-
আসলে তিন প্রকার ট্রেন্ডের মধ্যে সাইডওয়ে ট্রেন্ড একটি।মার্কেট যখন ডাউনও নয় আপও নয় সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেলের মধ্যেই উঠানামা করে তাকে আমরা সাইডওয়ে ট্রেন্ড বলি।সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করা খুব কঠিন।এই সময় কোনো রকম অ্যানালাইসিস কাজে দিতে চায় না।তাই সাইডওয়ে ট্রেন্ডের সময় আমরা সতর্ক হয়ে ট্রেড করবো।
-
ফরেক্স মার্কেট কে আমরা তিন ভাবে জানি যেমন আপ ট্রেন্ড,ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড।সাইডওয়ে বলতে আমরা বুঝি মার্কেট যখন একটা ট্রেন্ডের বিতরে গুরা পেরা করে যেমন মার্কেট আপ ও হয়না আবার ডাউন ও হয়না সেই ট্রেন্ড টাকে আমরা সাইডওয়ে ট্রেন্ড বলে থাকি ওই সময় আমাদের ট্রেড না নেওয়া টাই বেটার বলে আমি মনে করি।
-
মার্কেট যখন উপরেও উঠে না আবার নিচেও নামে না , একটি নির্দষ্ট সারকেল এর মধ্যে ঘুরতে থাকে তখন তাকে সাইডওয়ে ট্রেন্ড বলে। মার্কেটে তখন ট্রেড করা খুব বেশি সুবিধাজনক এবং লাভজনক । তাই এসময় আমি ট্রেড করে খুব মজা পাই।
-
মার্কেটের গতি পথ দেখে মার্কেটের ট্রেন্ড নির্ধারন করা হয়। এখানে ফোরেক্স এর ক্ষেত্রে মার্কেট যদি নিচের দিকে যায় তাহলে ডাউনট্রেন্ড, উপরের দিকে গেলে আপট্রেন্ড আর পাশাপাশি চললে সেটিকে সাইডওয় ট্রেন্ড বলে।
-
আমার জানামতে তিন প্রকার ট্রেন্ডের মধ্যে সাইডওয়ে ট্রেন্ড একটি।মার্কেট যখন ডাউনও নয় আপও নয় সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেলের মধ্যেই উঠানামা করে তাকে আমরা সাইডওয়ে ট্রেন্ড বলি।সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করা খুব কঠিন।এই সময় কোনো রকম অ্যানালাইসিস কাজে দিতে চায় না।তাই সাইডওয়ে ট্রেন্ডের সময় আমরা সতর্ক হয়ে ট্রেড করবো।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমরা দেখেছি ফরেক্স মার্কেটের ট্রেন্ড তিন ধরনের তাদের মধ্যে সাইড অয়ে ট্রেন্ড একটি,ফরেক্স মার্কেটে এই ট্রেন্ড নিদৃষ্ট এলাকাতে উঠানামা করে,তাই আমরা ফরেক্স মার্কেটে সাইড অয়ে ট্রেন্ড বুঝে ট্রেডিং করব কারন এই ট্রেন্ড অনেক ঝুকি পুর্নি যে কোন সময় যে কোন দিকে যেতে পারে।
-
সাইড ওয়ে ট্রেড বলতে আমরা জানি যখন মার্কেট নিছে নামে না আবার উপরে উঠে না ওই সময় টাকে বুঝায়। আমরা সাধারণত তিন ধরনের ট্রেড করি। তবে সাইড ওয়ে ট্রেড মার্কেটে খুব কম দেখা যায়।
আর আসময় ট্রেড করা ঝুঁকিপূর্ণ ।তাই এ সময়ত্রেদ না করা ভাল। এটা সাইড ওয়ে ট্রেড।
-
আমরা জানি তিন প্রকার ট্রেন্ডের মধ্যে সাইডওয়ে ট্রেন্ড একটি।মার্কেট যখন ডাউনও নয় আপও নয় সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেলের মধ্যেই উঠানামা করে তাকে আমরা সাইডওয়ে ট্রেন্ড বলি।সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করা খুব কঠিন।এই সময় কোনো রকম অ্যানালাইসিস কাজে দিতে চায় না।তাই সাইডওয়ে ট্রেন্ডের সময় আমরা সতর্ক হয়ে ট্রেড করবো।
-
ফরেক্স মার্কেটে তিন প্রকার ট্রেন্ড দেখা যায়।আর এই তিন প্রকার ট্রেন্ডের মধ্যে সাইডওয়ে ট্রেন্ড একটি।মার্কেট যখন ডাউনও নয় আপও নয় সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেলের মধ্যেই উঠানামা করে তাকে আমরা সাইডওয়ে ট্রেন্ড বলি।সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করা খুব কঠিন।এই সময় কোনো রকম অ্যানালাইসিস কাজে দিতে চায় না।তাই সাইডওয়ে ট্রেন্ডের সময় আমরা সতর্ক হয়ে ট্রেড করবো।
-
ফরেক্স এ তিন প্রকার ট্রেন্ড দেখতে পা্ই তা হলো আপট্রেন্ড ,ডাউনট্রেন্ড্ এবং সাইডওয়ে ট্রেন্ড ।সাইডওয়ে ট্রেন্ড এর সময় মার্কেট ওঠা নামা থাকে না একই ভাবে চলতে থাকে।এ সময়ে ট্রেড দেয়া খুব ঝুকিপুর্ন, কারন মার্কেত যে কন সময় যে কোনো দিকে যেতে পারে।তাই সাধারনত সাইডওয়ে ট্রেন্ড এর সময় আমরা কোনো ট্রেড দেইনা।