-
ফরেক্স মার্কেট যে কোন দুইটা কারেন্সি নিয়ে কাজ করে। এই দুইটা কারেন্সি কে একসাথে কারেন্সি পেয়ার বলে । কারেন্সি পেয়ার দুই ধরনের । একটা হল বেস কারেন্সি আর অন্যটা হল ক্রস কারেন্সি । যে কারেন্সি তে কোন ইউ এস ডলার থাকে না তাকে ক্রস কারেন্সি বলে । আর যে গুলোর সাথে ইউ এস ডলার থাকে তাকে বেস কারেন্সি বলে ।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে সবগুলো কারেন্সি পেয়ার আকারে কেনাবেচা করা হয় । আপনি সেসব পেয়ারে ট্রেড করেন তার মধ্যে দেখবেন কতগুলো পেয়ারে ইউএসডি আছে আবার কতগুলো পেয়ারে ইউএসডি নাই । যেসব কারেন্সি পেয়ারের যেকোন একটি ইউএসডি তাকে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার বলে । আর যেসব কারেন্সি পেয়ারের দুটি কারেন্সির মধ্যে কোনটি ইউএসডি নয় তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে । আশা করি ক্রস কারেন্সি পেয়ার এর ব্যাপারটি আপনাদের কাছে পরিস্কার ।
-
ফরেক্স মার্কেটে ক্রস পেয়ার আছে কিছু এই পেয়ার গুল হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু মেজর পেয়ার আছে এই পেয়ারের সাথে যে অন্য পেয়ার আছে ওই সকল পেয়ার যখন মেজর পেয়ার এর সাথে ক্রস করে ট্রেড করা হয়।
-
সাধারণত ক্রস কারেন্সি পেয়ার হল যেসব কারেন্সি জেগুলো সাথে মার্কিন ডলার বা usd যুক্ত ত্থাকে না বা গুলো উন্নত দেশ দুটি কারেন্সি নিয়ে গঠিত হয় তা হল মেজর কারেন্সি পেয়ার। সেই পেয়ারগুলোকে বুঝায়। ফরেক্স সবচেয়ে বেশী যে মেজর কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড হয় সেগুলো হল eur/jpy, gbp/chf, eur/aud, eur/ gbp, gbp/jpy, ইত্যাদি। অনেক ট্রেডার আছে যারা নিয়মিত এইসব ক্রস কারেন্সি পেয়ারে ট্রেড করতে পছন্দ করে।
-
ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার হচ্ছে usd কারেন্সি বেজ। আর ফরেক্সে এগুলোর প্রভাবও বেশি যেমন eur/usd, gbp/usd, usd/cad, ইত্যাদি আর এগুলোর পাশাপাশি কিছু কারেন্সি আছে যেগুলোতে usd সংযুক্ত নেই আর সেই কারেন্সি গুলোকেই ক্রস কারেন্সি বলা হয়ে থাকে। এগুলোর মধ্যে যেমন gbp/jpy, eur/chf etc... তবে মার্কেটে ক্রস কারেন্সি গুলোর প্রভাবের থেকে বেজ কারেন্সি গুলোর প্রভাব সবচেয়ে বেশি।
-
আমি মনে করি যে ফরেক্স ব্যবসায় এর মার্কেট এ যে কোন দুইটা কারেন্সি নিয়ে কাজ করে। এই দুইটা কারেন্সি কে একসাথে কারেন্সি পেয়ার বলে । কারেন্সি পেয়ার দুই ধরনের । একটা হল বেস কারেন্সি আর অন্যটা হল ক্রস কারেন্সি । যে কারেন্সি তে কোন ইউ এস ডলার থাকে না তাকে ক্রস কারেন্সি বলে । আর যে গুলোর সাথে ইউ এস ডলার থাকে তাকে বেস কারেন্সি বলে ।
-
এটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তি হিসাবে খুব দ্রুত কেউ শিখতে পারে এবং কিছু লোক এই ব্যবসায়টি দ্রুত বুঝতে পারে না i এটি সেই ব্যক্তির ব্যবসায়ের জন্য যে সময় দিতে পারে তার উপরও নির্ভর করে। যেহেতু আপনি পুরো সময়ের ব্যবসায়ী বা খণ্ডকালীন ব্যবসায়ী। আপনি যদি গা কে পূর্ণ সময় দিতে পারতেন এবং আপনি সময়োপযোগী জ্যাদা লাগা গা। আমার মতে আমার মনে হয় কমপক্ষে 1 মাস ডেমো অ্যাকাউন্টের জন্য দেওয়া উচিত।
-
ফরেক্স মার্কেটে আমরা যে সকল কাজ করি তা হল বিভিন্ন কারেন্সি এর উপর ট্রেড করি। কারেন্সি পেয়ার মূলত জোড় আকারে থাকে আপনরা নিশ্চই তা খেয়াল করেছেন যেমন eur/usd,jbp/usd,usd/jpy ইত্যাদি কিন্তু ফরেক্স মার্কেটে এগুলো ছাড়াও আরও অনেক কারেন্সি পেয়ার রয়েছে যাদের মধ্যে usd বা ডলার কারেন্সি নেই অন্য কারেন্সির সমন্বয়ে কারেন্সি পেয়ার গঠিত হয়েছে আর মূলত ঐ সকল কারেন্সি পেয়ারকে ক্রস কারেন্সি পেয়ার বলে
-
ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। ফরেক্সে যখন কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়। ক্রস কারেন্সি পেয়ার গুলো ট্রেডের জন্য একটু ঝুঁকিপূর্ণ হলেও লাভজনক।
-
ফরেক্সে ক্রস এবং মেজর কারেন্সির প্রকার রয়েছে।ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।যেমন Euro/Jpy,Cny/Jpy,Cad/Cny,Euro/Chf ইত্যাদি পেয়ারগুলোকেই ক্রস কারন্সি পেয়ার বলা হয়ে থাকে।