-
সোয়াপ এর অর্থ হলো সুদ । আর ইসলামের দৃষ্টিতে সুদকে হারাম করা হয়েছে । এই ফরেক্স মার্কেট যেহেতু একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা সেহেতু এই ব্যবসাতে সুদ যুক্ত ও সুদ মুক্ত একাউন্ট খোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে । এই ফরেক্স মার্কেটে যারা মুসলিম ভাইয়েরা ট্রেড করে থাকেন তারা অবশ্যই তাদের একাউন্ট ভেরিফাই করার সময় সোয়াফ ফ্রী একাউন্ট এ টিক মেরে তাদের একাউন্ট সুদ মুক্ত একাউন্ট করে নেয় । আর যদি কেউ না জেনে না বুঝে সুদ যুক্ত একাউন্ট ভেরিফাই করে থাকে তাহলে অবশ্যই তাদের একাউন্ট সুদ মুক্ত একাউন্ট করে নিবে,,,, ধন্যবাদ ।
-
সোয়াপ মানে হচ্ছে সুদ আমরা একাউন্ট খোলার সময় সোয়াপ নিয়ে অথবা সোয়াপ ছারাই একাউন্ট করতে পারি সেটা মুলত আমাদের মর্জি। তবে সোয়াপ নিলে কি লাভ তা আমার জানা নেই কারন সোয়াপ কখনো ব্যাবহার করিনি। আমি একজন মুসলিম তাই আমি সোয়াপমুক্ত একাউন্টই পছন্দ করি।
-
সোয়াপ হচ্ছে সুদ৷আপনার রিয়াল একাউন্ট ওপেন করার সময় দেখবেন সোয়াপ ফ্রী বা সুদ মুক্ত একাউন্ট সিলেক্ট করতে হয়৷অর্থাৎ আপনার এই একাউন্টটিতে আপনার কোনো ট্রেডের বিপরীতে কিছু সুদ যুক্ত হবে না কি সুদ মুক্ত হবে-তারই আগাম সিলেকশান করে নিতে হবে৷সাধারণত আমরা অনেকেই ফরেক্স ব্যাবসায় 100% হালাল রোজগারের উদ্দেশ্যে আমাদের একাউন্টগুলো সোয়াপ ফ্রী বা সুদমুক্ত রাখি৷আমাদের নিয়মিত প্রফিটের প্রয়োজন,সুদের কোনো প্রয়োজনই নাই৷৷
-
সোয়াপ হচ্ছে সুদ।যারা ইসলামিক
মতাদর্শে ট্রেডিং করতে চাই তারা
সোয়াপ অপশনে টিক মারে।তাহলে তাদের
অ্যাকাউন্ট সোয়াপ ফ্রি বা সুদমুক্ত
ট্রেডিং অ্যাকাউন্ট। ইসলামে সুদ হারাম।
এজন্য যেসব মুসলিম ট্রেডার রয়েছে তারা
এটা ব্যবহার করেথাকে।তবে অন্য যে কেউও
সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করতে পারে
-
বাণিজ্য ষড়যন্ত্র, আপনি যে কোনও রেকর্ডের বিনিময়ে ব্যবসায় রেকর্ড করেন না তা বিবেচনা না করেই বিভিন্ন সংস্থা আপনার রেকর্ড থেকে উত্সাহ গ্রহণ করতে পারে, বাণিজ্যের মান হল আপনার বিনিময়ের এক দিনেরও বেশি সুযোগ থাকার সুযোগে সংস্থাটি উত্সাহ গ্রহণ করবে আপনি. সুদের চার্জ না করে আপনি দুটি বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং একাউন্ট করার বা ট্রেডিং করে আমরা ট্রেডিং করার সময় সোয়াপ ব্যাবহার করে ট্রেডং করি,তাই আমি সোয়াপ কে না বলি কারন সোয়াপ বা সুদ খাওয়া ভাল না তাই আমি ফরেক্স মার্কেট এর সোয়াপ মুক্ত একাউন্ট করে ট্রেডিং করে আসছি,তাতে অনেক প্রফিট।আপনার সেই অ্যাকাউন্টটিকে সুদমুক্ত করে নিতে পারেন আর তার জন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় সোয়াপমুক্ত করে নিতে হবে।
-
সোয়াপ অর্থ হল সুদ, *আপনার ওপেন করা টরেড টা যদি লস এ থাকে তাহলে ব্রকার্ ঐ লস এর উপর একটা কমিশন কাটে , *আবার আপনার টরেড টা যদি লাভ এ থাকে তাহলে ঐ লাভের উপর একটা কমিশন প্রদান করে, ঐ কমিশন টাই হল সুদ বা সোআপ । সোয়াপ মুক্ত একাউন্ট এ লাভ বেশি করা যায় ।
-
সোয়াপ হল ফরেক্স অ্যাকাউন্টের এমন একটি বিষয় যার মাধ্যমে সুদ নির্ধারন করা হয়ে থাকে আপনি যদি ফরেক্সে কোন অ্যাকাউন্ট ওপেন করেন বা খুলেন তা হলে আপনি চাইলে আপনার সেই অ্যাকাউন্টটিকে সুদমুক্ত করে নিতে পারেন আর তার জন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় সোয়াপমুক্ত করে নিতে হবে।অনেকেই আছেন যারা সুদ পছন্দ করেন না । যদি সেই ব্যাক্তি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করতে চান তবে সেখানে টিক চিহ্ন দিতে হয়।
-
আমরা যারা ইসলাম ধর্মের ট্রেডার আছি, আপনারা সবাই জানেন যে ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষেধ। এটা একটি হারাম উপার্জন। আমরা যারা সুদমুক্ত ট্রেড করতে চাই তাহলে সোয়াপ অপশন সিলেক্ট করে ইন্ডিকেট করতে হবে।
সোয়াপ মানে হলো সুদ বা ইন্টারেস্ট। সুদ মুক্ত একাউন্ট খোলার প্রক্রিয়া হলো সোয়াপ।
-
যদি আপনার ট্রেড বেশি দিন চালু থাকে এতে আপনাকে অতিরিক্ত চার্জ লাগবে এবং এটি ধীরে ধীরে অনেক বাড়বে। সবশেষে দেখা যাবে আগে ট্রেড ক্লোজ করলে যা লাভ আসতো পরে ক্লোজ করলে তা অনেক কম পাব যদি ট্রেডটি লাভে থাকে তাহলে। যদি আমরা মনে করি আমাদের ইতিমধ্যে সঠিক জ্ঞান আছে এবং ব্যবসায়ের ভাল কৌশল রয়েছে তবে কৌশল কীভাবে আরও লাভজনক, কম ঝুঁকিপূর্ণ হয় এবং আমাদের আরও বেশি বেশি অর্থ প্রদান করতে পারে তা শিখতে পারি ।