-
ফরেক্স ফোরামে পোস্টিং করার বিনিময়ে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে মাস শেষ হলে বোনাস পায়।এই বোনাস দিয়ে আমরা ট্ররড করতে পারি।প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে ফোরামের বোনাস আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে যোগ হয়ে থাকে।আমি নিজেও বিগত দুইমাস এই ফোরামে পোস্টিং বোনাস অ্যাকাউন্টে পেয়েছি।
-
সত্যি কথা বলতে কি, বর্তমান সময়ে আমি ফরেক্সে এখনো তেমন ট্রেড ভালো করতে পারি না । তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি। তাছাড়া আমি এখন নতুন বোনাস পায়েছি আশা করছি এটা দিয়ে ভালো কিছু করব। এখানে কাজ করে ভালো লাগতেছে । আশা করছি এখানে ঠিকে থাকে পারবো। আমি খুব মনোযোগ সহকারে কাজ করছি । আমার বিশ্বাস আমি এখানে জীবনে সাইন করতে পারবো।
-
আমি এই ফোরামে নিয়মিত পোস্ট করছি । জানুয়ারি মাসে আমি ফোরাম পোস্টিং করেও কোনো বোনাস পাইনি কারন আমার একাউন্ট এটাচ করা ছিল না। কিন্তু ফেব্রুয়ারি মাস শেষে আমি ৪২ডলার বোনাস পাই। মার্চ মাস শেষে পাই ৯ডলার। এবং এপ্রিল মাস শেষে পাই ২২.৪০ ডলার। আমি প্রতিমাসেই এখান থেকে বোনাস পাচ্ছি। বেশ ভালোই লাগছে।
-
প্রতি মাসের পোষ্টিং বাবদ বোনাস ডলার আমার সংযুক্ত রিয়েল একাউন্টে নিয়মিতই যোগ হয়ে যাচ্ছে৷আমি চেষ্টা করছি আমাদের ফোরামের পোষ্টিং সংক্রান্ত সকল নিয়ম নীতি সঠিকভাবে মেনে চলার৷পাছে যেন ব্যান্ড না হই৷তাহলে সব কষ্ট বিফলে যাবে৷আমি সবসময় খেয়াল রাখি আমার লেখাগুলো নতুনদের জন্য যেন উপকারী,উৎসাহমূলক,ব াস্তব সত্য ও তথ্যসমৃদ্ধ হয়৷তাছাড়া আমি এখনো কোন বোনাস পাইনি আশা করছি পেয়ে যাবে। এখানে কাজ করে ভালো লাগতেছে । আশা করছি এখানে ঠিকে থাকে পারবো। আমি খুব মনোযোগ সহকারে কাজ করছি । আমার বিশ্বাস আমি এখানে জীবনে সাইন করতে পারবো।
-
সবার উচিত এই ফোরামে ভালেভাবে কাজ করা এবং পরিশ্রম করার পর যে বোনাস পাওয়া যাবে তা অবশ্যই নষ্ট না করা। আমরা অনেক সময় যে বোনাস পেয়ে থাকি তা গাফেলতির মাধ্যমে বা ভুল ট্রেড করার মাধ্যমে নষ্ট করে থাকি যা মোটেও কাম্য নয় তাই উচিত সঠিক ভাবে ট্রেড করা। কিন্তু নতুন টেকনিক্যাল বিভিন্ন সমস্যার কারনে অনেক সময় বোনাস একাউনট এ আসতে সময় লাগে। এখন মাসের অর্ধেক সময় লেগে যায় তার আগের মাসের বোনাস আসতে।
-
বাংলায় ফোরাম পোস্ট করে ০.২০সেন্ট করে বোনাস আয়ের এই অভিনব সুযোগ সত্যিই বাংলাদেশী ট্রেডারদের জন্য বড় সৌভাগ্যের । আশাকরি এর মাধ্যমে একসময় এদেশের সমস্ত শিক্ষিত বেকার যুবক একটা বাড়তি আয়ের সুযোগ পাবে এবং এদেশ থেকে বেকার অভিশাপ থেকে মুক্ত হবে এদেশ । আশাকরি এই সুযোগটি আছে এবং আগামীতেও থাকবে ।
-
আপনি নিশ্চিন্তে এই ফোরামে পোস্ট করতে পারেন এবং বোনাস আপনার ট্রেডিং একাউন্টে পৌঁছে যাবে। আমি সব সময় আমি আমার বোনাস পেয়েছি এবং তা দিয়ে রিয়াল ট্রেড করি। কোন সময়ই বিফলে যায়নি।আপনি নিশ্চিত থাকুন আপনি যদি ব্যান না হন তাহলে এই ফোরামে যতগুলো মান সম্মত পোস্ট করবেন তার জন্য আপনি পরবর্তী মাসের প্রথমে আপনার রিয়াল ট্রেড এর একাউন্টে বোনাস পেয়ে যাবেন এবং সেই থেকে আপনি ট্রেড করতে পারবেন।এই ফোরাম এর জন্যই কিন্তু আমরা অনেকে আজ রিয়াল ট্রেড করতে পারছি। যদি না থাকত তাহলে ডিপোজিট করা অনেক অসুবিধায় হত আমি সত্যি খুবই কৃতজ্ঞ এই ফোরামের কাছে এবং ইন্সটাফরেক্সের কাছে।
-
জি হাঁ বিগত দুই মাসের বোনাস আমরা যথা সময়ে পেয়েছি। কোন ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন ছাড়াই আমরা ফোরামে পোষ্ট করার মাধ্যমে বোনাস পেয়ে যাচ্ছি। শুধুমাত্র সেপ্টেম্বরের বোনাস এখনও বাকি রয়েছে। তবে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার কারণে আমাদের বোনাস পেতে দেরি হয় আর সেই সময়টুকু আমাদের ধৈর্যের সঙ্গে ফোরামের সঙ্গে থাকা উচিত। তবে আশা করি পরবর্তীতে যথাসময়ে আমরা সঠিকভাবে বোনাস পাব। তাই আমাদের কষ্টের কোয়ালিটির প্রতি মনোযোগ দিয়ে পোস্ট করা উচিত।
-
সম্প্রতি কোভিড-19 এর কারণে 2020খ্রি. হতে সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও এর প্রভাব বিস্তার করে। যার ফলে অর্থনৈতীক অবস্থার অবনতির পাশাপাশি বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তখন থেকেই ফরেক্স মার্কেটে মন্দা চলছিল । কিন্তু সেই মন্দা কাটিয়ে অন্য সকল প্রতিষ্ঠান চলতে পারলেও বর্তমান সময়ে ফরেক্স এখন কাটিয়ে উঠতে পারিনি। চলতি 2021খ্রি. নভেম্বর মাস অথচ গত দুই মাসের বোনাস বাকি পড়ে আছে। যার সমাধান এখন পর্যন্ত হয় নি। এমতাবস্থায় একাধিক বোনাস ট্রেডারগণ এই সমস্যার কারণে মার্কেট ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এভাবে চলতে থাকলে ফরেক্স মার্কেট থেকে বাকি ট্রডার এক সময় আরো কমে যাবে। তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষের নিকট দ্রুত সমাধানের জন্য আবেদন করছি।
-
ফরেক্স ভালো করে জানার চেষ্টা করছি। অামি এখনো তেমন ট্রেড ভালো করতে পারি না । তবে খুব চেষ্টা চালাচ্ছি । তাছাড়া আমি এখনো কোন বোনাস পাইনি আশা করছি পেয়ে যাবে। এখানে কাজ করে ভালো লাগতেছে । আশা করছি এখানে ঠিকে থাকে পারবো। আমি খুব মনোযোগ সহকারে কাজ করছি । আমার বিশ্বাস আমি এখানে জীবনে সাইন করতে পারবো। আমি চেষ্টা করছি আমাদের ফোরামের পোষ্টিং সংক্রান্ত সকল নিয়ম নীতি সঠিকভাবে মেনে চলার৷পাছে যেন ব্যান্ড না হই৷তাহলে সব কষ্ট বিফলে যাবে৷আমি সবসময় খেয়াল রাখি আমার লেখাগুলো নতুনদের জন্য যেন উপকারী,উৎসাহমূলক,ব াস্তব সত্য ও তথ্যসমৃদ্ধ হয়৷