে পারে। এজন্য আমাদের প্রত্যেকেরই প্রফিট ও লস সম্পর্কে যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
-
লাভ বা লস সব বিজনেসই থাকে। এটাই ব্যবসার মূল ধর্ম তবে দক্ষতা এবং অভিজ্ঞতা বেশী থাকলে লাভ বেশী হয় লসের পরিমাণ কমে।লস হলেও ঘুরে দাড়াতে হবে।হতাশ হলে চলবে না।নতুন উদ্দমে কাজ করে যেতে হবে।লাইফে কোন কাজ বা কোন কিছু পারবো না হবে না বলে কিছু নাই চেষ্টা ওপরিশ্রম অসম্ভবকে সম্ভব করতে পারে। লসের কারণ খুজেঁ বের করা এবং ভবিষ্যতে এরকম লস না হয় সেদিকে নজর রাখা এবং ব্যবস্থা গ্রহণ করা। ভালো করে ফরেক্স শিখে তারপর করে।চিন্তা করে ফরেক্স করা।মার্কেট এনালাইসিস করা ।লস কমাতে স্টপ টু লটিও ব্যবহার করতে পারেন আপনি।যার ফলে আপনার লস করার ঝুকি কমে যাবে।আরও বেশী করে ফরেক্স সম্পর্কে জানা ও শেখা।এবিষয়ে বেশী করে চর্চা করা।
-
ফরেক্স হলো লাভ লসের মার্কেট। এ মার্কেট থেকে যে সব সময় লাভ হবে এমন কথা নয়। এতে লাভ ও হতে পারে আবার লস ও হতে পারে।এতে ঘাবড়ানোর কিছু না। লস হবে লাভ হবে এটাই তো ফরেক্স মাকেট। আবার অতিরিক্ত লোভ করলে ফরেক্স মার্কেটে লস হবে।এ জন্য অতিরিক্ত লোভ করা যাবে না।