-
ফরেক্স এ ট্রেড করার মূল লক্ষ্য নিজেকে ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করা উচিৎ* । কারন আপনি তখনই সফল হবেন যখন আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন । এই ব্যাবসায় সবথেকে বড় চ্যালেঞ্জ হলো লস না করে মার্কেটে টিকে থাকা । এবং বছর শেষে লাভ না হলেও কমপক্ষে যা ব্যালেন্স ছিলো তার সমান ব্যালেন্স রাখা । যদি আপনি দক্ষ হতে পারেন তাহলে এটিই হতে পারে আপনার আত্মকর্মসংস্থান এর একমাত্র মাধ্যম এবং অফুরন্ত আয়ের উৎ*স ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডার মূল লক্ষ্য থাকা উচিত নিজেকে এই মার্কেটে প্রতিষ্ঠিত করা। কারণ আপনি তখনই প্রতিষ্ঠিত হবেন যখন আপনি ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জনের সামর্থ্য হবেন। এমনকি ফরেক্স এ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার মত ক্ষমতা অর্জন করতে পারবেন। তাহলে আপনি ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই আমার মনে হয় সবার একটাই লক্ষ্য আর সেটা হলো মুনাফা উপার্জন করা। তবে আমি বলবো প্রথম দিকে আমাদের লক্ষ্য মুনাফার দিকে না হয়ে শিখার দিকে হওয়া উচিত। কারণ এখানে জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি ভালভাবে টাকা উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনার ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা লাগবে। তাই প্রাথমিকভাবে আপনি আপনার সময় ব্যয় করুন জ্ঞান আর অভিজ্ঞতা অর্জনের জন্য।
-
ফরেক্র লক্ষ হচ্ছে সাফল্য অরজন করা। সবার লক্ষ হচ্ছে ফরেক্র করে নিজেদের কে সাফল্যের দিকে নিয়ে যেতে। কিন্তু ফরেক্র সম্পরকে যারা যানে না ওরা কখনই এই মারকেট থেকে সাফল্য তেমন অরজন করতে পারে না। সবার লক্ষই হলো সাফল্য অরজন করা । তবে যারা মারকেট সম্পরকে ভাল যানে তারাই সাফল্য অরজন করতে পারে আশা বাধি।
-
ফরেক্স মার্কেটে আপনার একটাই উদ্দেশ্য ও মূল লক্ষ থাকতে হবে, সেটা হল এখানে রিস্ক ফ্রি করে টাকা উপার্জন করা। এখন সে জন্য আপনাকে এখানে যা যা করা প্রয়োজন সেটাই করতে হবে। যদি মনে করেন এ্যানালাইসিসের প্রয়োজন তবে সেটা করুন, আর যদি মনে করেন একটা ভাল সিস্টেম লাগবে, তাহলে সেটা নিজেই বানান। কিন্তু এ সব কিছুর মুখ্য উদ্দেশ্যই হবে টাকা, টাকা, টাকা ইনকাম করা।
-
না আমি মনে করি না যে ফরেক্স এই লক্ষ্য নিয়ে এসেছে । আসলে আমরা ফরেক্সকে আমাদের বেকার সমস্যার সমাধানে কাজে লাগাতে পারি । আর বেশি কিছু নয় । ফরেক্স বছর বছর ধরে আছে আর প্রথম দিকে ফরেক্স সবার নাগালের মধ্যে ছিল না আর এখন সবার নাগালের মধ্যে এনে দিয়েছে বিভিন্ন ব্রোকার । ফরেক্স এর উতপত্তি স্থল আমেরিকাতেই আর বড় বড় ব্যাবসায়ীরা তখন ফরেক্স ট্রেড করত । আমরা ফরেক্স এর মাধ্যমে বেকার সময়ার সমাধান করতে পারি তবে আগে ফরেক্স শিখতে হবে ।
-
আমার মতে আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে শুরুর দিকে আপনি কত ভাল করে শিখতে পারলেন সেই দিকে মন দিতে হবে আপনি যদি মন দিয়ে শিখতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক ডলার লাভ করতে পারবেন তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার শুরুর দিকে টাকার দিকে না তাকিয়ে শিখার দিকে মন দিলে ভাল করবেন
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা এটি সবাই করতে পারে. ছাত্র, চাকুরীজীবি,ব্যাবসায়ী সবাই ফরেক্স করতে পারে. তাই ফরেক্স এর মাধ্যমে একজন মানুষ খুব সহজ এ তার জীবন কে পরিচালনা করতে পারে. তাই আমি মনে করি ফরেক্স এর মূল লক্ষ্য কেউ যেন বেকার না থাকে সবাই যেন ইনকাম করে দেশ এর উন্নয়ন এ অংশ নেই. আর ফরেক্স এমন একটি ব্যবসা যার মাধ্যমে প্রতিটি মানুষ ইনকাম করতে পারে. তাই আমি বাংলাদেশ এর সকল মানুষ কে তাই যে যা করুক না কোনো পাশাপাশি ফরেক্স এ ট্রেডিং করুক.
-
ফরেক্স শুধু উন্মুক্ত একথা বলে সবাই ট্রেড করা শুরু করলে তাতে তো আর সবাই লাভবান হতে পারবেন না। তাই আমাদের প্রাথমিক লক্ষ্য থাকতে হবে কিভাবে ফরেক্স কে ভালভাবে বোঝা যায়। কারণ যদি আপনি বুঝতে না পারেন তাহলে বেকার হওয়ার চেয়েও বড় ক্ষতি হতে পারে সেটা হলো নগদ টাকা লস। সুতরাং যিনি ফরেক্স ট্রেড করতে চান আগে ভালভাবে শিখে মুল ব্যপারগুলো বুঝে নিতে হবে। কারন শুধু লাভ আছে সেই আশায় যদি ফরেক্স ট্রেড করা শুরু করে দেই যখন লস হবে তখন কি করবেন সেটা ভেবে রাখতে হবে আগেই।
-
আমাদের এখন ফরেক্স এর ব্যপারে একটু সচেতন হওয়া উচিত সবারই। যারা আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাই তারা অবশ্যই প্রশিক্ষন নিয়ে ট্রেড করতে আসবো তাহলে আমাদের নিজের সাথে সাথে দেশের উন্নতি হবে। ফরেক্স আসলে উন্মক্ত মার্কেট হওয়াতে সবাই সহজেই ট্রেডিং এ আসতে পারেন। লাভ কিন্তু সবাই করতে পারেন না বেশীর ভাগই লস করেন। তাই সুনিদিষ্ট জ্ঞান ছাড়া ফরেক্স ট্রেড করা উচিত নয়। আগে ভালভাবে ফরেক্স স্টাডি করে, দীর্ঘদিন ডেমো ট্রেড করে নিজেকে পাকাপোক্ত ট্রেডার হিসাবে তৈরী করে তারপর রিয়েল ট্রেড করবো। তাহলে আশা রাখি ফরেক্স এর মাধ্যমে আপনার জীবনের উন্নতি ঘটাতে পারবেন।