ফোরাম পোস্টিং বেনাস দিয়ে ট্রেড করার সুবিধা হল এখানে আপনাকে নগদ টাকা বিনিয়োগের ঝুকি নিতে হয় না এবং আপনি ফোরাম হতে অনেক কিছু জানতে পারেন আর অসুবিধা হল ফোরাম বোনাসের ট্রেডিং একাউন্ট যেকোন সময় হোল্ড হতে পারে। ধন্যবাদ।
Printable View
ফোরাম পোস্টিং বেনাস দিয়ে ট্রেড করার সুবিধা হল এখানে আপনাকে নগদ টাকা বিনিয়োগের ঝুকি নিতে হয় না এবং আপনি ফোরাম হতে অনেক কিছু জানতে পারেন আর অসুবিধা হল ফোরাম বোনাসের ট্রেডিং একাউন্ট যেকোন সময় হোল্ড হতে পারে। ধন্যবাদ।
এই বোনাস দিয়ে পরবর্তীতে আমরা লাইভে ট্রেড করতে পারি, এবং মেক মানি উইথড্র করতে পারি। যাদের আমার মত আর্থিক সমস্যা তাদের জন্য এটা বড় সুজোগ।সরাসরি বিনিয়োগ না করে বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা হলো আপনি ট্রেড করে লাভবান হতে পারলেন না অর্থাৎ আপনার লস হল- এখানে যেহেতু আপনার সরাসরি কোনো বিনিয়োগ ছিল না তাই আপনার নিজের হাত থেকে কোন লসও হলো না। আবার অসুবিধা হলো বোনাসের টাকা আপনি তুলতে পারবেন না।
বোনাস নিয়ে ট্রেড করার সুবিধা হল - আপনাকে ট্রেড করার জন্য নগদ টাকা ইনভেস্ট করতে হয় না। আপনি ইনভেষ্ট ছাড়াই রিয়েল ট্রেড করতে পারেন। এছাড়া ফোরাম ঘাটাঘাটি করে আপনি অনেক কিছুই শিখতে পারেন। আর অসুবিধা হল- যারা ফোরামের বোনাস নিয়ে ট্রেড করে তারা সব সময় একটু ভয়ে ভয়ে থাকে। কখন তার এ্যাকাউন্ট ব্লক করে দেয়। আসলে ফোরাম কতৃপক্ষ ইচ্ছা করেই আপনার এ্যাকাউন্ট ব্লক করে না। আপনি যদি তাদের নিয়ম অনুযায়ী না চলেন, তাদের কোন নিয়ম ভঙ্গ করেন তখনই কেবল তারা আপনার এ্যাকাউন্ট ব্লক করে দেয়। এটা সম্পূর্ন আমাদের দোষ।
ফরেক্স মার্কেটে বোনাস দিয়ে ট্রেড করা অনেক সুবিদা আছে যেমন বোনাস দিয়ে ফরেক্স মার্কেটে টড়েড করলে যেমন কোন ইনভেস্ট করা লাগে না কোন ইনভেস্ট ছাড়া ফরেক্স মার্কেট থেকে আয় করা জায় তবে বোনাস দিয়ে ফরেক্স মার্কেটে টড়েড অসুবিদা আছে যেমন বোনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে যদি লস হয় তাহলে লসের পর আবার লস পুরন না করা প্রজন্ত টাকা উত্তলন করা জায় না।
আয় করে সেই ডলার দিয়ে ট্রেড করে আমরা নগদ অর্থ উইথড্রো করতে পারছি। আবার এ ক্ষেত্রে আমাদের নগত অর্থ িইনভেষ্ট করতে হচ্ছেনা। আর এটাই হলো বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা । আবার বোনস দিয়ে ট্রেড করার অসুবিধা হলো কোন কারন দর্শানো ব্যতিরেকে আপনার আইডি ব্লক করে দিতে পারে যেকোন সময়। ধন্যবাদ।
আয় করে সেই ডলার দিয়ে ট্রেড করে আমরা নগদ অর্থ উইথড্রো করতে পারছি। আবার এ ক্ষেত্রে আমাদের নগত অর্থ িইনভেষ্ট করতে হচ্ছেনা। আর এটাই হলো বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা । আবার বোনস দিয়ে ট্রেড করার অসুবিধা হলো কোন কারন দর্শানো ব্যতিরেকে আপনার আইডি ব্লক করে দিতে পারে যেকোন সময়। ধন্যবাদ।
এটা দিয়ে ট্রেড করা আমার কাছে খুব ভাল বলে মনে হয় । ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি । তাই আমি এটাকে সুবিধা বলে মনে করি।
বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা ছাড়া অন্য কিছু তো দেখিনা,আর একাউন্ট ব্লকের যে বিষয় সেটা আংশিক সত্য কারন আপনি যদি বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করেন আর পুরোটাই উইথড্র দেন তাহলে ব্রোকারের কি লাভ,তাই কিছু পরিমান উইথড্র করে বাকিটা দিয়ে ট্রেড করেন তাহলে ব্রোকারেরও লাভ আপনার ও লাভ,আর একাউন্টও ব্লক হবে না।
ফরেক্স মার্কেটে বোনাস দিয়ে ফরেক্স ট্রেড করা জায় আর বোনাস দিয়ে ফরেক্স ট্রেড করলে ট্রেড করে জা লাভ করা জায় সেই লাভের টাকা উত্তলন করা জায় আর বোনাস দিয়ে ফরেক্স ট্রেড করলে লস হলে ফরেক্স ট্রেড করে সেই একাউন্ট থেকে আর টাকা উত্তল করা জায় না ।
ফরেক্স এ বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা ও অসুবিধা নিয়ে যার আলোচনা করেছেন খুব ভাল লাগতেছে,তবে আমি একন ও ভালভাবে বুজতেছিনা ,যেমন একাউন্ত ব্রল্ক হয়ে যায়।আমার প্রশ্ন হছে কোন একাউন্ত ব্লক হয়ে যায়্*,ট্রেডিং একাউন্ত নাকি আমি যে একাউন্ত তে পোস্ট করি ডলার আয় করব সেই একাউন্ত,দয়া করে যে জানে একটু জানাবেন খুব উপক্রত হব।