আমি ফরেক্স ফরমে একদম নতুন সদস্য তাই আমি এখনো ট্রেড শুরু করিনি। তবে পরবর্তীতে বেশী বেশী করে ডেমো প্রাকটিস করে ট্রেড করবো।
Printable View
আমি ফরেক্স ফরমে একদম নতুন সদস্য তাই আমি এখনো ট্রেড শুরু করিনি। তবে পরবর্তীতে বেশী বেশী করে ডেমো প্রাকটিস করে ট্রেড করবো।
আমি প্রথম 0.10এর ট্রেড ওপেন করেছিলাম ,
আমার জীবনে সবথেকে ভাল একটি দিন ছিল
ওইদিন , আমার এই প্রথম ট্রেডে আমার প্রথম
লাভ হয় প্রায় 9.76 সেন্ট।
ট্রেডিং জীবনের প্রথম দিনের ট্রেড এর লত ছিল .০৭...এবং সুভাগ্য মতে আমি সেইদিন সফলতার মুখ দেখতে পেরেছিলাম.চাই সব সময় এমন সফলতা চালিয়ে জাবের চেষ্টা করছি.এবং এখন ধীরে ধীরে বেশি লত এ ট্রেড ওপেন করে ট্রেডিং করছি....কারণ ঐসময় ট্রেডিং এ ব্যালান্স কমছিল.কিন্তু এখন আমার কাছে যথেষ্ট ব্যালান্স থাকায় বড় লত এ ট্রেড ওপেন করছি.
আমি ০.০১ লটে ট্রেড দিয়ে প্রথমে ০.০৫ সেন্ট প্রফিট করি। আমার মূল কথা ছিল প্রফিট আসে কিনা তা দেখা। এভাবেই এখনো আমার ডিমো ট্রেড চলছে। আমার ছোট লটে ট্রেড করতে খুব ভালো লাগে। কেননা এতে ঝুঁকি কম থাকে। আমার ডিমো ব্যালেন্স ৳১০০। সুতরাং ছোট লটে অনেক দিন ট্রেড করা যাবে।
ফরেক্সে একজন নতুন ট্রেডার হিসেবে প্রথমে আমি খুব বেশি লটে ট্রেড ওপেন করিনি কারণ সবাই বলেছিল যে যদি ট্রেড এর ভলিউম বেশি হয় তবে লসের সম্ভাবনা প্রচুর তাই আমি ফরেক্স মার্কেটে অনেক বেশি সতর্কতার সাথে ভলিউম সেট করি আর আমি মনে করি যে ভলিউম ট্রেড পরিচালনার ক্ষেত্রে অনকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি প্রথমে 0.05 সেন্টে ট্রেড করেছিলাম বর্তমানে আমি ট্রেড করি 0.15 সেন্টে
আমি আমার ফরেক্স ক্যারিয়ার শুরু করেছিলাম ০.০১ স্ট্যান্ডার্ড লটে। তবে তার সাথে আমার মাইক্রো একাউন্টও ছিল, এতে আমি প্রথমে ০.১০ লটে ট্রেড করেছিলাম। খুব ভাল এন্ট্রি পয়েন্ট পেলেই শুধু আমি স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করি।
আমি প্রথমে ০.০১ লট দিয়ে ট্রেড করেছিলাম, কারন আমার ইনভেস্ট কম, ইনভেস্ট বেশি হলে আমি আর বেশি লট দিয়ে ট্রেড করব, ফরেক্সে সবসময় কম লট দিয়ে ট্রেড করা উচিত, যদি ইনভেস্ট বেশি হয় - তবে বেশি লট দিয়েও ট্রেড করা যাবে। আমি একবার ১.০০ দিয়ে ট্রেড করেছিলাম তখন আমার বেলেঞ্চ ছিল ২৪০ ডলার, আমি বেশি লট দিয়ে ট্রেড করতে আসলেই অনেক মজা লাগে, প্রফিট এত দ্রুত বৃদ্ধি পায় যে খুশিতে মন নাচতে থাকে।
আমার প্রথম ট্রেড করার ব্যাপারটি খুব গুরুত্বপুর্ন একটা ব্যাপার ছিল আমার কাছে । আমি যখন প্রথম ফরেক্স ট্রেড সর্ম্পকে শুনলাম তো আমি সর্বপ্রথম ফরেক্স শেখা শুরু করলাম এবং তার পর ফরেক্স ডেমো প্রাকটিস করা শুরু করি তার পর সর্বমোট প্রায় ১ বছর ডেমো প্রাক্টিস করার পর লাইভ ট্রেডে আসি এবং আমার মনে আছে আমার জিবনের প্রথম ট্রেড লট হলো ০.০১৳ ।
প্রথম ট্রেড আসলেই স্মরনীয় একটা ব্যাপার। আমার প্রথম ট্রেডের কথা স্পস্ট মনে আছে। প্রথম ট্রেডে আমি না জেনে না বুঝে আন্দাজে ০.০১ মাইক্রো লটে ট্রেড ওপেন করেছিলাম।সেই ট্রেডে খুবই অল্প প্রফিট হয়েছিল। আসলে সদ্য নতুন অবস্থা কিছু বুঝতাম না বিধায় স্বল্প পুজি নিয়ে সর্বনিম্ন লেটে ট্রেড করেছিলামম।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য ভাল হল কম লটে ট্রেডিং করা আমি।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করে থাকি,বা ৩ থেকে ৪ টি ট্রেড ওপেন করে থাকি,তাই ফরেক্স মার্কেট থেকে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট সিস্টেম অনুসারে ট্রেডিং করা অনেক ভাল।