-
বাংলাদেশে দিন দিন ফরেক্স ট্রেডার এর সংখ্যা বাড়তে ছে। আজ কে ৭-৮ বছর আছে এত পরিমান ট্রেডার ছিল না। কিন্তু দুখের বিষয় এখন ও বাংলাদেশে মান সম্মত ট্রেডার এর সংখ্যা মানে যারা সফল তাদের সংখ্যা অনেক কম। সবাই আসে এই মারকেট এ লাভ করার জন্য। পরে লস করে চলে যায় আর বলে ফরেক্স একটা জুয়া খেলা। কিন্তু তারা কেউই ফরেক্স নিয়া পড়ালেখা করতে আগ্রহী না। এখন ও বাংলাদেশ সরকার এটা কে বৈধ্যতা দেয় নাই। এর জন্য আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যারা ফরেক্স করি তারা সবাই চাই বাংলাদেশে ফরেক্স কে বৈধতা দেওয়া হউক।
-
আমাদের বাংলাদেশে ফরেক্স ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে । এই আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার ব্যবসা আমাদের দেশের মানুষ অনেক আগ্রহ প্রকাশ করছে । বর্তমানে বাংলাদেশের অনেকই ফরেক্স ব্যবসা করে থাকে।
-
আমি আপনার সাথে একমত।অনলাইনে পরিচালিত ফরেক্স ট্রেডিং ব্যবসা করে বর্তমানে বাংলাদেশের অনেক বেকার যুবক অর্খ ইনকাম করছে।অনেকেই ফরেক্স শিখছে এবং ভবিষ্যতে ইনকাম করার টার্গেট করছে।এজন্য বলবো বর্তমানে বাংলাদেশে ফরেক্স জনপ্রিয় হয়েছে ভবিষ্যতে এই জনপ্রিয়তা আরও বাড়তে পারে।
-
হ্যা ভাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেক্স মার্কেট অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । বাংলাদেশের ব্যাপক বেকার সমস্যা সমাধানে ফরেক্স ভূমিকা পালন করতে পারে । যুব সমাজকে উপযোক্ত পরিবেশে প্রশিক্ষন করা গেলে আমাদের দেশেও ফরেক্স দূত প্রসার লাভ করবে বলে আমি মনে করি । দিন দিন বাংলাদেশে ফরেক্স মার্কেট ব্যাপকতা লাভ করছে ।
-
আমাদের দেশের অনেক মানুষ এখন ফরেক্স করে । ফরেক্স মার্কেটে কাজ করে এখন অনেক মানুষ আয় করতে পারতেছে । এক সময় ছিল যখন ফরেক্স নিয়া কেউ কাজ করতে চাইতো না । মানুষের ভিতর ফরেক্স মার্কেট নিয়া একটা ভুল ধারনা ছিল । এখন অনেক মানুষ ফরেক্স মার্কেটে কাজ করে ।
-
বাংলাদেশর ফরেক্স পরিস্থিতি নিয়া যদি আমরা আলোচনা করি তাইলে আমাদের কে ভাল করে ফরেক্স মার্কেট নিয়া আলোচনা করতে হবে । তাই আমরা যখন ফরেক্স মার্কেট নিয়া কাজ করি তখন দেখতে পাই ফরেক্স মার্কেট কি ভাবে ব্যবসা করে মানুষ আয় করতে পারে ।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে গেলে আমাদের কে ভাল করে ফরেক্স মার্কেট নিয়া আলোচনা করতে হবে । আলোচনা করতে হলে আমাদের কে আগে থেকে ফরেক্স নিয়া ভাল একটা ধারনা থাকা দরকার আছে । আমরা বাংলাদেশের ফরেক্স মার্কেটে কাজ করি । বাংলাদেশের ফরেক্স মার্কেটের পরিস্থিতি অনেক ভাল এখন ।
-
বাংলাদেশ এ ফরেক্স মার্কেট একটি যুগান্তকারী ভুমিকা রাখছে । বাংলাদেশ এ বর্তামানে বেকারত্ব বেসি তাই এই দিকে আমাদের দেসে ফরেক্স মার্কেট এর ভুমিকা অনেক বেসি । আমাদের দেসে আগে তেমন তথ প্রযুক্তি চিল না ফলে আমারা এই মার্কেট এর বাইরে চিলাম অনেক দিন কিন্তু এওন আর আমারআ এই সবের বাইরে নাই ।
-
বাংলাদেশে এখনো এর জনপ্রিয়তা তেমন ব্যাপক হারে হয় নি। তবে আমি আশাবাদী এর প্রচার প্রসার ঠিক মত হলে এটা অনেক জনপ্রিয় হয়ে ঊঠবে। তবে কারো একক প্রচেষ্টায় তো আর হবে না। তাই দরকার সরকারের পৃষ্টপোষকতা। আর আমি মনে করি এটা বেকার সমস্যা সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফরেক্স ব্যাপক প্রসার হলে আমাদের অর্থনীতির চাকা আরও সচল হবে ।
-
বাংলাদেশের বেশির ভাগ ফরেক্স ট্রেডাররাই ফরেক্স জ্বরে আক্রান্ত। বেশির ভাগ ট্রেডারই মনে করে ফরেক্স হল টাকার মেশিন। তাই তারা ফরেক্স সম্পর্কে বিস্তারিত না জেনে এ্যানালাইসিস করে ফরেক্স এ ইনভেষ্ট করে থাকে। কিছুদিন পরে লস খেয়ে তারা ট্রেড হতে বিদায় নেয় বেশির ভাগ ট্রেডারই। তবে ফরেক্স এ বাংলাদেশের উজ্জল সম্ভাবনা রয়েছে। যদি আমরা উপযুক্ত ট্রেনিং পাই ফরেক্স সম্পর্কে। আর তা না হলে অনেক ফরেক্স ট্রেডার অকালেই হারিয়ে যাবে ফরেক্স মার্কেট হতে।