-
কথাটা সত্যি। কিন্তু এটা নির্ভর করে ট্রেডিং স্টাইল এর ওপর । আপনি যদি লং ট্রেড করে থাকেন তাহলে স্টপ লস আপনার ক্ষতির ও কারণ হতে পারে । তবে স্ক্যাল্পার দের জন্য এটা খুবই গুরুত্বপুর্ণ।কিন্তু এই আশাই থাকতে থাকতে লস এর পরিমান তা বেরে যাই তাই আমাদের ব্যালেন্স ০ হওয়ার সম্ভবনা বেশি থাকে। সব কিছুই মাথায় রেখেই ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স এ অনেক সময় লস পুষে যেতে হয়। আমি মনে করি তার মধ্যে অন্যতম হল আমাদের লাভের আশা এবং একটু বেশি লোভ । ফরেক্স এ লাভের পাশাপাসি লস হবে স্বাভাবিক । এই প্রত্যাশায় ও লস পুষা ভালো। তবে ভালোভাবে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স লোভ করা যাবে না কারন লোভ করলেই লস হওয়ার সম্ভরনা বেশীথাকে। অনেকে লোভ করে বেশী টাকা ইনভেস্ট করে ফেলে ফলে লসের সম্মুখীন হয়। তাই আমাদের ইনভেস্টের আগে বেশী করে ডেমো প্রাকটিস করতে হবে । তাহলে লোভ এড়নো যাবে
-
লোভে পাপ , পাপে মুত্য এই কথা আমরা জেনেও আমরা লোভি হরে থাকি । এবং এই লোভের কারনেই আমরা ক্ষতি গ্রস্থ হয়ে থাকি । আর ব্যবসার ক্ষেত্রে যেখানে লসের সম্বাবনা নেই তাকে ব্যবসা বলা যায় না । আমরা যখন ফরেক্স মাকেটে লস করি ভাবি লস করেছি আসলে ট্রেডটি বন্ধ করে দিবো । এটা ঠিক নয় কেন লস হলো তা দেখে এবং ঐ টার সম্পকে জ্ঞান অজন করে আবার ট্রেড করলে আপনি লাভবান হবেন ।
-
হ্যা ভাই আটনার কথার সাথে আমি সম্পুর্ন েকমত। আমদের ট্রেড করার সময় অবশ্যই আমাদের টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা উচিৎ তাহলে আমাদের লসের রিস্ক কিছুটা হলেও কমবে। মার্কেট যেকোন সময় যেকোন দিকে যেতে পারে তাই স্টপ লস ও টেক প্ররফিট ব্যবহার করা ভাল।
-
আসলে এটা মানুষ হিসাবে আমাদের সহজাত প্রবৃত্তি হল চোখের সামনে লস সহ্য করতে না পারা। তাই আমরা অপেক্ষা করি কখন মার্কেট আমার পক্ষে আসবে। কিন্তু এতে হিতে বিপরীত হয় বেশির ভাগ সময়। দেখা গেল আপনি দশটা ট্রেডে লাভ করলেন আর একটা ট্রেডে লস করলেন এবং লাভ লসের অনুপাত -তিনগুন। এজন্য লস মেনে নিতে শিখুন। সব দিন তো আর আপনার হবে না।
-
লস ত ব্যবসার একটি অংশ। সুতারাং এক সময় লাভ করবেন আবার লস করবেন এটাই নিয়ম। কিন্তু ফরেক্সে লসকে পুষে রেখে লাভ করে থাকে। মার্কেট যখন বেপুরুওয়া হয়ে থাকে, ট্রেডের বিপরীত দিকে চলে যাই তখন আপনাকে অবশ্যই লসকে পুষে রাখতে হবে। তা না হলে আপনাকে লস খেতে হবে।
-
এটি ঠিক যে আমাদের নানা ট্রেডিং অদক্ষতা এবং অনভিজ্ঞতা ফরেক্স ট্রেডিংয়ে লসের বড় কারন তার পরও আমার মনে হয় আরো একটি প্রধান কারন রয়েছে আর তা হল লোভ আমাদের অধিকাংশ ট্রেডারই দেখা যায় অধিক প্রফিটের কারনে মানিম্যানেজমেন্টের মত গুরুত্বপূর্ন বিষয়সমূহকে অগ্রা্য্য করে ফরেক্সে ট্রেড করে বড় ধরনের লসের মুখে পতিত হয়।
-
ফরেক্স এ লাভের পাশাপাশি লস হবে সেটা স্বাভাবিক। লাভ লস ছাড়া কোনো ব্যবসা সম্ভব নয়। কোন ট্রেড যদি লস এ থাকে তখন আমরা ভাবি লাভ হবে। আর যদি লাভ এ থাকে ভাবি যদি লাভ কমে যাই। এই কারনে সবাই লস পুষে রাখি। তাই আমাদের সকলের উচিত একটি ট্রেড ওপেন করে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেওয়া ।
-
লস ত ব্যবসার একটি অংশ। সুতারাং এক সময় লাভ করবেন আবার লস করবেন এটাই নিয়ম। কিন্তু ফরেক্সে লসকে পুষে রেখে লাভ করে থাকে। মার্কেট যখন বেপুরুওয়া হয়ে থাকে, ট্রেডের বিপরীত দিকে চলে যাই তখন আপনাকে অবশ্যই লসকে পুষে রাখতে হবে। তা না হলে আপনাকে লস খেতে হবে।