ফরেক্স মার্কেটে ২ শত এর বেশি পেয়ার রয়েছে । আপনি যেকোনা পেয়ারে ট্রেড করতে পারেন । তবে মেজর পেয়ারে ট্রেড করাই ভালো । কেননা ক্রস পেয়ার গুলো মাঝে মাঝে আপনাকে অনেক কনফিউজ করে দেবে । ফলে আপনি আপনার ব্যালেনস্ বাচাতে পারবেন না ।
Printable View
ফরেক্স মার্কেটে ২ শত এর বেশি পেয়ার রয়েছে । আপনি যেকোনা পেয়ারে ট্রেড করতে পারেন । তবে মেজর পেয়ারে ট্রেড করাই ভালো । কেননা ক্রস পেয়ার গুলো মাঝে মাঝে আপনাকে অনেক কনফিউজ করে দেবে । ফলে আপনি আপনার ব্যালেনস্ বাচাতে পারবেন না ।
ট্রেড করার জন্য আমাদের কে অনেক প্রকার পেয়ারেই সুবিধা নিতে হয়। মুলত আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভিন্ন ভিন্ন পেয়ার ব্যাবহার করে থাকি। তবে এখানে ও সব কয়টি পেয়ারেই মধ্যে কিছু আছে যা কমন এবং কম বেশি সবাই সেটা ব্যাবহার করছে। আমি আমার পেয়ার হিসেবে ট্রেডিং এর বেলায় Euro/Usd,Gbp/Usd বেশি ব্যাবহার করি কেন না এ গুলোর প্রতি আমার একটা ভালো ধারনা আছে এবং তা দিয়ে ট্রেড করে আমি ভালো কিছু করতেও পেরেছি।
ফরেক্স মার্কেট আমি মনেনকরি সব পিয়ারেই ভাল কারন ফরেক্স মার্কেটে আওঅঅনি যদি ভাল এনালাইসিস করে ট্রেড করতেবপারেন বা করেন তবে আপনার লস কম হবে আর এই জন্য আপনাকে ফরেক্স মার্কেয়ে নিয়ে অনেক পড়াশুনা করতে হবে আর অবিজ্ঞতা অর্জন করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।আর আপিনি যদি ভাল করে ফরেক্স করতে পারেন তবে সব পিয়ারেই আপনি লাভ করতে পারবেন।
ফরেক্স মার্কেটে বিভিন্ন রকমের টাইম প্রেম ব্যাবহার করা যায়। আমার কাছে এক ঘন্টা ও ডেইলি টাইম প্রেম ভাল লাগে। সিনিয়র ট্রেডটর দের কাছে জানতে চাই কোন টাইম প্রেম ভাল হবে।
ফরেক্স মার্কেট এ বিভিন্ন রকম পেয়ার রয়েছে । এসব পেয়ার ছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার বস্তু যা আপনি ট্রেড করতে পারবেন । তবে আমার মনে হয় সব সময় আপনি একটি বা দুটি পেয়ার এ ট্রেড করা উত্তম । তাহলে সব সময় ভাল ফলাফল আসবে বলে আমি আশা করি । এভাবেই সফলতা আশা করা যায় ।
ফরেক্র মাকেটে অনেক পেয়ার বিদ্যমান ,এখানে এক এক পেয়ার এর এক এক ধরনের এনালাইসিস করে ট্রেড করতে হয় । তাই মাকেট ওয়াচ হতে আপনাকে বেছে নিতে হবে কোন পেয়ারটি আপনার জন্য বুঝতে বা এনালাইসিস করতে সহজ হয় । তাই আমি মনে করি নতুনদের জন্য ইউরো /ইউিএসডি পেয়ারে এনালাইসিস করে ট্রেড করলে পরবর্তীতে অন্যন্য পেয়ার গুলো নিয়েও আইডিয়া হবে ।
ফরেক্স মার্কেটে এত বেশি পেয়ার যে একজন নতুন ট্রেডারের পক্ষে পেয়ার সিলেকশন কঠিন হয়ে পড়ে। তাই একজন নতুন ট্রেডারকে সব মার্কেটেই ট্রেড করা উচিত। যখন এক বছর কেউ সব পেয়ারে ডেমো ট্রেড করবে তখন সে নিজেই বলতে পারবে কোন পেয়ার তার জন্য সহজ ও আয়ের উপযুক্ত।
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সবাই কাজ করতে পারে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সে বিভিন্ন পেয়ার আছে যা ব্যবহার করে ফরেক্স মার্কেটে কাজ করতে হয় । যেমন জিবিপি।ইউএসডি... ইউরো ইউএসডি...ইত্যাদি । ফরেক্সের এই মার্কেট সিলেক্ট করে ফরেক্স মার্কেটে কাজ করতে হয় । ফরেক্সে যার যে মার্কেট ইচ্ছা সে সেই মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারে । এক এক মার্কেটে ট্রেড ওপেন করা হলে এক এক ধরনের সুবিধা পাওয়া যায় ।
জিবিড়ি/ইউএসডি পেয়ার টা একটু বেশি মুভ করে প্রফিট ভাল হয় আবার ব্যলান্স কম থাকলে জিরো হবার অাশংকা থাকে। ইউরো/ইউএসডি পেয়ার টা ভাল অল্প মুভ করে টেনশান কম থাকে। এই পেয়ারের সাথে আপনি ইউএসডি/জেপিওয়াই টা ট্রেডকরতে পারেন। তবে একটাতে সেল আর অন্য টাতে বাই এ থাকতে হবে।