-
ফরেক্স মার্কেটে ইতিহাসের পুনরাবৃত্তি ঘতে এর কারণ হল ফরেক্স মার্কেট কখনো এক গতিতে চলে না এর মুভমেন্ট প্রতিনিয়ত ঘটে মার্কেটে যদি আমাদের বড়বড় মুভমেন্টগুলো নোট করে রাখতে পারি তাহলে আমাদের অনেক বিষয়গুলো চোখের সামনে থাকবে এসব দেখার জন্য আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে খেয়াল রাখতে হবে
-
আমরা জানি হ্যা ভাই আপনার ধারনা একেবারেই সঠিক। আপনি যা কিছু শুনেছেন সব সঠিক। কেননা মনে করেন আপনি টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে ট্রেড করেন সবসময়, তো ঘটনা হল যে আপনাকে এর জন্য আগে এনালাইসিস করতে হয়, সাপোর্ট রিজিসটেন্স দেখতে হয় তাই নয় কি? সুতরাং আপনি ট্রেড নেওয়ার জন্য কিংবা একটা পজিশন পাওয়ার জন্য খানিকটা অপেক্ষা করবেন যে মার্কেটটা যদি সাপোর্টে ঘুরে আসে তাহলে আমি একটা বাই ট্রেড নিব অথবা নিতে পারি, এটাকেই বলে ইতিহাসের পুনরাবৃত্তি যেটা কিনা এখানে মানে মার্কেটে বার বার হয়ে থাকে।
-
আমাদের পক্ষে আমাদের অতীতকে কিন্তু ভুলে থাকা কোন ক্রমে সম্ভব নয়। জীবনের প্রতিটি স্টেপে আমাদের অতীতকে সাথে নিয়েই চলতে হয়। ফরেক্স এর বেলায় ও তা অনুরুপ। এখানে আমরা ফরেক্স এর অতিত ইতিহাস ফেলে রেখে সামনে এগিয়ে যেতে পারব না। বিশেষত ফরেক্স মার্কেটিং এর বেলায় যখন আমরা ট্রেড করি। আমরা ট্রেড করার ক্ষেত্রে তার অতীত কে ফলো করতে হয় এবং তা থেকেই পরবর্তী সিদ্দান্ত নিতে হয়।
-
হ্যা, ফরেক্সে এটা খুবই সত্য কথা।গতিশীল এই মার্কেটের কিছু হিস্টরি বা ইতোহাস বিশ্লেষন করে আমরা ট্রেডিং করি।আজ বর্তমানে যে প্রাইসে মার্কেট রয়েছে কিছুদিন পর তা হিস্টরি বা ইতিহাস হয়ে থাকবে।আর অদূর ভবিষ্যতে এই প্রাইসে আবার মার্কেট আসবে।এভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার মাধ্যমে গতিশীল ফরেক্স মার্কেট চলতে থাকবে।
-
ফরেক্স মার্কেটে ইতিহাসের পুনরাবৃত্তি ঘতে এর কারণ হল ফরেক্স মার্কেট কখনো এক গতিতে চলে না এর মুভমেন্ট প্রতিনিয়ত ঘটে মার্কেটে যদি আমাদের বড়বড় মুভমেন্টগুলো নোট করে রাখতে পারি তাহলে আমাদের অনেক বিষয়গুলো চোখের সামনে থাকবে এসব দেখার জন্য আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে খেয়াল রাখতে হবে
-
আমি মনে করি যে, ফরেক্সে ব্যবসায় এর প্রতিটা ট্রেড নেয়ার আগে আমাদের মার্কেট ভালোচভাবে এনালাইসিস করা উচিত। এই এনালাইসিস করলে দেখতে পারবো ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হয়েছে। অপরপক্ষে আমরা এই ইতিহাসের পুনরাবৃত্তির কথা মাথায় রেখেই ট্রেড করবো। ইতিহাসের পুনরাবৃত্তির ব্যপার টা মাথায় রেখে ট্রেড করলে লাভ করাটা সহজ হয়ে যাবে।
-
আমি এই ফরেক্স মার্কেটেে নতুন,,,,, তাই আমার এ বিষয় এ ধারনাটা একটু কম,,,, তবে ফরেক্স মার্কেটেে প্রফিট অর্জন করতে চাইলে অবশ্যই আমাদের মার্কেটের পুনরাবৃত্তি করা উচিত। একটি মানুষ যেমন তার অতিতকে ভুলে সামনের দিকে অগ্রসর করলেও উন্নতি করতে পারে না,,, তেমনি ফরেক্স মার্কেটের অতীত কে পুনরাবৃত্তি না করলে তার থেকে ভালো কিছু আশা করা যায় না। ফরেক্স মার্কেটের ট্রেডিং লেবেল যেহেতু দীর্ঘস্থায়ী নয়,,,,,সেহেতু সবসময় আমাদের উচিত মার্কেট এনালাইসিস করে,,,, পুনরাবৃত্তি করে,, তারপরে ট্রেডিং এ ট্রেড ধরা। তাহলে একপর্যায়ে দেখা যাবে যে,,, ফরেক্স আপনাকে অনেক ভালো কিছু উপহার দিবে। আর সেই উপহারটা হলো প্রফিট । এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা কর,,, ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট এর ক্ষেত্রে পুরনো ইতিহাস একটি বিশেষ ভুমিকা পালন করে। কারন মার্কেট প্লেস এর সাপোর্ট এবং রেসিসটেন্স তৈরি করে এই মার্কেটের পুরানো অবস্থানগুলোই। তাই ফরেক্স মার্কেটের ক্ষেত্রে পুরনো ইতিহাস সম্পর্কে ধারনা রাখা অবশ্যই অতিব জরুরি। যখন আপনি মার্কেট এর সাপোর্ট রেসিস্টেন্স লেভেল নির্ণয় করতে পারবেন তখন আপনার জন্য ট্রেড এন্ট্রি নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর দেখা যায় মার্কেট সাধারণত সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়ার মধ্যে আপ ডাউন করে। সুতরাং বলাই যায় ফরেক্স মার্কেটে ইতিহাসের পুনরাবৃত্তি বার বার হয় বলেই আমরা বিগত দিনের মার্কেট চার্ট দেখে ট্রেড করে থাকি।
-
মোমবাতি এক মোমবাতি প্যাটার্ন হাই জিসমে হামে দিন কী ওপেন প্রাইস, সাবে সর্বনিম্ন দাম, বর্তমান মূল্য, দিন কি সর্বোচ্চ দাম কা পাতা চালতা হ্যায়। ক্যান্ডলস্টিক মেন কুচ ইজে প্যাটার্ন দ্বি হোতে হ্যায় জিন সে মার্কেটের আন্দোলন কা দ্বি পাতা চালতা হ্যায়।
-
1 Attachment(s)
ফরেক্স মার্কেটে "ইতিহাসের পুনরাবৃত্তি হয়" কথাটি চিরন্তন সত্য। অর্থাৎ বহু আগে থেকেই ফরেক্সে মার্কেট এভাবেই চলছে এবং ভবিষ্যতেও চলবে। কথাটি বলার কারণ হলো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কিছু লেভেল গুলোতে মার্কেট বারবার বাধা পায় এবং ফিরে আসে। এগুলোকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বলে থাকি। একটি রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল লক্ষ্য করলে আমরা দেখতে পারব কমপক্ষে দুই থেকে তিনবার মার্কেট সেখানে রিজেক্টেড হয়েছে অথবা ফিরে এসেছে। এভাবে একটি নির্দিষ্ট লেভেলে বারবার মার্কেটের ফিরে আসাকে ইতিহাসের পুনরাবৃত্তি বলা হয়ে থাকে। [ATTACH]9995[/ATTACH]
উপরের চিত্রটি খেয়াল করলে দেখতে পারবেন উপরের হরিজন্টাল লাইন একটি রেজিস্ট্যান্স লেভেল সৃষ্টি করেছে যেখানে বারবার মার্কেট বাধা পেয়ে ফিরে এসেছে। এই বারবার ফিরে আসা কেই আমরা "ইতিহাসের পুনরাবৃত্তি" কথাটির সাথে তুলনা করতে পারি।