-
আমি প্রথমে পাঁচটি ব্রোকারে ২০ ডলার করে মোট ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করি। এদের মধ্যে তিনটি একাউন্টই জিরো করে ফেলি। বাকী দুটি একাউন্ট অবশ্য আজ পর্যন্ত জিরো হয় নি। আসলে আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিলাম। বেশিদিন ডেমো ট্রেড না করেই রিয়াল ট্রেডে ঝুঁকি নিয়ে ফেলেছিলাম।
-
সবাই চায় ফরেক্স থেকে আয় করতে , কিন্তু যখন আয়ের পরিবর্তে লস হয় তখন খুব কস্ট হয় । যারা ফরেক্সে বিনিয়োগ করে ব্যবসা করে তারা চায় তাদের বিনিয়োগক্রিত টাকা থেকে লাভ করতে । কিন্তু অনেকে না বুঝে ট্রেড করে বা অন্য কোন কারণ বসত যখন তাদের একাউন্ট ব্যালেন্স জিরো করে তাদের আর লাভের কোন আশা থাকে না । আমি ফরেক্সে নতুন , আমি এখনো ফরেক্সের রিয়েল একাউন্টে জিরো ব্যালেন্স করিনি আর করতেও চায় না । একাউন্ট জিরো মানে আমার লস হওয়া , তাই আমি সাবধানে কাজ করতে চায় ।
-
ফরেক্সে একাউন্ট ব্যালান্স জিরো করা এটা নতুন কিছু নয় এটা অনেক দক্ষ ট্রেডারদেরও হয়ে থাকে। তাই আমদের উচিৎ ফরেক্স ট্রেড করতে হলে ভালো একটি ব্যালেন্স নিয়ে ট্রেড করা এবং ঠিক মত মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা। যাতে করে একটি ট্রেড দেওয়ার পরেও যদি মার্কেট বিপরীত দিকে গেলেও আমার ব্যালেন্স জিরো হতে না পারে।
-
আমি ফরেক্সে এ নতুন এবং আশা করি এই মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারব। আমি একবার আমার অ্যাকাউন্ট জিরো করেছি। কিন্তু আমি এখন অনেক সচেতন।
-
আমি ফরেক্সে একে বারে নতুন। আমার বড় ভাইয়ের কাছ থেকে একটি একাউন্ত খুলে নিয়েছিলাম, আমি ঐ একাঊন্টি আমি ব্যবহার করতাম করতে করতে জিরো করে ফেলেছি। আমি একবার একাউন্ত জিরো করেছি। এখন আমি সামান্য ১৪.৬০ ডলার দিয়ে ট্রেড করছি। বর্তমানে ভালও প্রফিট পাচ্ছি।
-
একাউন্ট জিরো হবার অনেক গুলো কারন থাকে, তার মধ্যে অন্যতম কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা। এবং স্বল্প ব্যালেন্স নিয়ে ট্রেড পরিচালনা করা, ও না জেনে ট্রেড করা। আমি এই জিনিশগুলোর কারনেই কয়েকবার একাউন্ট জিরো করেছি। এখন চেষ্টা করছি যেন আর এমন্তি না হয়। তবুও এতটুকু শিওর যে, ফরেক্স মার্কেটে লাভ করতেই পারবো এটার নিচ্ছয়তা কেউ দিতে পারেনা।
-
আমি ফরেক্সে এখোনো কোন একাউন্ট জিরো করিনি। আমি এখোনো রিয়েল একাউন্টে ট্রেড করিনি। আমার ডেমো একাউন্টে আমি এখোনো ভালই প্রফিট করেছি। আপনারা কে কতবার একাউন্ট জিরো করেছেন।
-
আমি মাএ কিছুদিন হল রিয়েল এ কাজ করছি। এখনও জিরো হয় নাই তবে আশা করি এরকম হবে না। স্টপ লস বেবহার করুন তাহলে আর হবে না। লোভ করা যাবে না।
-
আমি ফরেক্স এ নতুন তবে এখনো আমার একাউন্ট জিরো হয় নি কারন আমি এখনো ইনভেস্টের কাজ শুরু করি নি। আর ইনভেস্টে বেশীর ভাগ একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে। আবার ডিমো প্রাকটিস এর সময় একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে তবে এতে লসের কোন ভয় থাকে না। আর এর থেকে অনেক কিছু শেখা যায়
-
ফরেক্সে আমি এই ১ বছর যাবত ট্রেড করছি আর এই সময়ের মধ্যে আমি ফরেক্সে বেশ ভালই প্রফিট লাভ করতে সক্ষম হয়েছি তবে মাঝে মধ্যে ছোট খাটো লসও করেছি।তবে আমি যখন প্রথম ফরেক্সে ট্রেড করতে শুরু করলাম সেই সময় আমার মনে আছে একবার মার্কেট ট্রেন্ড আমার ট্রেডের বিপরীতে কয়েকশত পিপস চলে গিয়েছিল এবং আমার অ্যাকাউন্ট সেই প্রথম একেবারে জিরো হয়েগিয়েছিল।